ফ্লাই হুইলের ব্যবহার

আজকে আমাদের আলোচনার বিষয় ফ্লাই হুইলের ব্যবহার

ফ্লাই হুইলের ব্যবহার

ফ্লাই হুইলের কাজ ও প্রয়োজনীয়তা (Function and necessiry of Fly Wheel)

ফ্লাই হুইল ইঞ্জিন ক্র্যাংক শ্যাফটের সঙ্গে এবং ক্র্যাংক শ্যাফটের পশ্চাৎ অংশে বোল্টের সাহায্যে সংযুক্ত থেকে আবর্তিত হয়ে নিচের উল্লেখযোগ্য কাজসমূহ সম্পন্ন করে থাকে ক. এটি পাওয়ার স্ট্রোকে শক্তি অর্জন করে এবং আইডেলিং স্ট্রোকে যথাক্রমে :

– সিলিন্ডারে শূন্যতা সৃষ্টিতে সাহায্য করে।

– এয়ার ফুয়েল মিকচার/এয়ারকে সংকোচিত করে;

– পোড়া গ্যাস বের করে দিয়ে ইঞ্জিন চলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে ।

 

ফ্লাই হুইলের ব্যবহার

চিত্র : ফ্লাই হুইল

খ. ফ্লাই হুইল ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ইঞ্জিনের গতি শক্তির তাড়নে হঠাৎ করে বেড়ে যেতে যেমনি ফ্লাই হুইলের আবর্তন এটা প্রতিহত করে আবার শক্তির তাড়না শেষে গতিকে মন্থর হতে দিতেও এটা প্রতিহত করে । এক কথায় ফ্লাই হুইল ইঞ্জিনের গতির সমতা রক্ষা ও নিয়ন্ত্রণ করে

গ. প্রতি সাইকেলে এক সিলিন্ডার ইঞ্চিনের স্লো-ডাউন পিরিয়ড (Slow down period) বেশি, তাই ঘুর্ণায়ন গতির সমতা রক্ষা করার জন্য এ সকল ইঞ্জিনে তুলনামূলকভাবে ভারী ও বড় আকৃতির ফ্লাই হুইল ব্যবহৃত হয়ে থাকে ।

ঘ. মোটর গাড়ি বা অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ফ্লাই হুইলের বাহিরের অংশ ক্লাচ হাউজিং হিসেবে কাজ করে, ক্লাচকে সংযুক্ত ও বিযুক্তকরণে সাহায্য করে ।

ঙ. ক্র্যাংকিং মোটর/স্টার্টিং মোটরের সাহায্যে ইঞ্জিনকে স্টার্ট দেওয়া আজকাল প্রচলিত ও সহজ পদ্ধতি। এ ক্ষেত্রে স্টার্টিং মোটর কর্তৃক ফ্লাই হুইলকে ঘুরিয়ে ইঞ্জিনকে স্টার্ট করণের কাজটি সম্পন্ন করা হয় ।

চ. ফ্লাই হুইল হতে ইঞ্জিন শক্তি অন্য সরবরাহ করা হয় এবং ফ্লাই হুইলের সাথে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ইঞ্জিন কর্তৃক প্রাইমোভার পরিচালনা করা হয় ।

 

ফ্লাই হুইলের ব্যবহার

চিত্র:  ফ্লাই হুইল রিং গিয়ার

ফ্লাই হুইল রিং গিয়ারের প্রয়োজনীয়তা (Necessity of Fly Wheel Ring Gear)

ফ্লাই হুইল রিং গিয়ার একটি দাঁতযুক্ত বৃত্তাকার পৃথক যন্ত্রাংশ। ফ্লাই হুইলের আউটার সারফেজ একে হাইড্রোলিক প্রেসের চাপ দ্বারা সংযুক্ত করে দেওয়া থাকে। এ রিং গিয়ার ফ্লাই হুইলের সঙ্গে যুক্ত থেকে নিম্নের কাগজগুলো সম্পন্ন করে থাকে :

– এর দাঁতগুলো স্টার্টিং মোটরের পিনিয়নের সঙ্গে প্রয়োজনে যুক্ত হয়ে ইঞ্জিনকে স্টার্ট করে ।

