আজকে আমাদের আলোচনার বিষয় হাইড্রোলিক ব্রেক সিস্টেমের রিডিংপদ্ধতি
হাইড্রোলিক ব্রেক সিস্টেমের রিডিংপদ্ধতি
ব্রিডিং-এর প্রয়োজনীয়তা
হাইড্রলিক ব্রেক সিস্টেমের কোনো যন্ত্রাংশের মেরামত/পরিবর্তন করা হলে পর পরি একে ব্রিডিং করে সিস্টেম হতে বাতাস বের করে দিতে হবে। কোন কারনে মাস্টার সিলিন্ডার রিজার্ভার ফ্লুইডের মাত্রা সর্বনিম্ন মাত্রায় নিচে নেমে গেলে পুরো সিস্টেমে বাতাস প্রবেশ করতে পারে। সে অবস্থায় সিস্টেম হতে বাতাস বের করতে ব্রিডিং করতে হয়। এটা ছাড়াও কোনো প্রকার লিকেজজনিত কারণে ব্রেক ফ্লুইড পড়ে গেলে সিস্টেমে বাতাস প্রবেশ করে যার।
তারপর ব্রেক সিস্টেম মেরামত করে সিস্টেম ব্রেক ফ্লুইডের মাত্রা পূরণ করতে গেলে অবশ্যি ব্রিডিং করতে হবে। মাস্টার সিলিন্ডিরের চেক ভাত অকেজো হয়ে পড়লে সিস্টেমে সর্বদায় বাতাস প্রবেশ করার প্রবণতা থাকে। এ ক্ষেত্রে চেক ভালভ পরিবর্তনপূর্বক ব্লিডিং করতে হবে। সর্বোপরি ব্রেক প্যাডে যখন হালকা অনুভূত হবে তখন মনে করতে হবে সিস্টেমে বাতাস রয়েছে। ব্রিডিং-এর মাধ্যমে তা বের করে দিতে হবে ।
চিত্র: হাইদ্রালিক ব্রেক সিস্টেম
ব্রিডিং শনাক্তকরণ কৌশল
১। প্রতিটি হুইল সিলিন্ডারে একটি করে রিভিং নিপল থাকে।
২। ডিস্ক ব্রেক সিস্টেমে ব্যাক ব্রেকিং প্লেটের পৃষ্ঠাদেশে মূল ব্রেক ফ্লুইডের লাইনের পার্শ্বেই তাঁর চিহ্নিত স্থানে ব্রিডিং নিপল অবস্থান করে। ডিস্ক ব্রেক হলে ক্যালিপারে মূল ব্রেক ফ্লুইড লাইনের পাশের চিত্রের তীর চিহ্নি স্থানে ক্যালিপারের মাধ্যমেই রিডিং নিপেল অবস্থান করে।
চিত্র : ব্রিডিং নিপল শনাক্তকরণ
ডি-এর জন্য প্রয়োজনীয় উপকরণ
১। ব্রেক অ্যাডজাস্টিং এন্ড ফিটিং টুল কিট্ যাতে ব্রেকের মেরামতের জন্য বিশেষ পরিমাণের বিশেষ টুলস্ থাকে ।
২। আংশিক ব্রেক ফ্লুইড ভর্তি স্বচ্ছ একটি প্লাস্টিক ও কাঁচের পাত্র।
৩। স্বচ্ছ একটি প্লাস্টিক পাইপ।
৪। ব্রেক ফ্লুইডসহ একটি পাত্র।
৫। ব্লিডিং-এর সাহায্যকারী হিসাবে একজন সহকারী ।
ব্রিডিং কৌশল
নিম্নে গাড়ির হাইড্রলিক ব্রেক সিস্টেম রিডিংকরণ। হাওয়া বের করণের পদ্ধতি ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:
১। হাইড্রলিক ব্রেক সিস্টেম রিডিংকরণের পূর্বে মাল্টার সিলিন্ডার রিজার্ভারে হাইড্রলিক ফ্লুইডের মাত্রা নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ফ্লুইড পর্যন্ত যাত্রা পুরণ করতে হবে ।
২। একক লাইন বিশিষ্ট হাইড্রলিক ব্রেক সিস্টেমের চিত্রে প্রদত্ত নাম্বারের ক্রম ধারা অনুসারে পিছনের চাকা হতে ব্রিডিং আরম্ভ করতে হবে।
৩। যদি পাড়িতে দ্বৈত হাইড্রলিক ব্রেক সিস্টেম যুক্ত থাকে তা হলে প্রত্যেকটি সার্কিটকে পশ্চাৎ ঢাকা হতে ব্রিডিং আরম্ভ করতে হবে। এ ক্ষেত্রে প্রত্যেকটি ঢাকা চিত্রের প্রদত্ত নাম্বারের ক্রম ধারা অনুসরণ করে ব্রিডিং করা শ্রেয়।
৪ । ব্লিডিং নিপেলের যে স্থানে প্লাস্টিক পাইপ যুক্ত করা হয়েছে, সে স্থানে ওপেন এন্ড রেঞ্চ স্থাপন করতে হবে এবং অর্ধপ্যাচ
