Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

শীট মেটাল থেকে তৈরী সামগ্রী

শীট মেটাল থেকে তৈরী সামগ্রী – পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “শীট মেটাল ফিটিং, ওয়েল্ডিং-ডেনটিং ও পেইন্টিং” পাঠের অংশ।

শীট মেটাল থেকে তৈরী সামগ্রী

 

 

(ক) অয়েল কেন—এক লিটার, দুই লিটার হতে পাঁচ লিটার। ছোট আকারের ১/৪ লিটার, ১/২ লিটার হয়ে থাকে। (খ) ড্রাম — সাধারণত ২০ লিটার, ৩০ লিটার, ৫০ লিটার, ১০০ লিটার এবং ২০০ লিটার পর্যন্ত হয়ে থাকে। (গ) ফানেল, (ঘ) মগ, (ঙ) ট্রে (Tray), (চ) বালতি, (ছ) ডাক্‌ট (duct) শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষের জন্য), (জ) কৌটা (দুধ, জেলি, চাউল, ডাল, মুড়ি, চিড়া, গুড়, চিনি ইত্যাদি রাখার জন্য), (ঝ) সাইলেন্সার বক্স (বাস, ট্রাক, কার, হোণ্ডা, বেবীটেক্সি ইত্যাদি মোটরযানের) ; (ঞ) বরফ তৈরীর ছাঁচ (খাঁজ), 

 

 

 

(আইসক্রীম ও বরফ) ;

(ট) ফুলদানি, (ঠ) স্টীলের আলমারী, (ড) টুলস কেবিনেট, (ঢ) ফাইল কেবিনেট, (ণ) ওয়্যার ড্রয়ার, (ত) কব্জা, (থ) গাড়ীর বনেট, (দ) গাড়ীর বাম্পার, গাড়ীর টুলস বক্স, (ধ) পাখীর টুলস বক্স (ন) পাখীর বাসা (Bird House), (প) পাখীর খাওয়ার পাত্র (Bird feeder), (ফ) স্কুপ (scoop) (চিনি, চাল, ডাল, আটা, ময়দা ইত্যাদি প্রদানের জন্য হাতাওয়ালা পাত্র বিশেষ), (ব) ছাইদানি (Ashtray), (ভ) টিন কাপ (Tin cup), (ম) প্যানকেক টারনার (Pancake), (য) ডাস্ট প্যান (Dust pan) (র) মেইল বক্স।

 

আরও দেখুনঃ

Exit mobile version