রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

আজকে আমাদের আলোচনার বিষয় রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

 রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

ধাতব শিটের যে দুই প্রান্তকে জোড়া দিতে হবে, তাকে পরিমাণমতো ছিদ্র করে এবং এক প্রান্তের উপর অন্য প্রাপ্ত স্থাপন করে, রিভেটের শ্যাংক পিটিয়ে হেড আকৃতির করে জোড়া দেওয়ার পদ্ধতিকে রিভেটিং বলা
হয় ।

 রিডেটিংয়ের প্রয়োজনীয়তা (Necessity of Riveting):

মাঝারি ধরনের চাপ ও টান শক্তি সহ্য করার জন্য এবং ধাতব শিটকে স্থায়ীভাবে জোড়া দেওয়ার জন্য এ জাতীয় রিভেটিং পদ্ধতির জোড়ার প্রয়োজন হয়। সাধারণত ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম ও কপারের ন্যায় অপেক্ষাকৃত নরম ধাতু দ্বারা রিভেট তৈরি হয়।

ধাতব শিটের যে দু প্রান্তকে জোড়া দিতে হবে, তাকে পরিমাণমতো ছিদ্র করে এবং এক প্রান্তের উপর অন্য প্রাপ্ত স্থাপন করে, রিভেটের শ্যাংক পিটিয়ে হেড আকৃতির করে জোড়া দেওয়ার পদ্ধতিকে রিভেটিং বলা হয় । সাধারণত নিচের কাজসমূহে অধিক হারে রিভেটিং জোড়ার প্রয়োজন পড়ে-১. বালতি তৈরি করতে;

২. গাড়ির বড়ি তৈরি করতে;

৩. গাড়ির বডি মেরামত করতে;

৪. দুটি শিটকে স্থায়ীভাবে জোড়া দিতে

৫. শিট মেটাল দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে।

রিডেটিং পদ্ধতির প্রকারভেদ (Types of Riveting) :

কার্যপ্রক্রিয়া ভেদে রিডেটিং পদ্ধতি দুই প্রকার যেমন-

১. সিম রিভেটিং (Seam Riveting)

২. পপ রিভেটিং (Pop Riveting )

১. সিম রিভেটিং পদ্ধতি :

জোড়া দেওয়ার ধাতব শিটকে একটির উপর অন্যটি স্থাপন করে তার পর ছিদ্র করে এবং ছিদ্রের মধ্যে উল্টো দিক দিয়ে রিভেট প্রবেশ করিয়ে ডাই বা হাতুড়ির বলপিনের অংশ দিয়ে পিটিয়ে রিভেট শ্যাংককে হেডের ন্যায় করে জোড়া দেওয়া পদ্ধতিকে সিম রিভেটিং পদ্ধতি বলে ।

২. পপ রিডেটিং পদ্ধতি :

পাশের চিত্রে একটি পপরিভেটিং পদ্ধতি দেখানো হলো এই পদ্ধতিতে হস্ত দ্বারা নিউমেট্রিক প্রেসার পরিচালিত এক ধরনের পপ গান নামে রিভেটিং কর্মের জন্য বিশেষ টুলস ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে বিশেষ ধরনের রিভেট ব্যবহৃত হয়। এ ক্ষেত্রেও ড্রিল দ্বারা ছিদ্র করে এবং সে ছিদ্রে রিভেট প্রবেশ করিয়ে পপ গানের সাহায্যে টেনে রিডেটিং সম্পন্ন করার পদ্ধতিকে পপ রিভেটিং বলে।

 

 রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

 

সিম রিভেটিং পদ্ধতি (Procedure of Seam Riveting) :

সিম রিভেটিং পদ্ধতি আবার দুই প্রকার হয়, যেমন :

ক) ল্যাপ জয়েন্

খ) বাট জয়েন্ট

ক)ল্যাপ-জয়েন্ট :

এ পদ্ধতিতে দুটি সিটের জোড়া দেওয়ার প্রান্তদ্বয়কে একটির উপর অপরটি স্থাপন করতে নিম্নরূপ উপায়ে জোড়া দেওয়া হয় ।

১. রিভেটিংকরণের স্থানকে পরিমাপ মোতাবেক চিহ্ন দিয়ে সেন্টার পাঞ্চের আঘাতে কিছুটা গর্ত করে নিতে হবে ।

২. হ্যান্ডড্রিল বা বেঞ্চ ছিল দ্বারা চিহ্নিত স্থানকে রিভেটের মাপে ছিদ্র করে নিতে হবে ।

৩. একটি একটি করে রিজেট নিয়ে রিভেটের মাথা নিচের দিকে রেখে ও শ্যাংক উপরের দিকে রেখে স্থাপন করতে

৪. হাতুড়ি আঘাতে বা ডাই নিয়ে আঘাত করে রিভেটের শ্যাংকে মাথায় আকৃতি করতে হবে । হবে।

৫. এভাবে ওভার ল্যাপিং স্থানের প্রত্যেকটি ছিদ্রতে রিভেট প্রবেশ করিয়ে রিভেটিং কর্ম সম্পন্ন করতে হয় ।

