অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “এককের বিভিন্ন পদ্ধতি” বিভাগের একটি পাঠ। মোটর গাড়ীর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বহুবিধ টুলস্ ও ইকুইপমেন্টস-এর প্রয়োজন হয়।

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস

মোটর গাড়ীর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বহুবিধ টুলস্ ও ইকুইপমেন্টস-এর প্রয়োজন হয়। টুলসগুলিকে সাধারণতঃ তিনটি ভাগে ভাগ করা যায়।

যেমন—

(ক) হ্যান্ড টুলস্ (hand tools)

(খ) মেজারিং টুলস (measuring tools) (গ) পাওয়ার টুলস (power tools) বা ইকুইপমেন্টস

হ্যান্ড টুলসের বিবরণ নিম্নে দেয়া হলো :

(ক) অ্যাডজাস্টেবল বা স্লাইড রেঞ্চ :

এই রেঞ্চ বিভিন্ন ধরনের নাট ও বোল্ট খোলা ও বন্ধ করার কাজে ব্যবহৃত হয়। ইহা স্লাইড করে নাট ও বোল্টের সাইজ অনুসারে ছোট এবং বড় করা যায়। এ ধরনের একটি রেঞ্চ দ্বারা বহু রেঞ্চের কার্য সমাধা করা যায়। ইহা বিভিন্ন আকারের হতে পারে। যেমন : ৩” – ৬” – ৮” = ১০” – ১২” – ১৬” – ২৪” ইত্যাদি।

 

(খ) স্ক্রু-ড্রাইভার :

ইহা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তবে বিশেষভাবে স্ক্রু খোলা এবং আঁটানোর কাজে ব্যবহৃত হয়। ইহা সাধারণত দুই প্রকার। যেমন : ১। ফ্লাট স্ক্রু ড্রাইভার ; ২। স্টার বা ফিলিপ্স স্ক্রু-ড্রাইভার।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

স্ক্রু-ড্রাইভার তিনটি অংশে বিভক্ত যেমন : (১) হ্যান্ডেল (২) শ্যাঙ্ক এবং (৩) ব্লেড। সাধারণ স্ক্রুকে ফ্লাট স্ক্রু-ড্রাইভার দ্বারা খোলা এবং বন্ধ করা হয়। কিন্তু ক্রস (cross) হেড- স্ক্রু বা তারকার ন্যায় স্পট কাটা স্ক্রুকে খুলতে বা বন্ধ করতে স্টার বা ফিলিপস স্ক্রু- ড্রাইভার ব্যবহৃত হয়। কাজের সুবিধার জন্য সব স্ক্রু-ড্রাইভারকে লাইট বা হেভী ডিউটি করে তৈরি করা হয়। উহা বিভিন্ন আকারের হয়, যেমন : ৩” – ৬” – ৮” – ১০” – ১৮” ইত্যাদি।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(গ) হাতুড়ি :

আঘাত দিয়ে কাজ করানোর জন্য হাতুড়ি বহুবিধ কাজে ব্যবহৃত হয়। কোন বস্তুকে খোলা, লাগানো, সরু, চেপ্টা, লম্বা এবং প্রবেশ করানো ইত্যাদি কাজে লাগে। কাজের সুবিধার্থে হাতুড়ি বিভিন্ন ওজনের তৈরি হয়। যেমন : পাউন্ড, ১ পাউন্ড, ২ পাঃ, ৫ পাঃ ইত্যাদি। হাতুড়ি বিভিন্ন ধরনের হয় যেমন :

১। বলপিন হাতুড়ি, ২। রাবার হাতুড়ি, ৩। ব্রাশ হাতুড়ি, ৪। প্লাস্টিক হাতুড়ি, ৫। ক্রসপিন হাতুড়ি। বলপিন হাতুড়ি সাধারণতঃ ভারী কাজে ব্যবহৃত হয়। আর অন্য সব হাতুড়ি হাল্কা কাজে ব্যবহৃত হয়। হাল্কা কাজের জন্য অর্থাৎ মৃদু আঘাত দেয়ার জন্য কাঠ, রাবার ও প্লাস্টিক হাতুড়িও ব্যবহার করা হয়ে থাকে।

