পিস্টন সনাক্তকরন

আজকে আমাদের আলোচনার বিষয় পিস্টন সনাক্তকরন

পিস্টন সনাক্তকরন

 

পিস্টন সনাক্তকরন

 

পিস্টন দেখতে অনেকটা ফাঁপা গোলাকার কোটার মত যা সিলিন্ডারের মধ্যে ওঠা নামা করে। প্রতিটি সিলিন্ডারের মধ্যে একটা করে পিস্টন থাকে। কানেকটিং রডের এক মাথা পিস্টনের সাথে পিস্টন পিন দিয়ে লাগানো থাকে । কানেকটিং রডের অপর মাথা ক্র্যাংক শ্যাফট এর সাথে যুক্ত থাকে। ফলে সিলিন্ডারের মধ্যে পিস্টন ওঠা ও নামার ফলে ক্র্যাংক শ্যাফট ঘুরতে থাকে। পিস্টনের পায়ে পিস্টন রিং লাগানো থাকে ।

পিস্টনের প্রয়োজনীয়তা (The Function and Necessity of Poiston)

যে কোনো ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশসমূহের মধ্যে পিস্টন একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য যন্ত্রাংশ। সিলিন্ডারের মধ্যেই পিস্টন অবস্থান করে। কানেকটিং রডের মাধ্যমে এটা ক্র্যাংক শ্যাফটের সঙ্গে সংযুক্ত থেকে ওঠানামার কাজ করে। পিস্টন ও সিলিন্ডারের মধ্যে সিলিং রক্ষাকরণের জন্য এর মধ্যে কমপ্রেশন ও অয়েল রিং থাকে। ইঞ্জিনের মূল কার্যক্রমে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইঞ্জিনের কার্যক্রম সম্পন্ন করনের ক্ষেত্রে এটা নিম্নলিখিত কার্যাদি সম্পন্ন করে থাকে ।

-এটা সিলিন্ডারের মধ্যে শূন্যতা সৃষ্টি করে যার ফলে এয়ার ফুয়েলের মিশ্রণ বা বাতাস সিলিন্ডারে প্রবেশ করে।

– এটা এয়ার ফুয়েল মিশ্রণকে বা বাতাসকে সংকুচিত করে এর তাপ ও চাপ বৃদ্ধি করে ।

– সিলিন্ডারের মধ্যে পর্যাপ্ত দহন প্রক্রিয়ায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ ।

– সিলিন্ডারের ভিতর বিস্ফোরণ / দহন জনিত ধাক্কায় এটা কানেকটিং রডের মাধ্যমে ক্র্যাংক শ্যাফটে প্রেরন করে তাকে আবর্তিত করতে সরাসরি সাহায্য করে।

– পিস্টনের ধাক্কা বা পাওয়ার স্ট্রোকেই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত – উচ্চ তাপকে এটা রিং ও লাইনারের মাধ্যমে অন্য যন্ত্রাংশে পরিবহন করে ।

– রিংয়ের সাহায্যে এটা সর্বদা কমপ্রেশন ও অয়েলকে সীল করে থাকে ।

-এটা ধাক্কা দিয়ে সিলিন্ডার হতে পোড়া গ্যাস বের করে দেয়।

 

 

পিস্টনের শ্রেণিবিন্যাস (Classification of Poiston )

নিম্নে পিস্টনের শ্রেণিবিন্যাস দেখানো হলো :

– পিস্টনের স্কার্ট ও মুখাকৃতির উপর ভিত্তি করে এক তিনটি ভাগে ভাগ করা যায় । যথা:

১. ফুল স্কাট পিস্টন

২. সেমি স্লিপার টাইপ পিস্টন

৩. ফুল স্লিপার টাইপ পিস্টন ।

-মেটালের উপর ভিত্তি করে প্রধানত দুই প্রকার । যথা:
১. কাস্ট আয়রন পিস্টন

২. অ্যালুমিনিয়াম পিস্টন

-সুট ভেদে পিস্টন হয় প্রকার । যথা:

১. ইউ নট টাইপ পিস্টন

২. খাড়া স্লট টাইপ পিস্টন

৩. লম্বালম্বি স্লট টাইপ পিস্টন

৪. টি স্লট টাইপ পিস্টন

৫. প্লটবিহীন পিস্টন

৬. হিট ড্যাম টাইপ পিস্টন-পিস্টন হেডের আকারের

পিস্টন তৈরির ধাতু (Piston Materials):

পিস্টনসমূহ নিম্ন লিখিত ধাতু যারা তৈরি করা হয়ে থাকে কাস্ট আয়রন বা চালাই লোহার তৈরি: এটা ওজনে হালকা নয় এবং তুলনামূলকভাবে মনুত ও কম । তাই এর ব্যবহার বর্তমানে কম ।

-অ্যালয় কাস্ট আয়রনের তৈরি এর ভাগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ক্ষয়ের পরিমাণ ও কম বিধার ব্যবহারও বেশি।

-অ্যালুমিনিয়ামের তৈরি: ওজনে হালকা, ছোট ইঞ্জিনসমূহে ব্যবহার সর্বাধিক।

প্রশ্নমালা-১০

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। কে সিলিন্ডারের মধ্যে শূন্যতা সৃষ্টি করে?

২। পিস্টনের উচ্চ তাপ কী দিয়ে অন্য যন্ত্রাংশে পরিবহন করে?

৩। পিস্টন কোথায় অবস্থান করে?

৪ । আকৃতি অনুসারে পিস্টন কত প্রকার?

৫। পিস্টন তৈরির দুইটি ধাতুর নাম লেখ ।

 

পিস্টন সনাক্তকরন

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। পিস্টনের কাজসমূহ উল্লেখ কর ।

২। পিস্টনের চিত্র অঙ্কন করে দেখাও।

৩। পিস্টন তৈরির ধাতুসমূহের নাম লেখ ।

রচনামূলক প্রশ্ন

১। ইঞ্জিনে ক্ষয়প্রাপ্ত পিস্টন রিং এর সম্ভাব্য কারণ ও প্রতিকার লেখ।

২। ইঞ্জিনে পিস্টনের ঢিলা পিনের সম্ভাব্য কারণ ও প্রতিকার লেখ ।

৩ । ইঞ্জিনে পিস্টন খাঁজ বা ফাটার সম্ভাব্য কারণ ও প্রতিকার লেখ।

৪। এসআই ইঞ্জিন এবং সিআই ইঞ্জিনের পিস্টনের পার্থক্য লেখ।

আরও দেখুন :

 

Leave a Comment