আজকে আমাদের আলোচনার বিষয় পার্কিং ব্রেক/মেকানিক্যাল ব্রেক সিস্টেমের কৌশল
পার্কিং ব্রেক/মেকানিক্যাল ব্রেক সিস্টেমের কৌশল
পার্কিং/মেকানিক্যাল ব্রেকের উদ্দেশ্য
এটা সম্পূর্ণ পৃথক যান্ত্রিক এবং সাধারণত হস্তচালিত/পদচালিত সিস্টেম। এটা গাড়ির পশ্চাৎ ঢাকাতে সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। হাইড্রলিক ও পাওয়ার ব্রেকের সঙ্গে গাড়িতে অবশ্য পৃথক এ পার্কিং ব্রেকেও প্ররোপ থাকে। অনেক ক্ষেত্রে মূল ব্রেকটি অকার্যকর হয়ে পড়লে জরুরি ভিত্তিতে চলন্ত অবস্থায় গাড়ি নিয়ন্ত্রণের জন্য এ যান্ত্রিক ব্রেকটির প্রয়োগ করা হয় বিধায় একে ইমার্জেন্সি ব্রেকও বলা হয়ে থাকে।
ব্রেকের মুখ্য উদ্দেশ্যসমূহ নিম্নরূপ
-চালকবিহীন অবস্থায় গাড়ি যেন গড়িয়ে না যায় সে জন্য সর্বদা গাড়ি থামানোর পর এ ব্রেক প্রয়োগ করতে হয় ।
-যদি গাড়ির মূল ব্রেক অর্থাৎ হাইড্রলিক ও পাওয়ার ব্রেক চলন্ত অবস্থার সম্পূর্ণ অকেজো হরে পড়ে, তখন গাড়ি ও যাত্রী রক্ষা করার নিমিত্তে অত্যন্ত ধীরে অথচ সতর্কতার সাথে এ ব্রেক প্রয়োগ করতে হয় বিধায় এটা ইর্মাজেন্সি ব্রেক হিসাবেও কাজ করে।
চিত্র : পার্কিং ব্রেকযুক্ত গাড়ি
পার্কিং ব্রেক প্রায়োগ ক্ষেত্র
– পার্কিং ব্রেক সাধারণত মূল ব্রেক দ্বারা গাড়ি থামানোর পরই প্রয়োগ করতে হয় ।
– ঢালু স্থানে গাড়ি সামরিক দাঁড় করানোর জন্য প্ররো করতে হয়।
– ইমারজেন্সির ক্ষেত্রে এবং মূল ব্রেক অকেজো হলে প্রয়োগ করতে হয় ।
– চালক পাড়ি ত্যাগ করতে হলে অবশ্য প্রয়োগ করতে হয়।
– মনে রাখতে হবে প্রতিবারই গাড়ি চালু করনের পূর্বে এ ব্রেককে রিলিজ/যুক্ত করে দিতে হয় ।
চিত্র: হস্তচালিত ব্রেক
পার্কিং গ্রেকের প্রেসিডেন প্রথমত, চালক কর্তৃক পরিচালনা পদ্ধতির উপর ভিত্তি করে একে নিয়ে দুটি ভাগে ভাগ করা হয়েছে:
চালিত পার্কিং ব্রেক :
১. এর হাতল দ্বারা পরিচালিত হয়। সাধারণত হালকা ও মাঝারি ধরনের পাড়িতে এ জাতীয় পার্কিং ব্রেকের প্রয়োগ সর্বাধিক। আবার হস্তচালিত ব্রেককে তাদের সংযোগ ও যন্ত্রাংশভেদে নিমের তিন ভাগে ভাগ করা হয়েছে
২. পদচালিত পার্কিং ব্রেক: এতে পাদানি থাকে এবং ভারী যানবাহন ট্রাক্টর ও লরিতে এ জাতীর ব্রেক বহৃত ।
ক) একখণ্ড তার ও একটি ইকুলাইজার সমন্বয়ে গঠিত পার্কিং ব্রেক।
খ) একখণ্ড তার, একটি ইকুলাইজার ও একটি পুশ রঙ টাইপ পার্কিং ব্রেক।
গ) দুইখণ্ড সম্পূর্ণ পৃথক তার ও দুটি অ্যাডজাস্টার ক্রু সমন্বয়ে গঠিত পার্কিং ব্রেক।
যন্ত্রাংশসমূহ :
১ পার্কিং ব্রেক রিলিজ হ্যান্ডেল,
২) ফ্রন্ট ক্যাবল,
৩) পার্কিং ব্রেক প্যাডেল,
৪) ইন্টারমেডিয়েট ক্যাবল,
৫) ক্যাবল রিটেইনার হুক,
৬) ক্যাবল অ্যাডজাস্টার,
৭) বিয়ার ক্যাবল এবং
৮) ব্রেক স্যু অ্যাসেম্বলি ইত্যাদি ।