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং (ঘ) প্লায়ার (Pliers) :

কোন বস্তু, নাট, বোল্ট ইত্যাদি খুলতে, ক্ষেত্রবিশেষে লাগাতে, ধরতে, কাটতে, ঢিলা করতে ইহা ব্যবহৃত হয়। কাজের সুবিধার্থে ইহাকে কয়েকটি ৫। মাঙ্কি প্লায়ার ৬। বেন্ট নোজ প্লায়ার ৭। গ্রিপিং প্লায়ার বা গ্রিপ ভাইস ভাগে ভাগ করা যায়। যেমন : ১। সাইট কাটিং প্লায়ার ২। ইনসুলেটেড প্লায়ার ৩। লং নোজ প্লায়ার ৪। ডায়াগোলান প্লায়ার উক্ত যন্ত্র দ্বারা কাজ করার সময় মনে রাখতে হবে অর্থাৎ সতর্ক থাকতে হবে যেন নাট ও বোল্টের মাথা নষ্ট না হয়ে যায়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(চ) ডবল এন্ডেড রিং রেঞ্চ :

এই জাতীয় রেঞ্চের দুই মাথায় বার পয়েন্টের দুটি . ভিন্ন আকারের রিং থাকে। উহা দ্বারা বিভিন্ন ধরনের নাট ও বোল্ট খোলা, লাগানো এবং ঢিলা করার কাজে ব্যবহৃত হয়। চিত্রে এর গঠন- প্রণালী দেখানো হলো।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ছ) কম্বিনেশন রেঞ্চ বক্স এবং ওপেন এন্ড :

এই রেঞ্চের দুই মাথা দুই রকম। এক মাথায় ওপেন এন্ড রেঞ্চ এবং অন্য মাথায় বক্স (রিং রেঞ্চ) থাকে। তবে উভয় রেঞ্চ একই মাপের হয়। ৭, ৮, ১০, ১২টি রেঞ্চ নিয়ে এক সেট হয়। উহারা একেকটি একেক আকারের হয়। কাজের সুবিধার্থেই রেঞ্চগুলি এভাবে তৈরী করা হয়। এই রেঞ্চগুলিও নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর কাজে ব্যবহৃত হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(জ) সকেট রেঞ্চ (Socket wrench) :

এক সাথে অনেকগুলি সকেট নিয়ে এই রেঞ্চ সেট গঠিত হয়। ঐগুলি একটি বাক্সে রক্ষিত থাকে। এই সকেটগুলি বিভিন্ন আকারের হয়। উপরোক্ত টুলস দিয়ে যেখানে কাজ করা যায় না সকেট রেঞ্চ দিয়ে সেখানে কাজ করা যায়। র‍্যাচেট হ্যান্ডেলের সাহায্যে নাট ও বোল্টকে তাড়াতাড়ি বন্ধ বা খোলা যায়। র‍্যাচেট হ্যান্ডেলটি সকেটের সঙ্গে লাগিয়ে নাট অথবা বোল্টকে খোলা বা বন্ধ করার জন্য উহাদের সাথে যুক্ত করে রাখতে হয়।

কিন্তু অন্যান্য রেঞ্চের ক্ষেত্রে এরকম করা যায় না। এই রেঞ্চ দ্বারা কাজ করতে বেশ সুবিধা। এই সকেট রেঞ্চ সেটের মধ্যে স্পীড হ্যান্ডেল, ইউনিভার্সেল জয়েন্ট, টি-হ্যান্ডেল, সলিড এক্সটেনশন পাওয়ার বা এল-হ্যান্ডেল ইত্যাদি থাকে। র‍্যাচেট হ্যান্ডেলটি যখন সকেটের সঙ্গে লাগিয়ে কাজ করা হয় তখন র‍্যাচেট লকটি কাজের জন্য স্থাপন করে নেয়া হয়। এই সেট মিলিমিটারে অথবা ইঞ্চিতে হতে পারে।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ঝ) টর্ক রেঞ্চ (Torque wrench) :