– এর মাধ্যমে যান্ত্রিক শক্তি অন্যত্র সরবরাহ করা যায়।

– এ ফ্লাই হুইল রিং সহজে পরিবর্তনশীল একটি যন্ত্রাংশ ।

– অনেক ক্ষেত্রে এর দাঁতগুলো ফাইলিং করেও সংযোজনের কাজ চালিয়ে যাওয়া যায় ।

– রিং পরিবর্তনযোগ্য বিধায় কখনো রিংয়ের ক্ষতির জন্য ফ্লাই হুইল পরিবর্তন করতে হয় না। তাই অর্থের ব্যয় কমে ।

ফ্লাই হুইলে সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার (Probable troubles and remedies of Fly Wheel)

একটি ফ্লাই হুইলে নিমের ত্রুটি টিসমূহ দেখা দিতে পারে যার প্রতিকারসহ বর্ণনা প্রদান করা হলো :

ফ্লাই হুইল রিংয়ের দাঁত নষ্ট হয়ে যাওয়া (Defective teeth of the Fly Wheel):

স্টার্টিং মোটরের পিনিয়নের সঙ্গে সংযুক্ত হতে গিয়ে স্লাইডিং/সলিয়েড ব্যবস্থাপনার মিস অ্যালাইনমেন্ট জনিত ত্রুটির জন্য ফ্লাই হুইলের দাঁতের চিত্রের ন্যায় ক্ষত হয়ে থাকে। এতে পরবর্তীতে পিনিয়ন ও ফ্লাই হুইলের দাঁত পরস্পরের সঙ্গে সংযুক্ত হতে ব্যর্থ হয়। এ ক্ষেত্রে অনেকেই ফাইল দ্বারা ঘষে দাঁতকে মসৃণ করে চালানোর চেষ্টা করে ।

এ প্রক্রিয়া বার বার করা সংগত নয়। এতে ব্যাক-গ্যাস (Backlash) বেড়ে যায়। দাঁতের কাঙ্ক্ষিত শক্তিও কমে যায়। এ প্রেক্ষাপটে ফ্লাই হুইলের রিং পরিবর্তন ও পিনিয়নের অ্যালাইনমেন্ট ঠিক করা উচিত।

বোল্ট হোল বড় হয়ে যাওয়া (Larger bolt holes ) :

ফ্লাই হুইলে কম্পন থাকলে বা পর্যাপ্ত টাইট দিয়ে সংযুক্ত করণের অভাবে যে অনাকাঙ্ক্ষিত প্লে এর সৃষ্টি হয়, তাতে ফ্লাই হুইলে হোলগুলো বড়/টেপারভারে ক্ষর হয়ে যায়। এ জাতীর ফ্লাই হুইলের মেরামতের চেষ্টা না করে পরিবর্তনই উত্তম ।

অমসৃণ ক্লাচ হাউজিং (Rough clutch housing) :

এ ক্ষয় মাত্রাতিরিক্ত হলে যদি স্বল্প পরিমাণ টার্নিং-এ এটা মসৃণ করা সম্ভব, তাহলে করা যায়, নতুবা পরিবর্তনই উত্তম, কারণ এটা তার নির্ধারিত ওজনের মাত্রা হারাতে পারবে না।

স্টেটিক্যালী বা ডায়নেমেকেলী ব্যালেন্সড আন ফ্লাই হুইল (Statically or dynamically unbalanced Fly Wheel) :

ফ্লাই হুইল একটি আবর্তনশীল অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং একে ভারনেমেক্যালী ও স্টেটিক্যালী ব্যালেন্সের পরিমাণ সংরক্ষণ করেই তৈরি করা হয় । মেটাল কোনো অংশ হতে কম্পন সৃষ্টি করে। এমতাবস্থার ফ্লাই হুইল পরিবর্তনই একমাত্র পন্থা ।

 

 

প্রশ্নমালা-১৭

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। ফ্লাহি হুইল কীভাবে শক্তি সঞ্চালন করে ?

২। কে পোড়া গ্যাসকে বিতাড়িত করে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ফ্লাই হুইলের কাজগুলো লেখ ।

২। ফ্লাই হুইলের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।

৩। ফ্লাই হুইলের রিং গিয়ারের প্রয়োজনীয়তা উল্লেখ কর ।

৪ । ফ্লাই হুইলের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার লেখ।

রচনামূলক প্রশ্ন

১। ফ্লাই হুইলের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার লেখ।

আরও দেখুন :

 

Leave a Comment