সুপার হিটার

সুপার হিটার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” এর “বাষ্পীয় বয়লার বা জেনারেটর” বিষয়ক পাঠ।

সুপার হিটার

সুপার হিটার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

যে কৌশলের (device) সাহায্যে ভিজা এবং সংপৃক্ত (saturated) বাষ্পকে অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বাষ্পকে অধিক তাপে আরও শক্তিশালী বাষ্পে পরিণত করা হয় তাকে সুপার -হিটার বলে। ১৫.২ চিত্র দ্বারা একটি সুপার -হিটারের গঠন এবং কার্যক্রম দেখানো হয়েছে। এটি করা হয়। সাধারণত বয়লারের শেষ প্রান্তে স্থাপন করা হয়। বয়লারে যে ফ্লু-গ্যাসের সাহায্যে পানি বাষ্পে পরিণত হয় সেই গ্যাসের সাহায্যেই সুপার -হিটারের টিউবগুলিও উত্তপ্ত হয় ।

সাধারণ নিয়মে বাষ্প তৈরী হয়ে পানির উপরিভাগে অর্থাৎ বাষ্পের নির্দিষ্ট জায়গায় (steam space) জমা থাকে। যখন বাষ্পকে সুপারহিট করার প্রয়োজন হয় তখন ভাল্‌ভ (১) বন্ধ রাখা হয় এবং ভাল্ভ (২) ও ভাল্ভ (৩) খোলা রাখা হয়। স্টপ ভাল্ভ (৩) দ্বারা সংম্পৃক্ত বাষ্প সুপার -হিটার টিউবসমূহের মধ্যে প্রবেশ করে। টিউবসমূহের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সংপৃক্ত বাষ্প ক্রমান্বয়ে সুপারহিটেড বাষ্পে রূপান্তরিত হয় এবং ভাল্ভ

সুপার হিটার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

(২) দ্বারা বাষ্প পাইপের সাহায্যে কর্মকান্ডে পৌছে যায়। প্রয়োজনবোধে আমরা বাষ্পকে সরাসরি কর্মশালায় নিয়ে যেতে পারি ভাল্ভ (২) এবং ভাল্ভ (৩) কে বন্ধ করে। এই সময় অবশ্য স্টপ ভাল্ভ (১) খুলে দিতে হয়।

 

সুপার হিটার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

প্রাথমিক অবস্থায় সুপার হিটারকে উত্তপ্ত করার জন্য একটি ধাতব কাঠি (damper) ব্যবহার করা হয়। এই ধাতব কাঠিটি প্রাথমিক অবস্থায় ফ্লু-গ্যাসের প্রবাহকে বন্ধ করে রাখে । অতঃপর একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর সাথে সাথে কাঠিটি খুলে দেওয়া হয়। তখন ব্লু-গ্যাসের প্রবাহ পূর্ণমাত্রায় চলতে থাকে। অর্থাৎ ফ্লু-গ্যাস চিনি দিয়ে বের হয়ে যায়। এই কাঠিটি হাত দিয়ে অথবা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

 

আরও দেখুনঃ

2 thoughts on “সুপার হিটার”

Leave a Comment