অ্যাগজাস্ট গ্যাসের প্রতিক্রিয়া

আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাগজাস্ট গ্যাসের প্রতিক্রিয়া

অ্যাগজাস্ট গ্যাসের প্রতিক্রিয়া

 

অ্যাগজাস্ট গ্যাসের প্রতিক্রিয়া

 

অ্যাগজস্ট গ্যাসের রং দেখে ত্রুটি নির্ণয় (Diagnosis the troubles from exhaust coloru) :

– যদি অ্যাগজস্টের রং/বর্ণ নীল পরিলক্ষিত হয়, তাহলে মনে করতে হবে কম্বাশন চেম্বারে লুব অয়েল পোড়া যাচ্ছে । কম্বাশন চেম্বারে লুব অয়েল প্রবেশের কারণ শনাক্তপূর্বক একে ত্রুটিমুক্ত করতে হবে।

– যদি অ্যাগজস্ট গ্যাসের রং কাল দেখায়, তাহলে মনে করতে হবে মাত্রাতিরিক্ত ও অপ্রয়োজনে রীচ মিকচার তৈরি ও সরবরাহজনিত কারণে তা হতে পারে বা অসমাপ্ত দহন ক্রিয়াজনিত কারণে কালো অ্যাগজস্ট গ্যাস বের হতে পারে । পূর্বেই এ সকল ত্রুটি ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে । সুতরাং কারণ নির্ণয় ও প্রতিকার করে, এ দোষণমুক্ত করা সম্ভব ।

– যদি অ্যাগজস্ট গ্যাসের রং সাদা দেখা যায় বা অ্যাগজস্ট গ্যাসের সাথে বাষ্প দেখা যায়, তাহলে – সহজে অনুমেয় যে, কম্বাশন চেম্বারের ওয়াটার জ্যাকেট হতে কুলিং ওয়াটার প্রবেশ করছে। হেড গ্যাসকেট নষ্ট হয়ে গেলে সাধারণত এ জাতীয় সমস্যা দেখা দেয়। সুতরাং ত্রুটি নির্ণয় করে, তা সমাধান করলে, এ সমস্যার সমাধান সম্ভব ।

– প্রজ্বালন ভালো হলে, সাধারণত অ্যাগজস্টের কোনো রং পরিলক্ষিত হয় না। এমতাবস্থায় ঠাণ্ডা অ্যাগজস্ট পাইপ হতে ফোঁটা ফোঁটা পানি পড়বে আর উত্তপ্ত অ্যাগজস্ট স্টিম আকারে অ্যাগজস্ট পাইপ দিয়ে বের হবে। স্টিমের ন্যায় অ্যাগজস্ট গ্যাস সর্বদায় ইঞ্জিনের উত্তম দহন প্রক্রিয়াকেই শনাক্ত করে ।

 

 

অ্যাগজস্ট গ্যাসে কার্বন মনোক্সাইডের প্রতিক্রিয়া (Effect of carbon monoxide in exhaust gas) :

ক. কার্বন মনোক্সাইড গ্যাস ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস বিষাক্ত ও বিপজ্জনক গ্যাস। এ গ্যাস উৎপাদনের ক্ষেত্র হিসেবে ইঞ্জিন একটি অন্যতম উৎস। এ কথা মনে রেখে, সর্বদায় এটা হতে নিরাপদে অবস্থানে থাকা বাঞ্ছনীয় । অনভিজ্ঞতাজনিত কারণে কার্বন মনোক্সাইডের প্রতিক্রিয়া আজ পর্যন্ত অনেকেই মারা গেছে । সুতরাং এ কার্বন মনোক্সাইডের প্রতিক্রিয়া হতে নিজকে বা অন্যকে রক্ষা করার জন্য নিম্নের প্রদত্ত সাবধানতাসমূহ সতর্কতার সাথে পালন করা উচিত ।

আবদ্ধ কক্ষে বা ঘরে ইঞ্জিনের অ্যাগজস্ট গ্যাস নির্গত হতে দেওয়া উচিত নয় বা আবদ্ধ কক্ষে বা ঘরে অ্যাগজস্ট নির্গত অবস্থায় ইঞ্জিন চালু রাখা উচিত নয় । করাণ স্বল্প সময়ের মধ্যে পুরো ঘর /কক্ষ অ্যাগজস্ট গ্যাসে ভর্তি হয়ে যাবে, যাতে কার্বন মনোক্সাইড রয়েছে। এ গ্যাস শ্বাস-প্রশ্বাস ও জীবন ধারণের জন্য বিপজ্জনক ।

