Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

পুশ রড ও রকার আর্ম

পুশ রড ও রকার আর্ম

আজকে আমাদের আলোচনার বিষয় পুশ রড ও রকার আর্ম

পুশ রড ও রকার আর্ম

পুশ ও রকার আর্মের প্রয়োজনীয়তা (Necessity of push rod and Rocker Arm)

পূর্বের আলোচ্য ভালভ মেকানিজমের তিনটি ব্যবস্থাপনার মধ্যে বহুল প্রচলিত আইহেড ইঞ্জিনে অথবা ওভারহেড ভালভ ইঞ্জিনেই পুশ রড ব্যবহৃত হয়ে থাকে। মেকানিজমের মধ্যে এটা ট্যাপেট/ভাত লিফটার হতে রকার আর্মের মধ্যে সংযোগ রক্ষা করে থাকে এবং নিম্নের কাজগুলো সম্পন্ন করতে পুরো ভালুভ মেকানিক্সমকেই সহায়তা করে :

১। এটা ট্যাম্পেটের/ভালভ লিফটারের ঊর্ধ্বমুখী গতি রকার আর্মের বাহিরের প্রান্তে পৌঁছিয়ে দেয়, যার ফলে রকার আর্ম ভালভ স্প্রিংকে সংকোচিত করে ভাতকে যথাসমরে খুলে দেয়।

২। এটার সাথে রকার আর্মের সংযোগ প্রান্তে ট্যাপেট অ্যাডজাস্টিং ক্রু ও লক-নটি থাকে। এদের সাহায্যে ভাত টেপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে পুনঃলক করে দেওয়া হয়। এ অ্যাডজাস্টমেন্টই ভাতদ্বয়ের খোলার পরিমাণ সংরক্ষণ করে।

৩। যখন ভাত-সাঁট ও ভাত-ফেইজ প্রাইভিং কৰা হয় । তখন ভাল্‌ভ স্টেম পূর্বের তুলনায় কিছুটা উপরে উঠে আসে। এটা টেপেট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমেই সমন্বয় করা হয়ে থাকে। তারপর এর গ্রাইন্ডিং করা হলে এক সময় এ সমন্বয়ের সীমাও অতিক্রম করে। তখন তুলনামূলকভাবে ছোট সাইজের পুশরড ব্যবহার করে ভালভ মেকানিজমের কার্যকারিতা সংরক্ষণ করা যায় ।

 

চিত্র : আইহেড/ওভারহেড তাত ব্যবস্থাপনার পুশ রক্তের

রকার আর্মের অবস্থান ও উদ্দেশ্য (Purpose and location of rocker arm) :

অবস্থান ( Location)

পূর্বের আলোচ্য ভালভ মেকানিজম তিনটির, এল-হেড ব্যবস্থাপনা ব্যতীত, অপর দুটি ব্যবস্থাপনায়ই রকার আর্ম ব্যবহৃত হয়ে থাকে। রকার আর্ম শ্যাফটের মধ্যে থেকে অথবা স্টার্টে বাধা থেকে এটা ভাত খোলা ও বন্ধ হওয়ার কাজে সাহায্য করে থাকে। আই হেড / ওভার হেড তাও মেকানিজমে এটা পুশ রড দ্বারা পরিচালিত ক্যাম দ্বারা পরিচালিত হয়ে, তাকে খোলে ও বন্ধ করে। দুটি ভালুত মেকানিজমে ভাত হেডেই রকার আর্ম অ্যাসেম্বলি অবস্থান করে।

উদ্দেশ্য (Purpose) :

১। থিং টেনসানের বিপক্ষে এ রকার আর্ম তালুতকে পরিমাণমতো খুলে দেয়।

২। এটা গুল রড/ক্যাম হতে গতি প্রাপ্ত হয়ে, ভালভ স্টেমে সে গতি সরবরাহ করে, ভাতকে নিচের দিকে পুশ করে, খুলতে সাহায্য করে।

৩। রকার আর্ম, ভাত ক্লিয়ারেন্স/টেপেট অ্যাডজাস্টকরণের অ্যাডজাস্টিং স্কু ও লক নাট ধারণ করে। এ স্কু ও লক নাটের সাহায্যে ভাদৃত ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করা হয় ।

৪। রকার আর্ম শ্যাফটে নির্ধারিত গ্রুতে বা স্টার্টে লক/সার্কিপের সাহায্যে আবদ্ধ থেকে এটা লিভারের ন্যায় কাজ করে নির্ধারিত সময়ে, নির্ধারিত পরিমাণে নির্দিষ্ট ভালভকে খুলতে ও বন্ধ হতে সাহায্য করে।

 

চিত্র : রকার আর্ম

প্রশ্নমালা-২০

অতিসংক্ষিপ্ত প্রশ্ন

১। পুশ রড কোন ধরণের ইঞ্জিনে ব্যবহার হয়ে থাকে?

২। ট্যাপেটের/ভাল্‌ভ লিফটার হতে রকার আর্মের মধ্যে সংযোগ রক্ষা করে কে ?

৩। রকার আর্ম কোন ব্যবস্থায় ব্যবহৃত হয় না?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। পুশ রডের প্রয়োজনীয়তাগুলো কী?

২। রকার আর্মের অবস্থান বলতে কী বোঝায়?

৩। রকার আর্মের উদ্দেশ্যসমূহ কি কি?

৪। রকার আর্মের অংশগুলোর নাম লেখ।

৫। রকার আর্ম অ্যাসেমব্লিযুক্ত অংশের নাম চিত্রসহ লেখ।

 

 

রচনামূলক প্রশ্ন

১। রকার আর্ম অ্যাসেমরির অংশগুলোর বর্ণনা দাও।

আরও দেখুন :

 

Exit mobile version