কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

আজকে আমাদের আলোচনার বিষয়  কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

কুলিং সিস্টেমের অংশসমূহ

ক) নিম্নে লিকুইড কুলিং সিস্টেমের উপাদানসমূহের নাম ও অবস্থান চিত্রসহ প্রদত্ত হলো।

১। সিলিন্ডার

২। পিস্টন

৩। ওয়াটার পাম্প

৪। রেডিয়েটর ক্যাপ

৫। ওভার ফ্লো পাইপ

৬। ওয়াটার/কুলাস্ট

৭। ফিল

৮। কোর টিউবস ও এয়ার ফিল

৯। এবার প্রবাহের চিহ্ন

১০ । ওয়াটার জ্যাকেট

১১। ফ্যান বেল্ট ইত্যাদি ।

১২। রেডিয়েটর

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

চিত্র : স্কুলিং সিস্টেমের অংশ সমূহ

খ) নিম্নে এয়ার কুল্যান্ট সিস্টেমের উপাদানসমূহের অবস্থান ও নাম চিত্রসহ উল্লেখ করা হলো-

১। সিলিন্ডার

২। স্টি

৩। ক্র্যাংক পেকট

৪। কানেকটিং রড

৫। সিলিন্ডার হেড

৬। এয়ার ফিল

৭। ফ্যান/ রোয়ার

৮। ব্রোয়ার কভার

৯। এয়ার ফ্লো স্পীড ইত্যাদি ।

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

চিত্র : এবার কুলিং সিস্টেমে

রেডিয়েটর ওয়াটার পাম্প সার্ভিসিং

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

চিত্র : রেডিয়েটর ওয়াটার পাম্প যন্ত্রাংশ

১. রেডিয়েটর ফ্যান বেল্ট খুলে আন ।

২. রেডিয়েটর ফ্যান খোলো ।

৩. ওয়াটার পাম্প অপসারণ কর ।

 

 

৪. ওয়াটার পাম্পের যন্ত্রাংশ অপসারণ কর ।

৫. বিযুক্ত যন্ত্রাংশ পরিষ্কার ও গ্যাপ টেস্ট কর ।

৬. ওয়াটার পাম্পের যন্ত্রাংশগুলি পুনঃ যুক্ত করে ওয়াটার পাম্প রেডিয়েটরে পুনঃ স্থাপন কর

৭. কুলেন্ট দ্বারা রেডিয়েটর পূর্ণ করে ইঞ্জিন স্টার্ট করে কার্যকারিতা দেখ ।

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

চিত্র : রেডিয়েটর ওয়াটার পাম্প সার্ভিসিং

থার্মোস্ট্যাট ভালবের কাজ :

থার্মোস্ট্যাট ভালব ঠাণ্ডা অবস্থায় তার সিটে বসে থাকে বিধায় ওয়াটার সার্কুলেশন বন্ধ থাকে। কিন্তু ইঞ্জিন যখন চলতে চলতে ১৬০-১৭০ ডিগ্রী তাপমাত্রা পর্যন্ত পৌঁছায়, তখন বিলোজ স্প্রিং প্রসারিত হতে থাকে। ফলে স্প্রিং এর ধাক্কায় ধীরে ধীরে থার্মোস্ট্যাট ভালভ খুলে যায়।

তখন এ ভালভের দুই পাশ দিয়ে কুলেন্ট প্রবাহিত হতে থাকে ।তারপর ঠান্ডারকারন প্রক্রিয়া শুরু হয়। থার্মোস্ট্যাট ভালভ ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার বা কার্যকারী তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।

কুলিং সিস্টেমের সম্ভাব্য ত্রুটি, ত্রুটির কারণ ও প্রতিকার

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

 

কুলিং সিস্টেম সার্ভিসিং করার দক্ষতা অর্জন

আরও দেখুন :

 

Leave a Comment