ভাঙ্গা বোল্ট ভ্রু বের করার কৌশল

আজকে আমাদের আলোচনার বিষয় ভাঙ্গা বোল্ট ভ্রু বের করার কৌশল

ভাঙ্গা বোল্ট ভ্রু বের করার কৌশল

টুলস নির্বাচন

বিভিন্ন পরিমাপের ভাঙ্গা বোল্ট বা স্টাড বা ফ্লু বের করার জন্য নিদ্রের বন্ত্রপাতি সমগ্রহের প্ররোজন বর :

ক. ড্রিল মেশিন

খ. ড্রিল বিট

গ. সেন্টার পাঞ্চ

ঘ. হাতুড়ি

ঙ. ট্যাপ রেঞ্চ

চ. কু-এক্সট্রাকটর

 

ভাঙ্গা বোল্ট ভ্রু বের করার কৌশল

চিত্র : ফ্লু এক্সস্ট্রাকটর

জনের কেন্দ্র নির্বাচন

সেন্টর পাঞ্চ দ্বারা চিত্রানুযারী সেন্টার নির্ণর কৌশল ।

– প্রথমত একটি সেন্টার পাঞ্চ ও হাতুড়ি দ্বারা ভাগা বোল্ট/স্টাড/ক্ এর কেন্দ্রে একটি গর্ত করতে হবে।

– ভাঙ্গা বোল্টে ব্যাস হতে ছোট পরিমাপের একটি স্কু- এক্সট্রাকটর তার সেট হতে নির্বাচন করতে হবে ।

– পাঞ্চ দ্বারা চিহ্নিত গর্তে এ বার ড্রিল মেশিন পরিচালনা করে একটি ছিদ্র করতে হবে।

 

ভাঙ্গা বোল্ট ভ্রু বের করার কৌশল

চিত্র : ভাগা বোল্ট সেন্টার পাঞ্চ দ্বারা কেন্দ্র নির্ণয়

নির্দিষ্ট মাপের ছিল ৰিট নির্বাচন

  • ভূ-এক্সস্ট্রাকটর হতে আরও কিছুটা ছোট পরিমাপের একটি ড্রিলবিট নির্বাচন করতে হবে ।
  • ড্রিল বিটকে প্ররোগক্ষেত্রে হ্যান্ড ছিল অথবা বেঞ্চ ছিল অথবা প্যাডস্টেবল ড্রিল মেশিনের চাকে বাঁধতে হবে ।

এক্সষ্ট্রাক্টর ব্যবহার করার পদ্ধতি

নিম্নে ভাঙ্গা বোল্ট/ফু/স্টান্ত বেরকরণের পদ্ধতি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হলো

– নির্বাচিত ক্রু-এক্সস্ট্রাকটরের স্কয়ার পার্শ্বট্যাপ রেঞ্চে বাঁধতে হবে।

– ট্যাপ রেঞ্চের দুটি হাতল দুই হাতে ধরতে হবে।

– ট্যাপ রেঞ্চসহ ক্রু-এক্সস্ট্রাকটরকে ভাঙ্গা অংশের ছিদ্রের মধ্যে স্থাপন

– তারপর আরও কিছুটা বেশি চাপে ট্যাপ রেঞ্চ আবর্তন থাকবে এবং ছোট একটি শব্দ করে ভাঙ্গা অংশ স্ক্রু-এক্সস্ট্রাকটরের সঙ্গে ঘুরতে থাকবে ।

– একই পদ্ধতিতে আস্তে আস্তে ঘুরিয়ে ভাঙ্গা অংশ বের করে নিতে হবে।

– যদি স্ক্রু এক্সস্ট্রাকটর দ্বারা ভাঙ্গা অংশ আবর্তিত করা না যায়, সে ক্ষেত্রে অত্যাধিক চাপ প্রয়োগ করলে এক্সস্ট্রাকটরও ভেঙ্গে যেতে পারে ।

– বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙ্গা বোল্টের অংশে কিছুটা তাপ প্রয়োগ করে আবর্তন করলে এটা হয়তো সহজে আবর্তিত হবে ।

ভাঙ্গা বোল্ট/ভ্রু বের করার সময় প্রয়োজনীয় সতর্কতা

– সেন্টর পাঞ্চ দ্বারা যথাসম্ভব ভাঙ্গা বোল্টের কেন্দ্রে গর্ত করতে হবে। ড্রিল যে ভাঙ্গা অংশের সেন্টার বরাবর হয় সে বিষয়ে নিশ্চিত হতে হবে।
– যথার্থ পরিমাপের স্কু-এক্সস্ট্রাকটর নির্বাচন করতে হবে।

– পরিমিত চাপে এক ভাঙ্গা বোল্ট ঘুরতে না চায় সে ক্ষেত্রে প্রয়োজনে ব্লো-ল্যাম্প অথবা গ্যাসের অগ্নিশিখা দ্বারা তাপ প্রয়োগ করতে হবে।

– কাজটি অত্যন্ত ধীরে ও ধৈর্য সহকারে করতে হবে ।

 

 

– মনে রাখতে হবে মাত্রাতিরিক্ত চাপে স্ক্রু-এক্সস্ট্রাকটর ভেঙ্গে আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে ।

– হাত ও হাতলকে তৈলাক্তমুক্ত রাখতে হবে ।

– কার্যান্তে প্রত্যেকটি যন্ত্রপাতিকে তাদের জন্য নির্ধারিত স্থানে রাখতে হবে ।

আরও দেখুন :

 

Leave a Comment