আজকে আমাদের আলোচনার বিষয় ভাঙ্গ বোল্ট/স্কু বেরকরণ
ভাঙ্গ বোল্ট/স্কু বেরকরণ
ক্রু-এক্সষ্ট্রাকটর নির্বাচন
সাধারণত অটো ডিজেল কর্মশালায় মেরামত, রিপেয়ার ও ওভারহলিং কাজের সময় মাত্রাতিরিক্ত চাপে অনেক ক্ষেত্রেই বোল্ট, স্টাড ও স্ক্রু ভেঙ্গে যেতে পারে। এ ভাঙ্গা অংশটুকু বের করা তখন জরুরি হয়ে পড়ে। বোল্ট, স্টাড ও ক্ষুর ভাঙ্গা অংশ বের করতে স্ক্রু এক্সট্রাকটর ব্যবহার করতে হয় । এর প্যাঁচ, বোল্টের প্যাঁচের বিপরীতমুখী প্যাঁচ হয়ে থাকে ।
এ স্কু এক্সট্রাকটর ব্যবহার করতে হয় যাতে বিভিন্ন পরিমাপের ভাঙ্গা বোল্ট বা স্টাড বা ক্রু বের করা যায়। ফ্লু-এক্সট্রাকটর দ্বারা ভাঙ্গা বোস্ট/স্টাড/স্ক্রু বের করতে নিম্নের যন্ত্রপাতিসমূহের প্রয়োজন হয়:
ক. ড্রিল মেশিন
খ. ড্রিল বিট
গ. সেন্টার পাঞ্চ
ঘ. হাতুড়ি
ঙ. ট্যাপ রেঞ্চ
চ. ক্রু-এক্সট্রাকটর
চিত্র : ফু এক্সস্ট্রাকটর সেট করুন।
ভাঙ্গা বোল্ট/ফ্লু বের করার পদ্ধতি
ভাঙ্গা বোস্ট/ক্রু/স্টাড বেরকরণ পদ্ধতি নিম্নে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হলো:
- প্রথমত একটি সেন্টার পাঞ্চ ও হাতুড়ি দ্বারা ভাঙ্গা বোল্ট/স্টাড/স্ক্রু এর কেন্দ্রে একটি গর্ত করতে হবে।
- ভাঙ্গা বোল্টের ব্যাস হতে ছোট পরিমাপের একটি কু-এক্সট্রাকটর তার সেট হতে নির্বাচন করতে হবে ।
- ফ্লু-এক্সট্রাকটর হতে আরও কিছুটা ছোট পরিমাপের একটি ড্রিলবিট নির্বাচন করতে হবে
- ড্রিল বিটকে প্রয়োগক্ষেত্রে হ্যান্ড ড্রিল অথবা বেঞ্চ ছিল অথবা প্যাডস্টাল ড্রিল মেশিনের চাকে বাঁধতে হবে ।
- পাঞ্চ দ্বারা চিহ্নিত গর্তে এবার ড্রিল মেশিন পরিচালনা করে একটি ছিদ্র করতে হবে।
- নির্বাচিত ক্রু-এক্সট্রাকটরের স্কয়ার পার্শ্ব ট্যাপ রেঞ্চে বাঁধতে হবে । – ট্যাপ রেঞ্চের দুটি হাতল দু’হাতে ধরতে হবে ।
- ট্যাপ রেঞ্চ সহ ক্রু-এক্সট্রাকটরকে ভাঙ্গা অংশের ছিদ্রের মধ্যে স্থাপন করতে হবে ।
চিত্র : ফ্লু এর মধ্যে ড্রিলিং
- নিশ্চিত হতে হবে, ট্যাপ রেঞ্চ যেন ভূমির সাথে সর্বদা অনুভূমিক অবস্থানে থাকে ।
- ছিদ্র পথে মৃদু চাপে ক্রু-এক্সট্রাকটরকে ঘড়ির কাঁটার বিপরীত অথবা বোল্টের প্যাঁচের বিপরীতে ঘুরাতে হবে ।
- এক পর্যায়ে অনুভব করবে স্ক্রু-এক্সট্রাকটর ছিদ্রের মধ্যে দৃঢ়ভাবে এঁটে যাচ্ছে ।
