অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিভাগ এর “ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস” বিষয়ের একটি পাঠ। অপরিশোধিত তেল এক প্রকার বিশেষ ধরনের আঠালো তরল পদার্থ। ইহা নানা বর্ণের হতে পারে-যেমন বাদামী, সবুজ, কাল ও হলুদ, আবার কখনও কখনও পানির ন্যায়। ইহা বিভিন্ন খনিতে বিভিন্ন ধরনের হয়ে থাকে। অপরিশোধিত তেলের আপেক্ষিক গুরত্বের উপর এর মান নির্ভর করে।

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান

এর আপেক্ষিক গুরুত্ব (Specific gravity) সাধারণত ০.৮০ হতে ০.৯৯ হয়ে থাকে। পানির সাথে তুলনা করে এই আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়। এ সময় তেলের স্ফুটনাঙ্কে থাকে বেশ কম, অর্থাৎ ৬০° ফাঃ হতে ৭৫°ফাঃ থাকে। তেলের স্ফুটনাঙ্ক পৌছানোর পূর্বেই বিয়োজন ঘটতে শুরু করে। মূলত অপরিশোধিত তেল হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের অণু-পরমাণুতে গঠিত এক ধরনের জ্বালানী তেল। এতে কার্বনের পরিমাণ হচ্ছে শতকরা ৮৩ হতে ৮৭ ভাগ এবং হাইড্রোজেনর পরিমাণ হচ্ছে শতকরা ১৩ হতে ১১ ভাগ।

নাইট্রোজেন, অক্সিজোন, সালফার ইত্যাদির পরিমাণ হচ্ছে ০ হতে ৫ ভাগ। কিছু কিছু অপরিশোধিত তেলে ধাতব পদার্থের সামান্য মিশ্রণ দেখা যায় যেমন : ভেনাডিয়াম, লৌহ, নিকেল এবং সর্পবিষ ইত্যাদি। কোন কোন অপরিশোধিত তেলে শতকরা ৩০ হতে ৪০ ভাগ প্যারাফিন থাকে।

আবার কোন কোন তেলে কিছু পরিমাণে সুগন্ধি থাকে, যেমন ক্যালিফ্লোনিয়ার কিছু তেল খনিতে এমনটি আছে। কিন্তু সকল অপরিশোধিত তেলে ন্যাপথা (Naphtha) থাকে। তেলে সাধারণত পানি থাকে না কিন্তু সহজাত (Connate) হিসেবে কিছু পানি তেলের সাথে থাকতে পারে অথবা ইমালশন (Emulsion) হিসেবে পানি তেলের সাথে থাকতে পারে। প্রাকৃতিকভাবে যেসব পদার্থ হাইড্রোকার্বনে (প্যারাফিনে) থাকে তার একটি তালিকা নিম্নে দেওয়া হল :

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

 

হাইড্রোকার্বনের উপাদানগুলি স্বতন্ত্রতার উপর ভিত্তি করে হাইড্রোকার্বনকে বহু ভাগে ভাগ করা যায়। প্রধান আটটি ভাগের নাম নিম্নে দেওয়া হলো :

(১) প্যারাফিন (Paraffins), (২) সুগন্ধি বা অ্যারোমেটিক (Aromatic), (৩) ন্যাপথিস (Napthenes), (৪) অলিফিনস (Olefins), (৫) ডাইঅলিফিনস (Diolefins), (৬) অ্যাসিটিলিন (Acetylens), (৭) সাইক্লো অলিফিনস (cycloolifins), (৮) অ্যালকোহল (Alcohols)। আবার আণবিক গঠন অনুসারে হাইড্রোকার্বনের উপাদানসমূহকে প্রধান দুই ভাগে ভাগ করা যায় যেমন : (ক) চেইন মিশ্রণ (chain compound), (খ) রিং মিশ্রণ (Ring compound) ।

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

(১) প্যারাফিনস :

প্যারাফিনস অর্থাৎ স্ফটিকবৎ মোমজাতীয় শ্বেত পদার্থ বিশেষ যা যে কোন প্রকার হাইড্রোকার্বন জ্বালানীর মধ্যে বিস্তীর্ণ অংশ জুড়ে থাকে। সাধারণ প্যারাফিন একটি সংপৃক্ত মিশ্রণ ৷ প্যারাফিন বিভাগের অন্যান্য সদস্য হচ্ছে মিথেন, প্রপেন, হেক্সেন, পেনটেন, হেপটেন, ইথেন, অকটেন, আইসোঅকটেন, আইসোবুটেন ইত্যাদি। প্যারাফিনের রাসায়নিক ফর্মুলা হচ্ছে CnH2n-2; এর মাধ্যমে কার্বন পরমাণুগুলি বুঝানো হয়েছে। প্যারাফিনের আণবিক গঠন হচ্ছে সরল চেইনবিশিষ্ট যা ১৬.৭, ১৬.৮, ১৬.৯, ১৬.১০ এবং ১৬.১১ চিত্রে দেখানো হয়েছে।

 

 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

(২) ন্যাপথিনস বা সাইক্লোপ্যারাফিন :