খ) বাট জয়েন্ট:

দুটি পাতকে এ ক্ষেত্রে মুখোমুখি অবস্থানে রেখে নিম্নরূপ উপায়ে রিভেট জোড়া তৈরি করা হয় :

১. আলাদা দুটি শিট অথবা একটি শিট অন্যটির উপরে বা নিচে নির্ধারিত অবস্থানে স্থাপন করতে হবে ।

২. শিটসমূহকে নির্ধারিত অবস্থানে রেখে এবং সি ক্যাম্প দ্বারা আটকিয়ে পরিমাপমতো স্থানে ড্রিল করে নিতে হবে ।

৩. এবার ল্যাপ জয়েন্টের প্রক্রিয়ায় একটি একটি করে প্রত্যেকটি ছিদ্রে রিভিট প্রবেশ করিয়ে হাতুড়ি এবং ডাই দ্বারা হাতুড়ি যাতে রিডেটিং সম্পন্ন করতে হবে।

 

 রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

পপ রিভেটিং পদ্ধতি ( Pop Reveting Process) :

১. প্রথমে পাঞ্চ/ড্রিল দ্বারা জোড় স্থানকে ল্যাপিং অবস্থানে এনে ছিদ্র করে নিতে হবে ।

২. পপ রিভেট গানের নজেলের মধ্যে রিভেটের ম্যানড্রেল নেইল প্রবেশ করাতে হবে ।

৩. তারপর পপ রিভেটের অপর প্রান্ত ড্রিল করা ছিদ্রে প্রবেশ করিয়ে দিতে হবে ।

৪. এবার পপ রিভেটের গানের হাতলে ধীরে ধীরে চাপ দিতে হবে ।

৫. রিভেটের ম্যানড্রেল নেইল খানা উপরের দিকে উঠতে থাকবে এবং নিচের প্রান্তকে প্রসারিত ও গোলাকৃত করতে থাকবে।

৬. যখন রিভেটে পর্যাপ্ত চাপ পড়বে, তখন ম্যানড্রেল নেইল আপনা-আপনি কেটে যাবে ।

৭. এভাবে পপ রিডেটিং একটি একটি করে সম্পন্ন করতে হবে।

 

 রিডেটিংয়ের প্রয়োজনীয়তা

 

প্রশ্নমালা-১০

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১.রিভেটিং জোড় মূলতঃ কোন ধরনের কাজের ক্ষেত্রে প্রযোজ্য হয়?

২. রিভেট কী কী ধাতু দিয়ে তৈরি হয়?

৩. রিডেটের বিভিন্ন অংশসমূহের নাম লেখ।

৪. রিডেটিং পদ্ধতিকে কী কী প্রকারে ভাগ করা যায়?

৫. পপ রিডেটিং-এ বিশেষ টুলস হিসাবে কী ব্যবহার করা হয় ?

৬. পপ রিডেটিং-এ কীরূপ রিভেট ব্যবহার করা হয় ?

৭. সীম রিভেটিং পদ্ধতি কী কী প্রকার হয়?

৮. ল্যাপ জয়েন্ট পদ্ধতিতে জোড়া দেওয়ার প্রান্তদ্বয়কে কীভাবে স্থাপন করতে হয়?

৯. ম্যানড্রেল নেইল কোথায় প্রবেশ করাতে হয়?

১০. বাট জয়েন্ট পদ্ধতিতে জোড়া দেওয়ার প্রান্তদ্বয়কে কীভাবে স্থাপন করতে হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন :

১. রিডেটিং পদ্ধতি বলতে কী বোঝায়?

২. কী কী কাজে রিডেটিং জোড়ের প্রয়োজন হয়?

৩. কার্যপ্রক্রিয়া ভেদে রিভেটিং জোড় কত প্রকার ও কী কী?

৪. সীম রিভেটিং পদ্ধতি বলতে কী বোঝায় ?

৫. পপ রিভেটিং পদ্ধতি বলতে কী বোঝায়?

৬. পপ রিডেটিং-এর বিশেষ বৈশিষ্ট্য কী।?

৭. ল্যাপ জয়েন্ট রিভেটিং পদ্ধতি কী?

৮. বাট জয়েন্ট রিডেটিং পদ্ধতি কী?

৯. সিম রিভেটিং-এর সুবিধা ও অসুবিধা লেখ ।

১০. পপ রিডেটিং পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখ ।

রচনামূলক প্রশ্ন :

১. রিভেটিং পদ্ধতি বলতে কী বোঝায়? রিভেটিং পদ্ধতি প্রয়োজনীয়তা লেখ । ২. রিডেটিং পদ্ধতির প্রকারভেদ দেখাও ।

৩. ল্যাপ জয়েন্ট রিভেটিং পদ্ধতির মাপগুলো লেখ ।

৪. বাট জয়েন্ট রিডেটিং পদ্ধতির মাপগুলো লেখ ।

৫. সিম রিভেটিং পদ্ধতি কত প্রকার ও কী কী? বর্ণনা দাও ।

৬. রিডেটিং পদ্ধতির বর্ণনা দাও ।

আরও দেখুন :

Leave a Comment