আজকে আমাদের আলোচনার বিষয় মাস্টার সিলিন্ডার ও হুইল সিলিন্ডার সম্পর্কে দক্ষতা অর্জন
মাস্টার সিলিন্ডার ও হুইল সিলিন্ডার সম্পর্কে দক্ষতা অর্জন
মাস্টার সিলিন্ডার-এর কিটসসমূহ শনাক্তকরণ
– ইঞ্জিন প্রকোষ্ঠে সিলিন্ডার শনাক্ত কর।
– গাড়ির ক্ষেত্রে যে পাশে মাস্টার সিলিন্ডার অবস্থিত ঐ পাশে উইং কভার স্থাপন কর ।
– ডেলিভারি লাইন দুটিকে ঢিলা দিয়ে মাস্টার সিলিন্ডার রিজার্ভারের ব্রেক ফ্লুইড ড্রেন কর এবং পরে তাদের বিযুক্ত কর।
– যদি মাস্টার সিলিন্ডার ক্যাপের সঙ্গে সাংকেতিক ব্যবস্থা হিসাবে বৈদ্যুতিক সংযোগ থাকে, তা বিযুক্ত কর।
– মাস্টার সিলিন্ডারকে ধরে রাখার বোল্ট/নাট দুটি অপসারণ কর।
– হাতে মাস্টার সিলিন্ডারকে ধরে অপসারণ কর। মাস্টার সিলন্ডার কিট্স বিযুক্তকরণ
– মাস্টার সিলিন্ডার বস্তির ভিতর হতে প্রাইমারি প্লাজার অ্যাসেমব্লি তুলে দাও ।
– একটি আঙ্গুল দিয়ে চিত্রের ন্যায় ইন্টারমিডিয়েট স্প্রিং টি ভুলে লও।
– সিলিন্ডার বড়িকে উপড়ে করে ছোট একটি টোকা দিয়ে পরিচারকরণ সিলিন্ডার বোরের ভেতর থেকে সেকেন্ডারি প্লাজার অ্যাসেমরি অপসারণ কর ।
চিত্র : মাস্টার সিলিন্ডার
মাস্টার সিলিন্ডার কিট্ ও বোর পরীক্ষা
– একটি পাত্রে ব্রেক ফ্লুইডের মধ্যে মাস্টার সিলিন্ডারের কিট্সগুলো রাখ ।
– একটি নরম ব্রাশ যারা বিমুক্ত যন্ত্রাংশগুলো পরিষ্কার কর। লক্ষ রেখো রাবার সীলগুলো যেন নষ্ট না হয়।
– সর্বদা প্রস্তুতকারকদের নির্দেশিত ব্রেক ফ্লুইড এই পরিষ্কারের কাজে ব্যবহার করবে। কখনও এ কাজে পেট্রোলিয়াম প্রতা ব্যবহার করবে না। সাবধানতার সঙ্গে মাস্টার সিলিন্ডার বোরে কোনো ক্ষয় বা আচড়ানোর দাগ পড়েছে কিনা দেখ । ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি স্প্রিংরের অবস্থা নিরীক্ষা কর ।
– রাবার সীলগুলোর অবস্থা নিরীক্ষা কর যেন এগুলো শক্ত হয়ে না যায় এবং কোনোটিতে কাটা বা ছেঁড়া চিহ্ন না থাকে। প্রয়োজনে পরিবর্তন কর।
মাস্টার সিলিন্ডর কি করা
– সেকেন্ডারি প্লাজার অ্যাসেমরি মাস্টার সিলিন্ডার বোরের ভেতর রাখ প্রাইমারি প্লাজারকে ভেতরের দিকে চাপ দিয়ে টিপিং ভাত অ্যাসেমরি তার নির্ধারিত শীজে বসাও।
– ভাত নাট যুক্ত এবং দৃঢ় কর এবং সীলটি খাঁজে পুনরায় বসিয়ে দাও ।
– ফ্লুইড রিজার্ভারটি পূর্বস্থল বলাও এবং চার সেট ও স্প্রিং ওয়াশার লাগাও ও অনড় কর।
