আজকে আমাদের আলোচনার বিষয় অটোমোটিভ চেসিস শনাক্তকরণ
অটোমোটিভ চেসিস শনাক্তকরণ
চেসিস শনাক্তকরণ
স্প্রিং ওজান স্প্রিংওয়েটসহ একখানা গাড়ির চেসিসের যন্ত্রাংশসমূহের নাম নিচে প্রদত্ত হলো : ঢাকা (Wheel), অ্যাক্সেল (Axle), (Spring), শক অ্যাবজরবার (Shock Absorber), ফ্রেম (Frame)
চিত্র : গাড়ির চেসিস
পূর্ণাঙ্গ লিংকেইসসর স্টিয়ারিং সিস্টেম (Steering system with linkage), পূর্ণাঙ্গ লিংকেইসসহ ব্রেক সিস্টেম (Brake system with linkage), ইঞ্জিন চেম্বার (Engine chamber), ইঞ্জিন (Engine), পূর্ণাঙ্গ লিংকেইসসহ ক্লাচ সিস্টেম (Clutch system with linkage), ট্রাनমিশন (Transmission), ইউনিভার্সেল জয়েন্ট (Universal joint), ড্রাইভ শ্যাফট (Drive shaft), রিয়ার অ্যাক্সেল (Rear Axle), ডিফারেন্সিয়াল (Differential), অ্যাক্সেল শ্যাফট/ফ্রন্ট অ্যাক্সেল (Axle Shaft/ Front Axle)
বডি ও চেসিস-এর সংযোগস্থল শনাক্তকরণ
– গারিকে পরিষ্কারকরণের নিমিত্তে হাইড্রোলিক লিফট উত্তোলনপূর্বক লিফটকে নির্দিষ্ট মাত্রার উচ্চতার রাখ ।
– লিফট না থাকলে ওয়াশিং ও প্রিজিং কিটে গাড়ি উত্তোলন
– হাই প্রেসার পানি সরবরাহ লাইন হতে পানি স্প্রে করে গাড়ির বাইরের ও নিচের যন্ত্রাংশসমূহ উত্তমরূপে পরিষ্কার কর।
– তারপর হইপ্রেসারে যন্ত্রাংশসমূহে ডিজেল/ক্লিনিং সলভেন্ট স্প্রে কর।
চিত্র : গাড়ি পরিষ্কারকরণ
– গাড়িকে পরিষ্কারকরণের নিমিত্তে হাইড্রোলিক লিফট উত্তোলনপূর্বক লিফটকে নির্দিষ্ট মাত্রার উচ্চতায় রাখ ।
-লিফট না থাকলে ওয়ার্সিং ও গ্রিজিং ফিটে গাড়ি উত্তোলন কর ।
– হাই প্রেসার পানি সরবরাহ লাইন হতে পানি স্প্রে করে গাড়ির বাইরের ও নিচের পত্রাংশসমূহ উত্তমরূপে পরিষ্কার – ।
– তারপর হাইপ্রেসারে যন্ত্রাংশসমূহে ডিজেল/ক্লিনিং সলভেন্ট স্প্রে কর ।
– তারপর হাই প্রেসার এয়ার কম্প্রেড এয়ার স্প্রে করে গাড়ি পরিষ্কারকরণের কাজ সম্পন্ন কর।
লুব্রিকেশনের পয়েন্টসমূহ শনাক্ত কর
– চেসিস লুব্রিকেশন বলতে গাড়ির ও ইঞ্জিনের বিভিন্ন থ্রিজিং পয়েন্টে থ্রিজিং সুব্রিকেটিং অয়েল, পিয়ার অয়েল, ব্রেক ফ্লুইড ও ফুলেন্টের মাত্রা নিরীক্ষণ ও মাত্রা পুরণকে বুঝার। সাধারণত থ্রিজিং করতে হয়।
– সাসপেনশন সিস্টেমের লরেন্টে
– স্টিয়ারি সিস্টেমের घরেন্টে
– ইউনিভার্সেল জয়েন্টসমূহ
-স্লিপ জয়েন্ট, হ্যান্ড ব্রেক লিংকেইজ ইত্যাদি ।
– মাত্রা নিরীক্ষণ ও মাত্রা পূরণের পয়েন্টসমূহ হচ্ছে –
ক. ইঞ্জিনের লুব অয়েল লেভেল।
খ. ট্রান্সমিশন যান/গিয়ার বক্সের অরেল লেভেল।
গ. ব্রেক ফ্লুইডের লেভেল
ঘ. কুলেন্টের লেভেল ইত্যাদি।
– উল্লেখিত মাত্রাপুরণ ও গ্রিজিংকরণ পদ্ধতি ও প্রক্রিয়া এদের জন্য নির্ধারিত স্ব-স্ব জি, ও এর মধ্যে সচিত্রভাবে দেখানো হয়েছে।
চিত্র: দুব্রিকেশনের পয়েন্টসমূহ পরিষ্কারকরণ
– মনে রাখতে হবে একখানা গাড়ির যদি পানির মধ্য দিয়ে কোনো কারণে চলতে হয়, তাহলে উল্লেখিত স্থানসমূহে/চেলিসকে পুনঃলুব্রিকেন্ট করতে হবে ।
আরও দেখুন :