ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

আজকে আমাদের আলোচনার বিষয় ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

ইঞ্জিন মাইনর ওভারহলিং সম্বন্ধে জানতে পারবে

ইঞ্জিন ওভারহলিংকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় :

টপ বা মাইনর ওভার হলিং এর কাজ নিম্নে দেয়া হল :

-ভালভ অপসারণ

-ভাল্‌ভ ফেইস ৪৫° তে গ্রাইন্ডিং

-ভাল্‌ভ সীট ৪৬° তে কাটিং

-স্প্রিংয়ের টেনশন পরিমাপ ও প্রয়োজনে পরিবর্তন

-ভাল্‌ভ লেপিংকরণ

-ভাল্‌ভ হেডে পুনঃস্থাপন ও লিংকেজ টেস্টিং

-হেড গ্যাসকেট পরিবর্তন

-হেড পুনঃস্থাপন ও নির্ধারিত টর্কে টাইটকরণ ইত্যাদি ।

সুতরাং ইঞ্জিন ওভারহলিংয়ের কাজসমূহ উল্লেখিত আলোচনা মোতাবেক যদি ধারাবাহিকভাবে বর্ণ দ্বারা তালিকাবদ্ধ করি, তাহালে হবে নিম্নরূপ :

ক. ইঞ্জিন টপ ওভারহলিং

খ. ইঞ্জিন হেড ও ক্র্যাংককেইস অপসারণ করে, ইঞ্জিন ব্লক চেসিসে রেখে, বোরিং কার্য সম্পন্ন করে ওভার সাইজের পিস্টন ও রিং সেট পরিবর্তন।

ঘ. ইঞ্জিনের হেড ও ক্র্যাংককেইস অপসারণ করে এবং পিস্টন, কানেকটিং রড ও বিয়ারিং অপসারণ করে, ইঞ্জিন রবকে চেসিস রেখে, বোরিং, হনিং পলিসিং করে ওভার সাইজের পিস্টন-রিং ও আন্ডার সাইজের বিয়ারিং স্থাপন ।

ঙ. চেসিস থেকে ইঞ্জিন অপসারণপূর্বক মেজর ওভারহলিংকরণ ইত্যাদি । -কখন একটি ইঞ্জিনের কোন জাতীয় ওভারহলিংয়ের প্রয়োজন হয়, তার ধারাবাহিক তালিকা নিচে প্রদান করা হলো। এ তালিকা সহজে উল্লেখিত ওভারহরিংয়ের প্রয়োজনীয়তা নির্দেশ করে :

 

 

ইঞ্জিনের মেজর ওভারহরিং সম্বন্ধে জানতে পারবে

মেজর ওভারহলিং (Major Overhauling) :

ইঞ্জিনকে পূর্ণাঙ্গ বিযুক্ত করে, বোরিং, হনিং, ক্র্যাংক শ্যাফট ও ক্যাম শ্যাফট গ্রাইন্ডিং করে, স্টান্ডার্ড পিস্টন, রিং বিয়ারিং ব্যবহার করে এবং অনেক পুরাতন ও অকেজো যন্ত্রাংশ পরিবর্তন করে, ইঞ্জিন/গাড়িকে নতুনের কাছাকাছি নিয়ে আসাকে মেজর ওভারহলিং বলে।

ব্যব মেজর ওভারহলিং ও টপ ওভারহলিংয়ের মাঝামাঝিও কিছু মেরামতের কাজ করা হয়ে থাকে যাকে অনেক ক্ষেত্রে মাইনর ওভারহলিং ও বলা হয়ে থাকে । মাইনর ওভারহলিংয়ের নিম্নের কাজসমূহ অন্তর্ভুক্ত থাকে যেমন :

-সিলিন্ডার হেড ও ক্র্যাংককেইজ অপসরণ।

– পিস্টন ও রিং সেট পরিবর্তন । -ইঞ্জিন ব্লকেই রেখে বোরিং কার্য সম্পন্ন করে, নতুন পিস্টন ও রিং সেট পরিবর্তন ।

-চেসিসে রেখেই রিবোরিং, হনিং কার্যসম্পন্ন করে, নতুন পিস্টন, রিং ও বিয়ারিং পরিবর্তন ইত্যাদি ।

ইঞ্জিনের কম্প্রেসন পরীক্ষাকরণ :

স্পার্ক প্লাগ খুলে/ইনজেকটর খুলে প্রেসার গেজ লাগানো

– পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ রেঞ্জের সাহায্যে প্রাগসমূহ অপসারণ কর ।

-ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইনজেকটর হোলে নাকি হিটিং প্লাগ হোলে প্রেসার গেজের সংযোজন করা হবে তা নিশ্চিত হও।

-ইনজেকটর/হিটিং প্লাগ অপসারণ করে হোলসমূহ উম্মুক্ত কর।

-চিত্রের ন্যায় প্রেসার গ্যাজের সংযোগ অ্যাডাপ্টার নির্বাচন কর ।

-প্রেসার গেজকে ১নং সিলিন্ডারের ইনজেকটর/হিটিং প্লাগ হোলে সংযুক্ত কর ।

-গেজের মাথায় ও হোলের সংযোগ স্থলে রবার ক্যাপ/সীল ব্যবহার সম্পর্কে নিশ্চিত থাক, যা সংযোগস্থলকে লিক মুক্ত রাখবে।