এই রেঞ্চের সাহায্যে সব নাট বোল্ট সঠিকভাবে আঁটানো যায়। ইঞ্জিনের যন্ত্রাংশ অতিরিক্ত ঢিলা করা বা আঁটানো উচিত নয়।এই রেঞ্চের সাথে সকেট রেঞ্চ যুক্ত করে আঁটানো হয়। এই রেঞ্চের হ্যান্ডেলের সঙ্গে একটি মিটার থাকে। নাট অথবা বোল্ট আঁট দিলে ঐ মিটারে চাপ দৃষ্ট হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ঞ) অ্যালেন অথবা এল রেঞ্চ (Allen wrench) :

ইহা ছয় কোণবিশিষ্ট রেঞ্চ। ইহা ছয় কোণবিশিষ্ট অ্যালেন স্ক্রু খোলা এবং টাইট দেওয়ার কাজে ব্যবহৃত হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ট).পাইপ রেঞ্চ :

পাইপ এবং পাইপের বিভিন্ন সংযোগ খোলা এবং যুক্ত করার জন্য এই রেঞ্চ বিশেষভাবে ব্যবহৃত হয়। পাইপকে আঁকরে ধরে রাখার মত দুটি দাঁত (jaw) আছে।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ঠ) প্লাগ রেঞ্চ :

ইঞ্জিনের স্পার্ক প্লাগ খোলা এবং টাইট দেওয়ার জন্য এই রেঞ্চ বিশেষভাবে ব্যবহৃত হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ড) হুইল রেঞ্চ :

গাড়ীর চাকার নাট ও বোল্ট খোলা এবং টাইট দেওয়ার জন্য – বিশেষভাবে ব্যবহৃত হয়। চিত্রে এর নমুনা দেখানো হলো।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ঢ) পাঞ্চ (Punch) :

অটোমোবিল ট্রেডে সাধারণতঃ পাঁচ ধরনের পাঞ্চ ব্যবহৃত হয়। যেমন : ১। সেন্টার পাঞ্চ, ২। পিন পাঞ্চ, ৩। স্টার্টিং পাঞ্চ, ৪। ড্রিফট পাঞ্চ, ৫। লাইনিং পাঞ্চ। সেন্টার পাঞ্চ সাধারণতঃ যন্ত্রের উপর চিহ্ন দেওয়ার জন্য, ড্রিল (dril) করার জন্য, কোন যন্ত্রের অথবা কোন ধাতুর উপর চিহ্ন দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

কোন যন্ত্র খোলার পূর্বে পাঞ্চ দ্বারা চিহ্ন বা দাগ দিতে হয় যাতে ফিটিং-এর সময় অসুবিধা না হয়। অন্যান্য পাঞ্চ সাধারণতঃ রিভিট, পিন, ছোট কোন যন্ত্র সংযোগ হতে বের করার জন্য অথবা প্রবেশ করবার জন্য ব্যবহৃত হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ণ) চিজেল (Chisel) :

চিজেল সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যেমন : ১। কোল্ড চিজেল ২। হট চিজেল। কোল্ড চিজেল সাধারণত অটোশপে ব্যবহৃত হয়। হট চিজেল কামারশালায় ব্যবহৃত হয়। কোল্ড চিজেল আবার চার ভাগে ভাগ করা যায়, যেমন : (১) ডায়মন্ড পয়েন্ট চিজেল, (২) রাউন্ড নোজ চিজেল, (৩) কোল্ড চিজেল, (৪) ক্যাপ চিজেল। চিজেল সাধারণত রিভিট, বোল্ট, স্ক্রু, নাট ইত্যাদি এবং মেটাল শিট কাটার জন্য ব্যবহৃত হয়।

