Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

মোটরগাড়ির লাইসেন্স ইনডোর্সমেন্ট

মোটরগাড়ির লাইসেন্স ইনডোর্সমেন্ট – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “মোটরযান আইন” এর “পঞ্চম তফসিল” এর একটি পাঠ। 

মোটরগাড়ির লাইসেন্স ইনডোর্সমেন্ট

 

গাড়ি চালাইবার যোগ্যতা , গাড়ি চালাইবার সামর্থ্য-সংক্রান্ত টেস্ট পরীক্ষার সার্টিফিকেট, সেবাপ্রত্যাশী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হবে এবং ফি জমা প্রদানের পর গাড়িটি পরিদর্শণের জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হবে।

(১৬ (), ২০ () () ১৬৫ ধারা এবং

ফরম দ্রষ্টব্য]

 

যেই সকল অপরাধের দরুন সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স ইনডোর্সমেন্ট করিতে হয় এবং যাহার প্রেক্ষিতে ড্রাইভিং লাইসেন্স সাসপেণ্ড হইয়া যায়।

অংশ

১। যথেচ্ছভাবে বিপজ্জনকভাবে গাড়ি চালাইলে (১৪৩ ধারা)

২। মাতাল অবস্থায় গাড়ি চালাইলে (১৪৪ ধারা) 

৩। ১৪৩ কিংবা ১৪৪ ধারামতে অপরাধ করিতে সহায়তা করিলে (১৪৭ ধারা)

৪। অননুমোদিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করিলে কিংবা অননুমোদিত গতিতে গাড়ি চালাইলে (১৪৮ ধারা)

৫। অযোগ্যতা সত্ত্বেও গাড়ি চালান (১৯ ধারা)

৬। ইনডোর্সমেন্টের বিবরণ প্রদান ব্যতীতই লাই-সেন্স যোগাড় করা কিংবা উহার জন্য আবেদন করা (১৪১ ধারা)

৭। দুর্ঘটনাস্থলে গাড়ি থামাইতে ব্যর্থ হইলে (১০২ ধারা)

৮। লা-ইসেন্স বদল করিলে কিংবা অনুরূপ লাই-সেন্স ব্যবহার করিলে। ৯। মোটরগাড়ি ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ করিবার দরুন কারাদণ্ডযোগ্য শাস্তি হইলে

অংশ

 

১। লাই-সেন্স ব্যতীত কিংবা অকার্যকর লাই-সেন্স লইয়া কিংবা যে গাড়ির জন্য যে ধরনের লাই-সেন্স প্রয়োজন তাহা ব্যতীত গাড়ি চালাইলে ( ধারা)

২। কোন লাইসেন্স অন্য ব্যক্তিকে ব্যবহারের অনুমতি দিলে ( () ধারা]

৩। অত্যধিক গতিবেগে গাড়ি চালাইলে (১৪২ ধারা)

৪। মানসিক কিংবা শারীরিক দিক দিয়া গাড়ি চালাইলে অনুপযুক্ত হওয়া সত্ত্বেও গাড়ি চালাইলে (১৪৫ ধারা) ৫। ১৪২ কিংবা ১৪৫ ধারামতে শাস্তিযোগ্য অপরাধ করিতে সহায়তা করিলে।

৬। লাই-সেন্স প্রদর্শনের অস্বীকৃতি, কিংবা যথাসময়ে লাই-সেন্স প্রদর্শনে ব্যর্থ হইলে (১০১ ধারা) 

৭। যথা প্রয়োজনে গাড়ি থামাইতে ব্যর্থ হইলে (১০ ধারা)

৮। যে গাড়ি রেজিস্ট্রেশন করা হয় নাই সেই গাড়ি চালাইলে (৩২ ধারা) 

৯। ফিটনেস সার্টিফিকেট না লইয়া পরিবহনযান চালাইলে (৪৭ ধারা)

১০।স্পীড গভর্নর‘-সংক্রান্ত ৮৪ () () ধারায় বর্ণিত কোন বিধি লংঘন করিয়া গাড়ি চালাইলে  

১১। অনুমোদনযোগ্য ওজনসীমা অতিক্রমকারী কোন গাড়ি চালাইলে (১৫৪ ধারা)