এটি একটি সংপৃক্ত মিশ্রণ (Saturated Compound) । এর সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n এবং আণবিক গঠন হচ্ছে রিং মিশ্রণ ও একটি বন্ড (Bond) দ্বারা সজ্জিত। ১৬.১২, ১৬.১৩ এবং ১৬.১৪ চিত্রে রিং মিশ্রণ ও বণ্ড দেখানো হয়েছে। সব অপরিশোধিত তেলের এক-চতুর্থাংশ হচ্ছে ন্যাপথিনস-এর মিশ্রণ। মোটরযানে ব্যবহৃত জ্বালানির একটি কাঙ্ক্ষিত উপাদান হচ্ছে ন্যাপথা। ন্যাপথিনস গুণাবলীর একটি তালিকা নিম্নে দেওয়া হল :

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

(৩) সুগন্ধি বা অ্যারোমেটিক :

অ্যারোমেটিক এক ধরনের হাইড্রোকার্বন যার প্রধান ভিত্তি হচ্ছে বেঞ্জিন (CøHo)। এর সাধারণ ফর্মুলা হচ্ছে C, H2n.6 এবং এর আণবিক গঠন হচ্ছে রিং মিশ্রণ। এটি খুবই অসংপৃক্ত এবং তিনটি দুই বণ্ড (three double bonds) দ্বারা গঠিত খুবই কার্যকর মিশ্রণ। এটি পেট্রোলের জন্য খুবই উচ্চমানসম্পন্ন মিশ্রণ।

অকটেন বৃদ্ধির জন্যে নিম্নমান জ্বালানির সাথে বেঞ্জল (Benzol-CoHo) মিশানো হয়। এটি যদিও জ্বালানির তেলের উৎকর্ষ বৃদ্ধি করে, তবুও এর পরিমাণ তেলে বেশী থাকা শ্রেয় নয়। কারণ এর স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক উভয়ই বেশী। এটি জ্বালানি সরবরাহ লাইনে এবং রাবার দ্রব্যাদিতে ক্ষয়কারী পদার্থ (corrosive) হিসেবে কাজ করে এবং মরিচা ধরাতে সহায়তা করে। এর আণবিক গঠন ও বণ্ডগুলি চিত্রের সাহায্যে দেখানো হল। চিত্র ১৬:১৫ এবং ১৬.১৬ দ্রষ্টব্য।

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

(৪) অলিফিন্স :

এটি একটি অসংপৃক্ত মিশ্রণ। এর সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n এই বিভাগের সদস্যগণ প্যারাফিন বিভাগের সদস্যদের মতই। এর আণবিক কাঠামোতে অনেক বণ্ডের মধ্যে মাত্র একটি দ্বৈত বণ্ড থাকে। দ্বৈত বণ্ডটি দুটি কার্বন পরমাণুর মধ্যে যুক্ত থাকে। ১৬.১৭, ও ১৬.১৮ চিত্র দ্রষ্টব্য।

অলিফিনের অকটেন রেটিং বেশী বিধায় এটি মোটরযান জ্বালানির সাথে অর্থাৎ গ্যাসোলিনের সাথে মিশ্রণ করা হয়। এজন্য তেলের গুণগত মান বৃদ্ধি পায়। উড়োজাহাজের জ্বালানি তৈরীতে অলিফিন ব্যবহৃত হয়। এর একটি অসুবিধা হচ্ছে তেল বহুদিন জমা করে রাখলে তলানি পড়ে এবং আঠার (gum) সৃষ্টি করে।

(৫) ডাই-অলিফিন্স :

এটি একটি অসংপৃক্ত মিশ্রণ। এর আণবিক গঠন সরল রিং এবং দুটি দ্বৈত বণ্ড আছে। এর ফর্মুলা হচ্ছে CnH2n-2 ; এটি জ্বালানি তেলের একটি অনভিপ্রেত মিশ্রণ। ইহা তেলের রং পরিবর্তন করে এবং আঠার সৃষ্টি করে। এ আঠা জ্বালানি

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

পদ্ধতিতে খুবই জটিলতা সৃষ্টি করে, বিশেষ করে কারবুরেশনে বাধা দেয় এবং ভাল্ভ অপারেশনেও জটিলতা সৃষ্টি করে। তবে ওলিফিন কৃত্রিম রাবার তৈরী করতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ১৬.১৯ চিত্রে ওলিফিন পরিবার দেখানো হল। 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(৬)অ্যালকোহল (Alcohols) :

এটি একটি সংপৃক্ত মিশ্রণ। এটি আংশিক অক্সিডেশনে ‘প্রস্তুত পেট্রোলিয়াম দ্রব্য। এর আণবিক গঠন চেইন এবং ফর্মুলা r.OH. | মিথানল (CH,O), ইথানল (C2H6O) প্রোপানল (C3H8O) এবং বুটানল (C4H100) অ্যালকোহল বিভাগের সদস্য। এদের অকটেন মান হচ্ছে ৯৮ হতে ১০০। তাই এরা একটি উঁচুমানের জ্বালানির মর্যাদা রাখে। এটি একটি উৎকৃষ্ট মিশ্র পদার্থও (Blend) বটে। এটি বিশুদ্ধ অবস্থায় অথবা পেট্রোলের সাথে মিশিয়ে মোটরযানে ব্যবহার করা যায়। অ্যালকোহল কৃষি খামারের শস্য-পচা দ্রব্যাদি থেকে তৈরী করা যায়। তবে তুলনামূলকভাবে গ্যাসোলিন থেকে বেশী খরচ পড়ে। নিম্নে ছকের মাধ্যমে কয়েকটি মিশ্রণের অকটেন মান দেওয়া হল :

 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান | ফুয়েলস এন্ড লুব্রিক্যান্টস | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

আরও দেখুনঃ

2 thoughts on “অপরিশোধিত তেলের সম্পদ ও উপাদান”

Leave a Comment