অনেক সময় অনেক স্ক্রু, নাট, বোল্ট স্বাভাবিকভাবে খোলা যায় না, তখন চিজ়েল ব্যবহার করে খোলার চেষ্টা করা হয়, নতুবা কেটে ফেলে হয়। কাজের সুবিধার্থে এবং কাজের তারতম্য অনুসারে বিভিন্ন ধরনের চিজেল ব্যবহৃত হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ত) ফাইল (File) :

ধাতু জাতীয় পদার্থের অপ্রয়োজনীয় অংশ ঘষে বাদ দেওয়ার জন্য এই ফাইল ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ফাইল আছে। যেমন : (১) সিঙ্গেল কাট, (২) ডবল কাট, (৩) রাফ বা বাস্টার্ড, (৪) ফাইন, (৫) রাউন্ড ফাইল, (৬) হাফ রাউন্ড, (৭) নাইফ ফাইল, (৮) ফ্লাট ফাইল, (৯) স্কয়ার ফাইল, (১০) ট্রায়েঙ্গুলার। বিভিন্ন কাজের সুবিধার জন্যই বিভিন্ন ধরনের ফাইলের ব্যবহার দেখা যায়। যেমন—কোন একটি ধাতু খণ্ডকে ছোট করতে হবে, কিন্তু এর প্রয়োজনের তুলনায় 8 বড় আছে।

এই কাজটি তাড়াতাড়ি সম্পাদনের জন্য প্রথমে রাফ ফাইল ব্যবহার করতে হয়। কাজের শেষে ফাইন ফাইল (smooth file) ব্যবহার করতে হয়। এতে কাজ ভাল হয়। ভাল ও মসৃণ কাজের জন্য ফাইন এবং সাধারণ কাজের জন্য রাফ ফাইল ব্যবহার করা হয়। গোলাকার ছিদ্রের জন্য রাউন্ড ফাইল ব্যবহার করা হয়। তেমনিভাবে ত্রিকোণবিশিষ্ট জায়গায় ত্রিকোণা ফাইল ব্যবহার করা হয়। মোটকথা ফাইলের নাম অনুসারেই এর ব্যবহার করতে দেখা যায়। ফাইলে হ্যান্ডেল লাগানো অবস্থায় ব্যবহার করা উচিত।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ত) ফাইল (File) :

ধাতু জাতীয় পদার্থের অপ্রয়োজনীয় অংশ ঘষে বাদ দেওয়ার জন্য এই ফাইল ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ফাইল আছে।

যেমন :

(১) সিঙ্গেল কাট, (২) ডবল কাট, (৩) রাফ বা বাস্টার্ড, (৪) ফাইন, (৫) রাউন্ড ফাইল, (৬) হাফ রাউন্ড, (৭) নাইফ ফাইল, (৮) ফ্লাট ফাইল, (৯) স্কয়ার ফাইল, (১০) ট্রায়েঙ্গুলার। বিভিন্ন কাজের সুবিধার জন্যই বিভিন্ন ধরনের ফাইলের ব্যবহার দেখা যায়। যেমন—কোন একটি ধাতু খণ্ডকে ছোট করতে হবে, কিন্তু এর প্রয়োজনের তুলনায় 8 বড় আছে। এই কাজটি তাড়াতাড়ি সম্পাদনের জন্য প্রথমে রাফ ফাইল ব্যবহার করতে হয়।

কাজের শেষে ফাইন ফাইল (smooth file) ব্যবহার করতে হয়। এতে কাজ ভাল হয়। ভাল ও মসৃণ কাজের জন্য ফাইন এবং সাধারণ কাজের জন্য রাফ ফাইল ব্যবহার করা হয়। গোলাকার ছিদ্রের জন্য রাউন্ড ফাইল ব্যবহার করা হয়। তেমনিভাবে ত্রিকোণবিশিষ্ট জায়গায় ত্রিকোণা ফাইল ব্যবহার করা হয়। মোটকথা ফাইলের নাম অনুসারেই এর ব্যবহার করতে দেখা যায়। ফাইলে হ্যান্ডেল লাগানো অবস্থায় ব্যবহার করা উচিত।