ফুয়েল সরবরাহ বন্ধ করা ও থ্রোটল ভাল্‌ভ পুরো খুলে রাখ :

ফুয়েল সরবরাহ বন্ধ করণের জন্য যদি কোনো ভাত থাকে তাকে বন্ধ করে দাও। ডিজেল সরবরাহ বন্ধ থাকবে ।

 

ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

 

– যদি কোনো স্টপ ভাত না থাকে, তাহলে এসি পাম্প/ ফীড পাম্প হতে ফুয়েল সরবরাহ লাইন বিযুক্ত কর ।

-পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে চোক ও প্রোটন ভাল্‌ভ পূর্ণাঙ্গ খুলে দিয়ে বাতাস সরবরাহকে বাধামুক্ত রাখ ।

-যদি ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ডের বাটার ফ্লাই ভালভ সংযুক্ত থাকে (ভ্যাকুয়াম গর্ভনরের ক্ষেত্রে) তবে পরীক্ষার পূর্বে তা পূর্ণাঙ্গ খুলে দাও ।

ইঞ্জিন ক্র্যাঙ্ককরণ ও পেট্রোল ইঞ্জিনের প্রেসার টেস্টিংকরণ

-পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে প্রেসার গেজে রেকর্ড-কার্ড প্রবেশ করাও এবং পিছনের নবে চাপ দিয়ে পয়েন্টারকে ১ নম্বরের প্রাথমিক অবস্থান রাখ ।

-১নং স্পার্ক প্লাগ হোলে প্রেসার গেজ চেপে ধর।

-ইগনিশন সুইচ ঘুরিয়ে ইঞ্জিনকে যতবার ক্র্যাংক করা হবে ততবার প্রেসার লিপিবদ্ধ করতে হবে।

-এক নম্বর হোল হতে প্রেসার গেজ উত্তেলন কর এবার ক্র্যাঙ্ক শ্যাফটে চার সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে মাত্র ঘড়ি কাঁটার দিকে ১৮০° ঘুরাও এবং যদি ফায়ারিং অর্ডার ১-৩-৪-২ হয় তাহলে তিন নম্বর সিলিন্ডারের দুটি ভালভকে বন্ধ অবস্থান হতে পারে।

-উল্লেখিত পদ্ধতিতে তিন নম্বর সিলিন্ডারের ইনটেক ও এগজস্ট ভালভের টেপেট অ্যাডজাস্ট কর।

– পুনরায় ১৮০° ঘুরিয়ে চার নম্বর সিলিন্ডারের টেপেট অ্যাডজাস্ট কর ।

-সর্বোপরি আবার ১৮০° ঘুরিয়ে দুই নম্বর সিলিন্ডারের টেপেট অ্যাডজাস্ট সম্পন্ন কর ।

 

ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

 

-এভাবে ইঞ্জিন ঘুরিয়ে প্রত্যোকটি ভালভের টেপেট অ্যাডজাস্টমেন্ট সম্পন্ন কর । একইভাবে ৬ সিলিন্ডারের ক্ষেত্রে প্রত্যেকটি সিলিন্ডারের ভাতদ্বয় অ্যাডজাস্টকরণের পর চার স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে প্রত্যেক বারই ক্র্যাংক শ্যাফটকে ১২০° ঘুরিয়ে ফারারিং অর্ডার অনুসারে টেপেট অ্যাডজাস্ট করা। ৮ সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে প্রতিবার ক্র্যাঙ্ক শ্যাফট ৯০° ঘুরিয়ে টেপেট অ্যাডজাস্ট কর । টেপেট কভার পুনঃযুক্তকরণ

-স্কিলের বিপরীত ধারা অনুসরণ করে টেপেট কভার পুনঃযুক্ত কর।

-সম্ভব হলে ইঞ্জিন স্টার্ট করে অ্যাডজাস্টমেন্টর কার্যকারিতা নিরীক্ষণ কর।

-ইঞ্জিনের আইডেলিং স্পিডে শব্দ, কম্পন ও কালো ধোঁয়া ব্যতিরেকে ৬০০-৮০০ আরপিএম-এ ইঞ্জিন চললে একে যথার্থ কার্যকারিতা বিবেচনা কর ।

-তারপর এর নবে চাপ দিয়ে রেকডিং পয়েন্টার ২ নম্বর অবস্থানে রাখ এবং পূর্বের পদ্ধতি অনুসরণ করে টেস্টিং সম্পন্ন কর ।

-একই পদ্ধতিতে প্রত্যেকটি সিলিন্ডারের প্রেসার টেস্টিং সম্পন্ন কর ।

-প্রেসার রেকর্ডিং কার্ডটি অপসারণ কর এবং বিশ্লেষণের জন্য সংরক্ষণ কর ।

 

ইঞ্জিন ওভারহলিং করার দক্ষতা অর্জন

 

আরও দেখুন :

 

Leave a Comment