Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

স্পীডোমিটারের কাজ

স্পীডোমিটারের কাজ

আজকে আমাদের আলোচনার বিষয় স্পীডোমিটারের কাজ

স্পীডোমিটারের কাজ

স্পীডোমিটার কাজ ও প্রয়োজনীয়তা (Functions & Necessity of Speedometer) :

গাড়িতে স্পীডোমিটার এর ড্যাশবোর্ডে ও চালকের সম্মুখেই সংযুক্ত থাকে। স্পীডোমিটার নিমের কাজসমূহ সম্পন্ন করে থাকে :

– গাড়ি প্রতি ঘণ্টায় কখন, কত কিলোমিটার গতিতে চলেছে, স্পীডোমিটার চালককে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জ্ঞাত করে থাকে ।
– গাড়ির জ্বালানি খরচ সম্পর্কে স্পীডোমিটার চালককে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে ।

– স্পীডোমিটারের সঙ্গে সংযুক্ত অডোমিটার সর্বদায় মোট চলার পরিমাণকে হিসেব কষে থাকে । এতে যে কোনো গাড়ি, যে কোনো সময় পর্যন্ত কত কিলোমিটার চললো, তার একটি হিসেব পাওয়া যায় ।

– অডোমিটারের মোট চলার হিসেব হতে গাড়ির সার্ভিসিং ও ওভারহলিংকরণের সময় নির্ধারণ করা যায় ।
– রাস্তায়, কালভার্ট/ব্রীজ, টার্নিং পয়েন্ট এবং হাইওয়ে গাড়ি সর্বনিম্ন ও সর্বোচ্চ গতিসীমার নির্দেশনা অনেক দেশের রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা থাকে । চালক স্পীডোমিটারের সহায়তায়, সে নির্দেশিত গতিতে গাড়ি পরিচালনা করতে পারে ।
– প্রতি যাত্রায় একটি গাড়ি মোট কত কিলোমিটার যাতায়াত করল, তা চালক স্পীডোমিটারের সঙ্গে যুক্ত অডোমিটার হতে লগ বইতে নথিভুক্ত করতে পারে ।

– সর্বোপরি স্পীডোমিটার চালককে সর্বদায় নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ গতিতে গাড়ি চালাতে একটি সরাসরি চাক্ষুষ -সতর্কীকরণ নির্দেশনা প্রদান করে থাকে ।

স্পীডোমিটারের প্রকারভেদ (Types of Speedometer)

 

 

স্পীডোমিটারের বাণ (Various Parts of Speedometer)

সাধারণত বহুলভাবে ব্যবহৃত যান্ত্রিক দুই প্রকারের স্পীডোমিটারের চিত্রসহ বিভিন্ন যন্ত্রাংশের নাম নিম্নে প্রদত্ত হলো :

ক. অ্যাগনেটিক ইনডাকটর টাইপ অর্ধচন্দ্র ছেলের স্পীডোমিটারের যন্ত্রাংশ :

১. ড্রাগ ক্যাপ (Drag cup)

২. স্থায়ী অ্যাপনেট ((Parmanent magnet)

৩. নিয়ন্ত্রণকারী স্প্রিং (Control spring)

৪. অর্ধচন্দ্র ভারাল গেজ (Half moon dial gauge)

৫. নির্দেশক নিডেল (Indicating needle)

৬. ইন্সট্রুমেন্ট শ্যাফট (Instrument shaft)

৭. ড্রাইভ ক্যাবল ইত্যাদি ।

খ. ম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ ও হরিজেন্টাল স্কেল টাইপ স্পীডোমিটারের মুখ্য যন্ত্রাংশ :

১. স্থায়ী ম্যাগনেট

২. ড্রাইভ শ্যাফট

৩. হরিজেন্টাল মিটারের কালো অংশ

৪. হরিজেস্টাল মিটারের লাল অংশ

৫. ড্রাইভ ক্যাবল ইত্যাদি

স্পীডোমিটারের দোষত্রুটি ও প্রতিকার (Troubles and Remedies of Fuel Gauge)

 

 

প্রশ্নমালা- ২৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। স্পিডোমিটার কোথায় ব্যবহৃত হয়?

২।  স্পিডোমিটারের অবস্থান কোথায়?

৩। স্পিডোমিটারের সাথে যুক্ত অন্য মিটারের নাম কী?

৪। স্পিডোমিটারের কাজ কী?

৫। স্পিডোমিটার প্রধানত কত প্রকার ও কী কী ?

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ ও অর্ধচন্দ্র স্কেল স্পিডোমিটারের বিভিন্ন অংশের নাম লেখ ।

২। ম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ ও হরিজন্টাল স্কেল স্পিডোমিটারের বিভিন্ন অংশের নাম লেখ ।

৩। স্পিডোমিটার রিডিং প্রদান করে না এর কারণ ও প্রতিকার লেখ ।

৪ । স্পিডোমিটার পাঠ প্রদানপূর্বক নিডল পূর্বাস্থায় ফেরত আসে না এর কারণ ও প্রতিকার লেখ ।

 

 

রচনামূলক প্রশ্ন

১। স্পিডোমিটারের দোষ-ত্রুটি ও প্রতিকার টেবিলের মাধ্যমে দেখাও

আরও দেখুন :

 

Exit mobile version