শিক্ষানবিস যন্ত্রবাক্সে যা যা যন্ত্রাদি থাকা বাঞ্ছনীয় একজন শিক্ষানবিসের যন্ত্রবাক্সে নিম্নলিখিত যন্ত্রাদি থাকা বাঞ্ছনীয়। এই পাঠটি অটোমেবাইল ইন্জিনিয়ারিং এর একটি গুরুত্বপুর্ন পাঠ।
অটোমোবিল ইঞ্জিনিয়ারিং শিক্ষানবিস যন্ত্রবাক্সে যা যা যন্ত্রাদি থাকা বাঞ্ছনীয়
১ ।স্লাইড রেঞ্চ ১২” – ১টি
২। স্লাইড রেঞ্চ ৮%-১টি
৩। স্লাইড রেঞ্চ ৬-১ টি
৪। স্ক্রু-ড্রাইভার ১৮%-১টি
৫। স্ক্রু-ড্রাইভার ১২”-১টি
৬। ক্রু-ড্রাইভার ৮”-১টি
৭। ফিলিপস (স্টার) স্ক্রু-ড্রাইভার ৮”- ১টি
৮। ফিলিপস (স্টার) , স্ক্রু ড্রাইভার ৬”-১টি
৯। নেয়ন টেস্টার-১টি
১০। বলপিন হাতুড়ি ১ পাঃ-১টি
১১। বলপিন হাতুড়ি পাঃ-১টি
১২। রাবার হাতুড়ি-১টি
১৩। প্লাস্টিক হাতুড়ি-১টি
১৪। কাঠের হাতুড়ি-১টি
১৫। ইনসুলেটেড প্লায়ার-১টি
১৬। মার্কি প্লায়ার-১টি
১৭। নিডল নোজ প্লায়ার-১টি
১৮। ডায়াগোনাল প্লায়ার-১টি
১৯। চ্যানেল লক প্লায়ার-১টি
২০। ক্রোবার-১টি
২১। রাফ ফাইল-১ টি
২২। ফাইন (মসৃণ) ফাইল-১টি
২৩। স্পার্ক প্লাগ রেঞ্চ হ্যান্ডেলসহ-১টি
২৪। চিজেল-১টি
২৫। সেন্টার পাঞ্চ-১টি
২৬। পিন পাঞ্চ-১টি
২৭। ড্রিপ পাঞ্চ-১টি
-২৮। টর্ক রেঞ্চ-১টি
২৯। সকেট রেঞ্চ-১ সেট (র্যাচেট, ৪১। স্ক্রাইবার-১টি
স্পীড) হ্যান্ডেল, ব্রেকার বার, ‘U’ জয়েন্ট, এক্সটেনশনসহ)
৩০। গ্রীপ ভাইস (প্লায়ার)-১টি
৩১। ফিলার গেজ-১ টি (মিলিমিটার এবং ইঞ্চি)
৩২। টায়ার প্রেসার গেজ-১ টি
৩৩। বক্স বোরিং রেঞ্চ সেট-১ সেট
৩৪। ডবল এন্ডেড ওপেন এন্ড রেঞ্চ সেট-১ সেট
৩৫। কম্বিনেশন বাক্স এবং ওপেন এন্ড রেঞ্চ-১
৩৬। হাইড্রোমিটার—১টি (পকেট টাইপ)
৩৭। ব্যাটারী কানেকটর-২টি
৩৮। ভোল্টমিটার-১টি (১-১২ ভোল্ট)
৩৯। অ্যামেটার—১টি (৫-৫০ এম)
৪০। প্লাস্টিক টেপ-১টি
৪১। স্ক্রাইবার-১টি
অটোমোবিল কারখানার কাঁচামাল
অটোমোবিল কারখানায় নিম্নলিখিত কাঁচামালগুলি ব্যবহৃত হয়।
১। পেট্রোল
২। ডিজেল
৩। মোবিল
(ক) মোবিল SAE-৩০
(খ) মোবিল SAE-80
০৪। গিয়ার অয়েল
( ক )গিয়ার অয়েল SAE-৯০
(খ) গিয়ার অয়েল SAE-১১০
৫। গ্রীজ
(ক) গ্রীজ SAE-১৫০
(খ) গ্রীজ SAE-১৫০
(গ) গ্রীজ SAE-২২০
(ঘ) গ্রীজ SAE-২৫০
৬। কেরোসিন তেল
৭। ডিস্টিল্ড ওয়াটার
৮। সালফিউরিক এসিড
৯। এল. টি. ওয়্যার (L. T. wire)
১০। এইচ. টি. ওয়্যার (H. T. wire)
১১। কর্কশিট
১২। প্যাকিং পেপার
১৩। ব্রেক অয়েল
১৪। হাইড্রলিক অয়েল
১৫। গ্রাইন্ডিং পেস্ট
১৬। গ্রাইন্ডিং স্টিক
১৭। স্যান্ড পেপার
১৮। এমারি পেপার
১৯। সোল্ডার
২০। হোজ পাইপ
২১। স্পার্ক প্লাগ
২২। সি. বি. পয়েন্ট
২৩। কনডেসার
২৪। দড়ি
২৫। পেরেক
২৬। ওয়্যার ব্রাশ
২৭। গ্যালভানাইজ ওয়্যার
২৮। সুপার এনামেল ওয়্যার
২৯। ফিউজ ওয়্যার
৩০। বৈদ্যুতিক সুইচ
৩১। বাল্ব
৩২। হাইড্রোমিটার
৩৩। সেল টেস্টার
৩৪। নেয়ন টেস্টার
৩৫। এন্ট্রিফ্রিজিং সলুশন
৩৬। ক্লিনিং সলুশন
৩৭। সাবান, ও সোডা রেঞ্চ এন্ড
কর্মশালার পোশাক
কর্মশালায় কি ধরনের পোশাক পরিধান করে কাজ উচিত তা চিত্রে
দেখানোহলো।
কর্মশালায় যে ধরনের পোশাক পরিধান করে কাজ করা বিপজ্জনক তা ১.২৮. চিত্রে
দেখানো হলো।
আরও দেখুনঃ
- অটোমোবিল শপে ব্যবহৃত মেজারিং টুলস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং
- স্টেজ পরিবহন চুক্তিবদ্ধ পরিবহনযানের কন্ডাক্টরদের লাইসেন্স | মোটরযান আইন
- মোটরযানসমূহের ড্রাইভারদের লাইসেন্স করা | মোটরযান আইন
- অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ | মোটরযান আইন
- মোটরগাড়ি শিল্প
6 thoughts on “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং শিক্ষানবিস যন্ত্রবাক্সে যা যা যন্ত্রাদি থাকা বাঞ্ছনীয়”