ঘুরিয়ে রিডিং ক্রু টিলা দিতে হবে ।
৫। সহকারীকে ব্রেক প্যাডেলে ধীরে ধীরে চাপাতে ও ছাড়তে ব্রিডিং কারিকে নির্দেশ দিতে হবে। এ ওঠা-নামার সময় যেন ৩-৪ সেকেন্ড সময় নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৬। ব্রিডিংকালে প্লাস্টিক পাইপ দিয়ে ও প্লাস্টিক পাত্রে ৰাভাস সিস্টেম হতে বুঁদবুদ আকারে বের হওয়া লক্ষ্য করতে হবে।
৭। প্ররোन ডিংকালে ব্রেক ফ্লুইড দিয়ে ফ্লুইডের মাত্রা সর্বদায় পূরণ করে রাখতে হবে।
৮। ৰাতাস নির্গমন সম্পন্ন হলে সহকারীকে ব্রেক প্যাডেল চেপে রাখার নির্দেশ দিয়ে রিভিং নিপেল ওপেন রেঞ্চ দিয়ে টাইট দিতে হবে ।
৯। একই পদ্ধতিতে ডিক্স ব্রেকের রিডিং নিপেলে প্লাস্টিক পাইপের এক প্রান্তের সংযোগ দিতে হবে এবং অপর প্রাপ্ত ফ্লুইডভর্তি স্বচ্ছ পাত্রের ভিতর ডুবিয়ে রাখতে হবে।
১০। একই পদ্ধতিতে ডিক্স ব্রেক হতেও বাতাস বের করে নিতে হবে ।
১১। ব্রিডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্রেক প্যাডেলে চাপ দিয়ে দেখতে হবে প্যাডেল অ্যাকশন অনুভূত হয় কিনা। যদি না হয় তা হলে নিশ্চিত হতে পারবে ব্রেক সিস্টেমে আর কোন বাভাস নেই ।
১২। প্রয়োজনে ব্লিডিংকালে ব্রেক ফ্লুইড দিয়ে ফ্লুইডের মাত্রা সর্বদায় পূরণ করে রাখতে হবে ।
১৩। একই পদ্ধতিতে ডিক্স ব্রেকের ব্লিডিং নিপেলে প্লাস্টিক পাইপের এক প্রাজ্ঞের সংযোগ দিতে হবে এবং অপর প্রাপ্ত ফ্লুইডভর্তি স্বচ্ছপাত্রের ভিতর ডুবিয়ে রাখতে হবে ।
১৪। একই পদ্ধতিতে ভিন্ন ব্রেক হতেও বাতাস রেব করে নিতে হবে ।
১৫। ব্রিডিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ব্রেক প্যাডেল চাপ দিয়ে দেখতে হবে টাইট/জাম প্যাডেল অ্যাকশন অনুভূত হয় কিনা। যদি না হয় তা হলে নিশ্চিত হতে পারবে ব্রেক সিস্টেমে আর কোনো বাতাস নেই ।
১৭। সর্বশেষে প্যাডেলকে কমপক্ষে ৩০ সেকেন্ড চেপে রেখে দেখতে হবে কোনো নিপেল বা সংযোগ দিয়ে ব্রেক ফ্লুইড লিকেজ করে কিনা। যদি না করে তা হলে ঠিক রয়েছে।
১৮ । সম্ভব হলে চালককর্তৃক গাড়ি চালিয়ে এবং ব্রেক প্রয়োগ করে ব্রেকের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে
প্রশ্নমালা-১৪
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. এয়ার ব্রিডিং কী?
২. কি কি পদ্ধতিতে ব্রিডিং করা যায়।
৩. কেবল ব্রেক প্যাডেলের সাহায্যে পাম্প করে এ পদ্ধতিতে কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় না?
৪. ব্রিডিং সম্পূর্ণ হওয়ার পর কী করতে হবে?
৫. ব্লিডিং করার জন্য কী কী যন্ত্রপাতির প্রয়োজন হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. রিডিং-এর প্রয়োজনীয়তাসমূহ লেখ।
২. ব্রিডিং-এর জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন হয়?
৩. রিডিংকালে প্রয়োজনীয় সাবধানতাসমূহ লেখ।
রচনামূলক প্রশ্ন
১. হাইড্রলিক ব্রেক সিস্টেমের রিডিং কৌশল ধারাবাহিকভাবে লেখ।
২. ব্রিডিং এর নিপল শনাক্ত করার কৌশল ধারাবাহিকভাবে লেখ
আরও দেখুন :