কার্যপ্রণালি: এ জাতীয় পদচালিত পার্কিং ব্রেক সিস্টেম ভারী যান অর্থাৎ ট্রাক্টর, বড় বড় ট্রাক ও লরী ইত্যাদিতে ব্যবহৃত হয়। ব্রেককে যথার্থভাবে কাজে প্রয়োগ করার সুবিধার্থে এতে একটি পাদানি থাকে যা পা দ্বারা পরিচালিত হয়। ব্রেক প্রয়োগের পর একে লক করে রাখার জন্য একটি হাতলও থাকে । আবার পুনঃচালনা পূর্বে হস্তচালিত লক যুক্ত করে দিতে হয় ।
পার্কিং ব্রেকের সংযোগ ও যন্ত্রাংশসমূহ রেখাচিত্রের সাহায্যে প্রদর্শন
হালকা ও মাঝারি ধরনের হস্তচালিত নিম্নের একখণ্ড তার ও একটি ইকুলাইজার বিশিষ্ট পার্কিং ব্রেক বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে । নিম্নে চিত্রসহ এর যন্ত্রাংশসমূহ দেখানো হলো যন্ত্রাংশ/সরঞ্জামাদি।
১। হ্যান্ডব্রেক লিভার (Hand Brake Lever)
২। প্রাথমিক ব্রেক ক্যাবল (Primary Brake Cable)
৩ । ক্যাবল অ্যাডজাস্টিং ক্রু (Cable adjusting Screw )
৪। ট্রান্সফার ক্যাবল (Transfer Cable)
৫ । ইকুলাইজার (Equilijer)
৬। পশ্চাৎ ক্যাবল (Rear Cable)
৭। ব্রেকিং ইউনিট (Braking Unit)
মেকানিক্যাল ব্রেক সিস্টেমের কার্যপ্রণালি
মেকানিক্যাল ব্রেক সিস্টেমের পূর্ণাঙ্গ একটি লিংকেজ ও লিভার পদ্ধতি । এ ব্রেক সিস্টেম গাড়ি মাত্র পশ্চাৎ ঢাকাসমূহে প্রয়োগ করা থাকে। হস্তচালিত ব্রেকের যন্ত্রাংশ, অ্যাডজাস্টমেন্ট ও ক্যাবলের সংখ্যাভেদে ভিন্নতা থাকলেও এদের সকলের প্রয়োগ প্রক্রিয়া একই রকম অর্থাৎ হস্তচালিত লিভারকে হাত দ্বারা টেনে উঠিয়ে এ পার্কিং ব্রেক প্রয়োগ করতে হয় ।
লিভার ইকুইলাইজার এবং ক্যাবলের মাধ্যমে এ টান ব্রেক স্যু অ্যাসম্বলিতে স্থানান্তরিত হয়। তারপর এ টানের ফলে পিছনের ব্রেক স্যু অ্যাসম্বলি সম্প্রসারিত হয়ে ব্রেকিং কার্য সম্পন্ন করে। এ ব্রেক সিস্টেম মোট ব্রেকিং ক্ষমতার ১৫% হতে ২০% কাজ করে । পদচালিত পার্কিং ব্রেকে প্যাডেল থাকে যাতে পা দ্বারা চাপ প্রয়োগ করে প্যাডেলকে নিচের দিকে চাপ দেওয়া হয় ।
এ চাপ হতে একটি হাতলও থাকে যাতে ব্রেক প্যাডেল প্রয়োগ করে লক করে দিতে হয়। আবার চালু করতে এ লক মুক্ত করে দিতে হয় । সুতরাং এ সিস্টেম পরিচালনা করতে হাত ও পা দুটিই কাজ করে ।
প্রশ্নমালা-১১
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. যান্ত্রিক বা পার্কিং ব্রেক বলতে কি বোঝায় ?
২. ইমারজেন্সি ব্রেক কোনটি?
৩. পার্কিং/যান্ত্রিক ব্রেক কত প্রকার কি কি ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. পার্কিং ব্রেকের উদ্দেশ্য বর্ণনা কর ।
২. পার্কিং ব্রেকের প্রয়োগ ক্ষেত্রগুলো উল্লেখ কর ।
৩. পার্কিং ব্রেক সিস্টেমের শ্রেণিভেদসমূহ লেখ।
রচনামূলক প্রশ্ন
১. রেখাচিত্রের সাহায্যে পার্কিং ব্রেকের সংযোগ ও যন্ত্রাংশের বর্ণনা দাও ।
২. মেকানিক্যাল বা পার্কিং ব্রেকের কার্যপ্রণালি বর্ণনা কর ।
আরও দেখুন :