Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

সাময়িকভাবে বাংলাদেশ হইতে বিদেশগামী | মোটরযান আইন

সাময়িকভাবে বাংলাদেশ হইতে বিদেশগামী , মোটরযানসমূহ রেজিস্ট্রিকরণ,  মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।

 

অষ্টম অধ্যায় |

সাময়িকভাবে বাংলাদেশ হইতে বিদেশগামী | মোটরযান আইন

অথবা,

বিদেশ হইতে বাংলাদেশে আগমনকারী মোটরগাড়িসমূহ

 

 

ধারা১০৭। সরকার কর্তৃক বিধিবিধান প্রণয়নের ক্ষমতা:

 () সরকার নিম্নবর্ণিত সকল কিংবা যেকোন একটি উদ্দেশ্য সাধনের জন্য সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে বিধিবিধান প্রণয়ন করিতে পারেন। যথা: –

() সাময়িকভাবে মোটরগাড়ি সঙ্গে লইয়া বাংলাদেশের বাহিরে কোন স্থানে ভ্রমণকারী ব্যক্তিগণকে কিংবা বাংলাদেশের বাহিরে সাময়িকভাবে কোন স্থানে গমনকারী যেই সকল ব্যক্তি বাংলাদেশে তাহাদের অনুপস্থিতিকালে উক্ত স্থানে মোটরগাড়ি চালাইতে ইচ্ছুক, তাহাদিগকে ট্রাভেলিং পাস, সার্টিফিকেট কিংবা অথারাইজেশন মঞ্জুর সত্যায়ন

() যেই সকল ব্যক্তি বাংলাদেশের বাহির হইতে সাময়িকভাবে মোটরগাড়ি সঙ্গে করিয়া আনিয়া এই দেশে অস্থায়ীভাবে অবস্থান করিতে চাহেন, বাংলাদেশে। তাহাদের মোটরগাড়ি সঙ্গে রাখিবার ব্যবহারের শর্তাবলী নির্ধারণ; এবং

 

 

() বিদেশ হইতে বাংলাদেশে অস্থায়ীভাবে অবস্থানের জন্য যাহারা বাংলাদেশে প্রবেশ করেন, এই দেশে তাহাদের মোটরগাড়ি চালনার শর্তাবলী। 

() এই ধারার অধীন কোন বিধি অনুযায়ী মোটরগাড়ি কিংবা উহার ব্যবহারকারীর উপর ধার্যকৃত কর পরিশোধ হইতে কোন ব্যক্তি অব্যাহতি পাইবে না।

() যেই সকল মোটরগাড়ির চালক কিংবা কন্ডাক্টরের নিমিত্ত () উপধারার () অনুচ্ছেদে কিংবা () অনুচ্ছেদের অধীন কোন বিধিবিধান প্রণীত হইয়াছে, তাহাদের ক্ষেত্রে এই আইন কিংবা ইহার আওতায় প্রণীত কোন বিধি নিম্নলিখিত ব্যাপারে প্রযোজ্য হইবে না

 

 

() মোটরগাড়ি-সমূহের রেজিস্ট্রেশন এবং সনাক্তকরণ, অথবা

() মোটরগাড়িস-মূহের নির্মাণ, রক্ষণাবেক্ষণ সাজসরঞ্জাম সংক্রান্ত দাবি, অথবা 

() মোটরগাড়িসমূহের লাইসেন্স গ্রহণ এবং চালক কন্ডাক্টরদের যোগ্যতা যাচাই

আরও দেখুনঃ

 

 

Exit mobile version