ফাইলের হ্যান্ডেল ডান হাত দ্বারা শক্ত করে ধরে এবং বাম হাত দ্বারা ফাইলের টিপ এর উপর তিন আঙ্গুল দ্বারা ধরে বাম পা সামনে এবং ডান পা পিছনে রেখে শরীরের ভারসাম্য এবং ফাইলের সমতা রেখে ফাইলের ধর্ষণকার্য সম্পাদন করতে হয়। ফাইলে কখনও তেল, গ্রীজ বা মোবিল লাগানো উচিত নয়। ফাইলে মরিচা ধরার হাত থেকে রক্ষা করার জন্য চক লাগিয়ে বা মাখিয়ে রাখতে হয়।

 

(থ) সি-টাইপ ভালভ স্প্রিং কম্প্রেসর :

ইহা একটি বিশেষ ধরনের টুল্স। এর সাহায্যে ইঞ্জিনের হেড-এর ভাল্ভ স্প্রিংগুলি অতি সহজে খোলা, এবং লাগানো যায়। টুল্স যথাস্থানে ফিটিং করে কম্প্রেসর লিভারটি জোরে চাপ দিলেই ভালভের লক খুলে যায় এবং ভালভে ও স্প্রিং বের হয়ে আসে। অপর একটি ভাল্ভ কম্প্রেসর আছে। তা এক্সপানশন টাইপ ভাল্ভ স্প্রিং কম্প্রেসর নামে পরিচিত। এতে একটি স্ক্রু আছে যা চালনা করলে ভাল্ভ কম্প্রেসরটি ছোট-বড় হয়। এভাবেই তা দ্বারা কার্য সম্পাদন করা হয়।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস

 

(দ) পুলার :

বিয়ারিং, পুলি, বুশ, গিয়ার ইত্যাদিকে তার অবস্থান হতে বের করা বা খোলার জন্য পুলি ব্যবহৃত হয়। কাজের বিভিন্নতার জন্য বিভিন্ন ধরনের পুলার ব্যবহৃত হয়। যেমন : ১। স্লাইডিং হাতুড়ি পুলার, ২। টু-জ পুলার, ৩। থ্রি-জ পুলার।

 

অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

(ধ) পিস্টন রিং কম্প্রেসর :

গাড়ীর ইঞ্জিনে পিস্টন ব্যবহৃত হয়। এতে পিস্টন রিংও ব্যবহৃত হয়। পিস্টনে যখন রিং লাগানো থাকে তখন পিস্টন সিলিন্ডারে প্রবেশ করানো যায়। না। ঐ রিংগুলিকে রিং কম্প্রেসরের সাহায্যে চাপ প্রয়োগ করে সিলিন্ডারে প্রবেশ করানো হয়। ঐ রিং কম্প্রেসরের একটি কি (key) লিভার আছে, যার সাহায্যে কম্প্রেসরটিকে সঙ্কুচিত এবং প্রসারিত করা যায়। পিস্টন রিংগুলিকে সংঙ্কুচিত করেই সিলিন্ডারে প্রবেশ করানো হয়। (চিত্র ১.১৯)।

 

(ন) ট্যাপস এবং ডাইস :

ট্যাপস এবং ডাইস উভয়ই পেঁচ কাটার কাজে ব্যবহৃত হয়। ট্যাপস সাধারণত ভিতরের পেঁচ কাটার জন্য ব্যবহৃত হয় এবং ডাইস সাধারণত বাইরের পেঁচ কাটার জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের পেঁচ কাটার জন্য বিভিন্ন ধরনের ট্যাপস এবং ডাইস পাওয়া যায়। ট্যাপস এবং ডাইস দ্বারা পেঁচ কাটার জন্য বিশেষ ধরনের হ্যান্ডেল ব্যবহৃত হয় (চিত্র ১.২০)।

 

আরও দেখুনঃ

8 thoughts on “অটোমোবিল টুলস এন্ড ইকুইপমেন্টস”

Leave a Comment