 ১২। ৮৭ ধারা অনুযায়ী রিকুইজিশন মানিতে ব্যর্থ হইলে

১৩। গাড়ি অনিরাপদ অবস্থায় ব্যবহার করিলে (১৪৯ ধারা)

১৪। ৫১ ধারা লংঘন করিয়া কোন পরিবহন গাড়ি চালাইলে

 

 

অংশ

 

১। লাল বাতির সামনে দিয়া গাড়ি চালাইলে

২। যখন ওভারটেকিং নিষিদ্ধ তখন ওভারটেক করিলে।

৩। প্রদর্শিত সংকেত অমান্য করিয়া প্রদান সড়কে অতিরিক্ত গাড়ি চালান গাড়ি না থামান।

৪। ইচ্ছাপূর্বক অন্য গাড়িকে পথ ছাড়িয়া না দেওয়া।

৫। কার্যকর লাইসেন্স ব্যতীত, কিংবা যে গাড়ির জন্য যে ধরনের লাইসেন্স দরকার সেই ধরনের লাইসেন্স ব্যতীত কিংবা অনুমোদন ব্যতীত পাবলিক সার্ভিস মোটরগাড়ি চালান

৬। অত্যধিক গতিতে গাড়ি চালান।

৭। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালান, কিংবা ফিটনেস সার্টিফিকেট না লইয়া কোন পরিবহন গাড়ি চালান, কিংবা ৫১ ধারা লংঘন করিয়া পরিবহন গাড়ি চালান, কিংবা গাড়ির সহিতস্পীড গভর্নর সীলসংযুক্ত না করিয়া বা পরিবর্তিতস্পীড গভর্নর সীললাগাইয়া পরিবহন গাড়ি চালান

৮। ড্রাইভিং লাইসেন্স, কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কিংবা ফিটনেস সার্টিফিকেট, কিংবা ইনস্যুরেন্স সার্টিফিকেট, কিংবা গাড়ি ব্যবহারের অনুমতিদানসংক্রান্ত অন্যান্য কাগজপত্র প্রকাশ্য স্থানে দেখাইতে অস্বীকার করিলে কিংবা ব্যর্থ হইলে  

৯। ১০২ ধারা অনুযায়ী গাড়ি থামাইতে ব্যর্থ হইলে কিংবা ৮৭ ধারামতে রিকুইজিশন মানিয়া চলিতে ব্যর্থ হইলে।

১০। ত্রুটিযুক্ত গাড়ি চালাইলে, কিংবা নিরাপদ নহে এমন গাড়ি চালাইলে, কিংবা জনসমক্ষে বিপদ ঘটাইতে পারে গাড়ি চালাইলে  

১১। অনুমোদনযোগ্য ওজনসীমা অতিক্রমকারী কিংবা অনুমোদনযোগ্য। আসন সংখ্যার অতিরিক্ত যাত্রী বোঝাই করিয়া গাড়ি চালাইলে

১২। গাড়ি থামাইবার নির্দিষ্ট স্থান ব্যতীত অন্যকোন স্থানে গাড়ি থামাইলে কিংবা যাত্রী লইবার জন্য বিলম্ব করিলে কিংবা যাত্রী উঠাইলে।

১৩। পাবলিক সার্ভিস গাড়িতে বিপজ্জনক জিনিসপত্র বহন করিলে কিংবা অননুমোদিত মালামাল বহন করিলে

১৪। গাড়িতে এমনভাবে মালপত্র বা যাত্রী বোঝাই করা যাহাতে বিপদের আশঙ্কা থাকে, কিংবা অনুমোদনযোগ্য সীমার অতিরিক্ত কোনকিছু বোঝাই করিলে।

১৫। অননুমোদিত উদ্দেশ্যে গাড়ি ব্যবহার করিলে।

১৬। ভ্রমণের জন্য নির্দিষ্ট সম্পূর্ণ পথ অতিক্রমে অস্বীকৃতি কিংবা ব্যর্থতা।

১৭। প্রকৃত (bonafide) যাত্রী বহনে অস্বীকৃতি।

১৮। গাড়ি চালনার সময় ধূমপান করা।

 

 

আরও দেখুনঃ

 

Exit mobile version