- তারপর আরও কিছুটা বেশি চাপে ট্যাপ রেঞ্চ আবর্তন করতে থাকবে এবং ছোট একটি শব্দ করে ভাঙ্গা অংশ স্কু এক্সট্রাকটরের সঙ্গে ঘুরতে থাকবে।
- একই পদ্ধতিতে আস্তে আস্তে ঘুরিয়ে ভাঙ্গা অংশ বের করে নিতে হবে।
- যদি স্ক্রু এক্সট্রাকটর দ্বারা ভাঙ্গা অংশ আবর্তিত করা না যায়, সে ক্ষেত্রে অত্যাধিক চাপ প্রয়োগ করলে এক্সট্রাকটরও ভেঙ্গে যেতে পারে।
- বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙ্গা বোল্টের অংশে কিছুটা তাপ প্রয়োগ করে আবর্তন করলে এটা হয়ত সহজে আবর্তিত হবে।
ভাঙ্গা বোল্ট/ফ্লু বের করার সময় প্রয়োজনীয় সতর্কতা
- যথার্থ পরিমাপের ভু-এক্সট্রাকটর নির্বাচন করতে হবে। · সেন্টার পাঞ্চ দ্বারা যথাসম্ভব ভালা বোল্টের কেন্দ্রে গর্ত করতে – হবে।
- ড্রিল যেন ভাঙ্গা অংশের সেন্টার বরাবর হয় সে বিষয়ে নিশ্চিত
- পরিমিত চাপে এটাকে ভাঙ্গা বোল্টের বিপরীতে অথবা ঘড়ির হতে হবে ।
- কাটার বিপরীতে পরিচালনা করতে হবে ।
- যদি পরিমিত চাপে ভাঙ্গা বোল্ট ঘুরতে না চায় সে ক্ষেত্রে
- প্রয়োজনে রো-ল্যাম্প অথবা গ্যাসের অগ্নিশিখা দ্বারা ভাগ প্রয়োগ করতে হবে ।
চিত্র : ভাঙা ৰোন্টে সেন্টার পাঞ্চ দ্বারা গতকরণ
- কাজটি অত্যন্ত ধীরে ও ধৈর্য সহকারে করতে হবে।
- মনে রাখতে হবে মাত্রাতিরিক্ত চাপে স্কু-এক্সট্রাকটর ভেঙ্গে আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে ।
- হাত ও হাতলকে তৈলাক্তযুক্ত রাখতে হবে ।
- কার্যান্তে প্রত্যেকটি যন্ত্রপাতিকে তাদের জন্য নির্ধারিত স্থানে পরিষ্কার করে রাখতে হবে।
প্রশ্নমালা-৩
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. এক্সট্রাকটর কী?
২. এক্সট্রাকটর কেন ব্যবহার করা হয়?
৩. বোস্ট, স্টাড ও স্ক্রু এর ভাঙা অংশ বের করতে কি কি টুলসের প্রয়োজন?
৪. ক্রু এক্সট্রাকটরের সহায়ক টুলসসমূহের নাম লেখ হয়?
৫. ক্রু এক্সট্রাকটরকে কোন দিকে ঘুরাতে হয়?
৬. যদি ক্রু এক্সট্রাকটর দিয়ে ভাঙা অংশ বের করা না যায় তবে কি করতে হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ক্রু এক্সট্রাকটর নির্বাচন বলতে কী বুঝায় ?
২. ভাঙা বোল্ট বেরকরাকালীন পালনীয় সতর্কতা লেখ?
৩. ট্যাগ রেঞ্চ সর্বদা কোন অবস্থানে রেখে ব্যবহার করা হয়?
রচনামূলক প্রশ্ন
১. ভাঙা বোল্ট, ফ্লু বের করার পদ্ধতি বর্ণনা কর ।
আরও দেখুন :