– পুশ রড ও ডিস্ক ওয়াশার তাদের স্বস্থানে স্থাপন কর ।
– একটি সারক্লিপ প্লায়ার যারা সারিক্লিপটি সিলিন্ডার পায়ের খাচ্ছে পুনরায় বসিয়ে দাও ।
– ধুলাবালি প্রতিরোধক রাবারের তৈরি আবরণটি যথাস্থানে পরিয়ে দাও।
– মাস্টার সিলিন্ডার তার স্বস্থানে স্থাপন কর এবং মাস্টার সিলিন্ডারকে ধরে রাখার বোস্ট/মটি দুটিকে অন কর ।
– ডেলিভারি লাইন দুটি পুনঃযুক্ত কর।
– বিনিৰ্দেশিত ব্রেক ফ্লুইড দ্বারা রিজার্ভারের সর্বোচ্চ যা পূরণ কর।

হইল সিলিন্ডারের কিটসসমূহ শনাক্তকরণ
– ব্রেক ড্রাম অপসারণ কর ।
– ব্রেক স্যুদ্বয় অপসারণ কর ।
– হুইল সিলিন্ডারহতে ব্রেক লাইন বিযুক্ত কর ।
– ব্রেক লাইনের ভেতর একটি ড্রাফট পাঞ্চ ঢুকিরে ব্রেক লাইন দিয়ে ব্রেক ফ্লুইড পড়ে নষ্ট হবে বন্ধ কর । ব্যাক-প্লেটের পৃষ্ঠদের হতে হুইল সিলিন্ডারকে ধরে রাখার বোস্ট দুটি অপসারণ কর।
– হুইল সিলিন্ডারকে ব্যাক-প্লেটের উপর হতে তুলে নাও ।
হুইল সিলিন্ডার বাকেট খোলা :
– পিস্টনের হুইল সিলিন্ডার বাকেট/রাবারের সীল শনাক্ত কর।
একটি কানেকটিং ব্লু-ড্রাইভারের সাহায্যে চিত্রের ন্যায় সাবধানতার সাথে ব্রাকেটটি পিস্টনের খাঁজ হতে অপসারণ কর।
হুইল সিলিন্ডার ও কিটস পরিষ্কার করা।
– হুইল সিলিন্ডার বোরে ক্ষয় বা আঁচড় কোন চিহ্নিত আছে কিনা দেখ ।
-বিযুক্ত হুইল সিলিন্ডারে অন্যান্য যন্ত্রাংশগুলো নিরীক্ষণ করে দেখ ঐ গুলোতে ছেঁড়া, ফাটা বা টুটার কোনো চিহ্ন আছে কিনা দেখ ।
হইল সিলিন্ডার কিটস পুনঃসংযোজন:
– হুইল সিলিন্ডার পিস্টনের খাঁজে ব্রাকেট পরাও
– রিটার্ন স্প্রিংটি হুইল সিলিন্ডার বোরে রাখ। পিস্টন অ্যাসেমব্রিটি হুইল সিলিন্ডারের বোরের ভেতর চাপ দিয়ে প্রবেশ করাও ।
– দ্বিমুখী হুইল সিলিন্ডারের ক্ষেত্রে দু-পাশে দুটি পিস্টন অ্যাসেমরি একই পদ্ধতিতে প্রবেশ করাও ।
– পিস্টন/পিস্টনদ্বয়কে যতটুকু সম্ভব হাত দ্বারা চেপে ভেতরে প্রবেশ করাও ।
– হুইল সিলিন্ডারের প্রান্তে ডাস্ট কভার যুক্ত কর ।
হুইল সিলিন্ডারের কার্যকারিতা পরীক্ষাকরণ
– ব্রেক স্যু অ্যাডজাস্ট কর।
– ব্রিডিং সম্পন্ন কর ।
– হুইল সিলিন্ডার ব্রাকেট মিস করে কিনা নিরীক্ষণ কর ।
– হুইল সিলিন্ডারের কার্যকারিতা দেখ ও প্রয়োজনে পুনঃঅ্যাডজাস্ট কর ।
চিত্র : স্যু অ্যাডজাস্টকরণ
আরও দেখুন :