খ. ইঞ্জিন চালু অবস্থায় এবং চতুর্দিক সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বেশিক্ষণ গাড়িতে অবস্থান করা উচিত নয় । যদি গাড়িতে অ্যাগজস্ট লিক করে এবং গাড়ি যদি এয়ার টাইট থাকে, তাহলে স্বল্প সময়ের মধ্যে গাড়ির মানুষ কার্বন ডাই-অক্সাইডের প্রতিক্রিয়ার মারাও যেতে পারে ।

গ. ইঞ্জিন হালু অবস্থায় আবদ্ধ কক্ষে ইঞ্জিনের নিচে কাজ করা একই কারণে বিপজ্জনক ও কার্বন মনোঅক্সাইডের প্রতিক্রিয়ায় মারা যেতে পারে। এ গ্যাস ভারী বিদায় মেঝের কাছাকাছি অবস্থান করে । তাই উন্মুক্ত স্থানেও গাড়ির নিচে কাজ করা সঠিক নয়, যদি ইঞ্জিন চালু থাকে । তাই মনে রাখতে হবে, ইঞ্জিনের নিচে কাজ করতে হলে ইঞ্জিন বন্ধ করে রাখা উচিত।

সুতরাং কোনো কারণে গাড়ির ভিতর এগজস্ট গন্ধ পাওয়া গেলে অবশ্য নিরীক্ষণপূর্বক তা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে । তবে অবশ্যই ইঞ্জিনে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপাদনের রহিতকরণের নিমিত্তে অ্যাগজস্ট গ্যাস এনালাইজ করে এবং কারবুরেট টিউনিং করে তা সীমিত পর্যায় বা সম্পূর্ণবিহীন পর্যায়ে রাখা সম্ভব ।

অ্যাগজস্ট গ্যাস অ্যানালাইজিংয়ের প্রয়োজনীয়তা (Necessity of exhaust gas analyzing)

– কোনো কোনো সময় কারবুরেটর সার্ভিসিং / অ্যাডজাস্টমেন্টকরণের আগে/পরে কারবুরেটর কর্তৃক প্রস্তুতকৃত এয়ার ফুয়েল সংমিশ্রণের পরিমাণ জানার আবশ্যকীয়তা থাকলে এগজস্ট গ্যাস এনালাইজিং পদ্ধতি একটা সম্যক ধারণা প্রদান করে থাকে।

-অ্যাগজস্ট গ্যাস অ্যানালাইজিং পদ্ধতি প্রজ্বলন/দহন প্রক্রিয়ার শতকরা হার সরবরাহ করে থাকে। এ অ্যানালাইজিং পদ্ধতি কারবুরেটর সার্ভিসিং বা জেট পরিবর্তন বা স্ক্রু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা নির্দেশ করে ।

-অ্যাগজস্ট গ্যাসে বিষাক্ত কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ নির্ণয় করতে অ্যাগজস্ট গ্যাস অ্যানালাইজকরণের প্রয়োজনীয়তা রয়েছে।

– অ্যাগজস্ট গ্যাস অ্যানালাইজিং পদ্ধতি ফুয়েল সিস্টেম সার্ভিসিংয়ের প্রয়োজনীয়তা নির্দেশ করে ।

প্রশ্নমালা- ২২

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. কম্বাশন চেম্বারে লুব অয়েল পোড়া কীভাবে সমাপ্ত করা যায়?

২. কম্বাশন চেম্বারে কুলিং ওয়াটার প্রবেশ কীরূপে শনাক্ত করা যায়?

৩. প্রজ্বলন হলে এগজস্টের রং কীরূপ হয়?

৪. প্রজ্বলন বা দহন প্রক্রিয়ার হার কে নির্দেশ করে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. অ্যাগজস্ট গ্যাসের ত্রুটিসমূহ লেখ।

 

অ্যাগজাস্ট গ্যাসের প্রতিক্রিয়া

 

রচনামূলক প্রশ্ন

১. অ্যাগজস্ট গ্যাসের পানিতে কার্বন মনোক্সাইডের প্রতিক্রিয়া বর্ণনা কর ।

আরও দেখুন :

 

Leave a Comment