মোটরযান নির্মাণ, সজ্জিতকরণ ও রক্ষণাবেক্ষণ, মোটরযানসমূহ রেজিস্ট্রিকরণ, মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।
ষষ্ঠ অধ্যায়
মোটরযান নির্মাণ, সজ্জিতকরণ ও রক্ষণাবেক্ষণ |মোটরযান আইন
ধারা–৮২। নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সাধারণ বি$ধান:
প্রত্যেকটি মোটরযান এমনভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে যাহাতে উহা সর্বদা চালকের কার্যকর নিয়ন্ত্রণে থাকে।
ধারা–৮৩। গাড়ি ডান হাতে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকিতে হইবে:
প্রত্যেকটি মোটরযান এমনভাবে নির্মিত হইতে হইবে যেন ডান হাতে ইহার স্টিয়ারিং নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, অবশ্য যদি না কোন গাড়ি নির্দিষ্ট রকমের যান্ত্রিক সংকেতদান সরঞ্জাম সজ্জিত হয়।
ধারা–৮৪। বিধিমালা প্রণয়নের ক্ষমতা:
(১) সরকার মোটরযান ও ট্রেলার নির্মাণ, সজ্জিতকরণ ও রক্ষণাবেক্ষণ এবং মোটরযান মেরামতের কারখানা স্থাপন, রেজিস্ট্রিকরণ, পরিচালনা ও তত্ত্ববধান সম্পর্কে বিধিমালা প্রণয়ন করিতে পারিবেন।
(২) উপরোক্ত ক্ষমতার সাধারণত কোনভাবে ক্ষুণ্ণ না করিয়া নিম্নলিখিত বিষয়সমূহ সম্পর্কে সাধারণভাবে সকল প্রকার মোটরযান ও ট্রেলারের ক্ষেত্রে প্রযোজ্য অথবা কোন বিশেষ শ্রেণীর মোটরযান বা ট্রেলারের ক্ষেত্রে প্রযোজ্য অথবা কোন বিশেষ পরিস্থিতিতে প্রযোজ্য বিধিমালা এই ধারাবলে প্রণয়ন করিতে পারিবেন, যথা:
(ক) গাড়ির প্রস্থ, উচ্চতা ও ঝুলন্ত অবস্থান সম্পর্কে এবং বাহিত বোঝার পরিমাণ সম্পর্কে:
(খ) সর্বসাধারণের পরিবহনযানে যাত্রীদের বসিবার ব্যবস্থা এবং আবহাওয়ার অসুবিধা হইতে যাত্রীদিগকে রক্ষা করিবার ব্যবস্থা সম্পর্কে;
(গ) টায়ারের আকার, প্রকৃতি ও অবস্থা সম্পর্কে;
(ঘ) ব্রেক ও স্টিয়ারিং গীয়ার সম্পর্কে;
(ঙ) নিরাপত্তামূলক কাচ ব্যবহার সম্পর্কে:
(চ) সংকেতদানের যন্ত্র, বাতি ও প্রতিফলক আয়না সম্পর্কে;
(ছ) গতি–নিয়ন্ত্রক যন্ত্র সম্পর্কে;
(জ) ধোঁয়া, দৃশ্যমান বাষ্প, স্ফুলিঙ্গ, ছাই, কাঁকর বা তৈল নির্গত হওয়া সম্পর্কে:
(ঝ) গাড়ি হইতে নির্গত শব্দ হ্রাস করা সম্পর্কে;
(ঞ) কোন্ কোন্ সময়ে বা কোন্ কোন্ স্থানে শ্রবণযোগ্য সংকেত ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা সম্পর্কে;
(ট) বাম হাতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ সম্বলিত গাড়ি পরিবহনযান হিসাবে ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা সম্পর্কে; (ঠ) বিরক্তি উৎপাদন বা বিপদ সংঘটন করিতে পারে এমন যন্ত্রপাতি বহন নিষিদ্ধ করা সম্পর্কে;
(ড) নির্ধারিত কর্তৃপক্ষের দ্বারা নির্দিষ্ট মেয়াদ অন্তর গাড়ি পরীক্ষা ও পরিদর্শন সম্পর্কে:
(ঢ) রেজিস্ট্রেশন নম্বর ছাড়া অন্যান্য যেই সকল বিবরণ গাড়িতে প্রদর্শন করিতে হইবে এবং যেইভাবে প্রদর্শন করিতে হইবে সে সম্পর্কে;
(ণ) মোটরযানের সহিত ট্রেলার ব্যবহার করা সম্পর্কে;
(ত) নির্দিষ্ট রকমের মোটরযানে বা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত বা নির্দিষ্ট এলাকায় ব্যবহৃত মোটরযানে নির্দিষ্ট কোন রং দেওয়া নিষিদ্ধ বা বলবৎ করা সম্পর্কে:
(খ) মোটরযান মেরামতকারী প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রিকরণ, নিয়ন্ত্রণ ও
তত্ত্বাবধান সম্পর্কে এবং উত্তরূপ প্রতিষ্ঠানসমূহ পরিচালনার শর্তাবলী সম্পর্কে; এবং
(দ) আইন দ্বারা নির্দিষ্ট অন্য কোন বিষয় সম্পর্কে।
আরও দেখুনঃ
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ | মোটরযান আইন
- প্রাথমিক বিষয়াদি | মোটরযান আইন
- কারখানায় নিরাপত্তামূলক নির্দেশাবলী | এককের বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং
- এককের বিভিন্ন পদ্ধতি | মেট্রিক পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং
- মোটরযান আইন | সূচিপত্র
- মোটরগাড়ি শিল্প
2 thoughts on “মোটরযান নির্মাণ, সজ্জিতকরণ ও রক্ষণাবেক্ষণ | মোটরযান আইন”