অটোমোটিভ চেসিসের ভূমিকা

আজকে আমাদের আলোচনার বিষয় অটোমোটিভ চেসিসের ভূমিকা

অটোমোটিভ চেসিসের ভূমিকা

ডেসিস সরঞ্জামের তালিকা

একখানা মোটরগাড়ির সরঞ্জামসমূহকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি প্রাংওয়েট এবং অপরটি আন হাংওয়েট। গাড়ির চেসিসসহ স্প্রিং যে সকল যন্ত্রাংশের ওজন বহন করে তাকে স্বাংওয়েট বলে। আর ব্রোডের যে সকল সন্ত্রাংশের সরাসরি ওজন চেসিসসহ স্প্রিং-এর উপর পড়ে তাকে আন প্রাংওয়েট বলে। প্রাং আন স্প্রাংওয়েটসহ একখানা গাড়ির চেসিসের যন্ত্রাংশসমূহের নাম নিম্নে প্রদত্ত হলো :

 

অটোমোটিভ চেসিসের ভূমিকা

চিত্র : চেসিস সরঞ্জামাদি

ঢাকা (Wheel), অ্যাক্সেল (Axle), P (Spring), শক অ্যাবজরবার ( Shock Absorber), জেম (Frame), পূর্ণাঙ্গ লিংকেজ সহ স্টিয়ারিং সিস্টেম (Steering system with linkage), পূর্ণাঙ্গ লিংকেজসহ ব্রেক সিস্টেম (Brake system with linkage), ইঞ্জিন চেম্বার (Engine chamber), ইঞ্জিন Engine), পূর্ণাঙ্গ লিংকেজসহ ক্লাচ সিস্টেম (Clutch system with linkage),

ট্রান্সমিশন (Transmission), ইউনিভার্সেল জয়েন্ট (Universal joint), ড্রাইভ শ্যাফট (Drive shaft), রিয়ার অ্যাক্সেল (Rear Axle), ডিফারেন্সিয়াল (Differential), অ্যাক্সেল শ্যাফট/ফ্রন্ট অ্যাক্সেল (Axle Shaft / Front Axle).

চেসিস সরঞ্জামের শ্রেণি বিন্যাস

অটোমোটিভ চেসিসকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায়। যেমন:

১। রানিং গিয়ার (Running gear)

২। পাওয়ার প্ল্যান্ট (Power plant)

৩। পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম (Power transmission system

রানিং গিরারের সরঞ্জামসমূহ:

টারার ও টিউব, ঢাকা, অ্যাক্সেল, সাসপেনশন সিস্টেম স্প্রিং, শক অ্যাবজরবার, ফ্রেম/কাঠামো, লিংকেজসহ স্টিয়ারিং সিস্টেম, লিংকেজসহ ব্রেক সিস্টেম ।

পাওয়ার প্লান্টের সরঞ্জাম:

ইঞ্জিন চেম্বার ও ইঞ্জিন, লুব্রিকেটিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, ইগনিশন/ইনজেকশন সিস্টেম, কুলিং সিস্টেম, অ্যাগজষ্ট সিস্টেম, ক্র্যাংকিং/স্টার্টিং সিস্টেম, জেনারেটিং ও লাইটিং সিস্টেম। অটোমোটিভ পাওয়ার ট্রান্সমিশনের সরঞ্জাম: লিংকেজসহ ক্লাচ, গিয়ার বক্স, ইউনিভার্সেল জয়েন্ট, স্লিপজয়েন্ট, প্রপেলার শ্যাফট/ড্রাইভ শ্যাফট, ডিফারেন্সিয়াল/ফাইনাল ড্রাইভ, অ্যাক্সেল শ্যাফট, হুইল ইত্যাদি ।

 

অটোমোটিভ চেসিসের ভূমিকা

চিত্র : অটোমোটিভ পাওয়ার ট্রান্সমিশন

চিসেস ও বডির মধ্যে পার্থক্য

চেসিস:

১। অটোমোটিভ চেসিস একটি পূর্ণাঙ্গ পরিচালনার অংশ যার মধ্যে গাড়িকে পরিচালনা করিবার গতি ও দিক নিয়ন্ত্রণ সকল সরঞ্জাম বিদ্যমান থাকে ।

২। অটোমোটিভ চেসিস গাড়ির প্রাং ও আন প্রাং জাতীয় সকল ওজন ধারণ ও বহন করে ।

৩ । অটোমোটিভ চেসিস একখানা গাড়ির মূল অবকাঠামো হিসেবে কাজ করে ।

৪ । গাড়ির চেসিস মোটামুটি শক্ত লৌহ জাতীয় ধাতু নির্মিত হয়ে থাকে । গাড়ি যত বেশি বড় ও বেশি ভার বহন করার ক্ষমতা সম্পন্ন হবে এর চেসিসও তত বড় ও মজবুত হবে।

বডি :

১। অটোমোটিভ বডির অবস্থান, অটোমোটিভ চেসিসের উপরেই হয়ে থাকে ।

২। বডির ভারও চেসিসেরই বহন করতে হয় ।

৩। অটোমোটিভ বডি/গাড়ির বডি একে আবহাওয়ার প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে ।

৪ । ইঞ্জিন ও ভিতরের অনেক সরঞ্জামকে এর বডি ধুলা বালি পড়া হতে রক্ষা করে ।

৫ । বড়ি চালক ও আরোহীকে নিরাপদে ও আরামদায়ক ভ্রমণ প্রদান করে ।

৬। গাড়ীর বডি যাত্রী/বিভিন্ন মালামাল বহন করে থাকে ।

৭। অটোমোটিভ গাড়ির বডিকে বিভিন্ন রং করে এর শ্রীবৃদ্ধি করা হয়ে থাকে যা একে বিভিন্ন রং শনাক্ত করতে সাহায্য করে।

প্রশ্নমালা-৯

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. চেসিস সরঞ্জামকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. চেসিস ও বডির মধ্যে ৩ টি পার্থক্য লেখ।

রচনামূলক প্রশ্ন

১. চেসিস সরঞ্জামকে বিস্তারিতভাবে শ্রেণিবিন্যাস কর।

২. অটোমোটিভ চেচিসের সরঞ্জামের তালিকা দাও ।

 

আরও দেখুন :

 

Leave a Comment