বিভিন্ন যন্ত্রের ধাতুর পরিচয় – আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “তাপ ইঞ্জিন” বিভাগের একটি পাঠ।
বিভিন্ন যন্ত্রের ধাতুর পরিচয়
বিয়ারিং:
মোটরযানের বিভিন্ন স্থানে বিয়ারিং ব্যবহার করা হয়। শ্যাফটকে তার স্বস্থানে সহজ সরলভাবে চলতে দেওয়াই বিয়ারিং এর মূল কাজ।গিয়ার বক্সে, ডিফারেন্সসিয়ালে, চাকায়, ডায়নামোতে, ওয়াটার পাম্পে, হাইপ্রেসার পাম্পে প্রোপেলার শ্যাফট বিয়ারিং ইত্যাদিতে ব্যবহার করা হয়। এছাড়াও ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট এবং কানেকটিং রডে বিশেষ ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়।
বিয়ারিং এর প্রকারভেদ:
(১) বল বিয়ারিং, (২) রোলার বিয়ারিং, (৩) বুশ বিয়ারিং, (৪) ক্রস বিয়ারিং এবং (৫) শেল বিয়ারিং (দুই অংশে বিভক্ত)। বল বিয়ারিং সাধারণত গিয়ার বক্সে, ডায়নামা, অলটারনেটরে ও ওয়াটার পাম্পে ব্যবহার করা হয়। রোলার বিয়ারিং সাধারণত ডিফারেনসিয়াল গাড়ীর চাকায় (সম্মুখে ও পিছনে) ব্যবহার করা হয়।
বুশ বিয়ারিং পিস্টন পিন বা গাজন পিনে, ডায়নামা, শ্যাকেল এবং হ্যাঙ্গারে এবং পানির পাম্পে ব্যবহার করা হয়। ক্রস বিয়ারিং প্রোপেলার শ্যাফট ইউনিভারসেল জয়েন্টের সাথে ব্যবহার করা হয়। শেল বিয়ারিং সাধারণত ইঞ্জিনের মেইন বিয়ারিং, বিগ এণ্ড বিয়ারিং এবং ক্যামশ্যাফটে ব্যবহার করা হয়। উপরোক্ত বিয়ারিংসমূহ বিভিন্ন নম্বরে প্রকাশ করা হয়। যেমন :
- (ক) ই-২০ (E-20)
- (খ) আর. এল. এস – ৮ (R. L. S-8)
- (গ) আর. এল. এস-৭ (R. L. S-7)
- (ঘ) আর. এম. এস – ৮ (R. M. S-8)
- (ঙ) আর. এম. এস – ৭ ( R. M. S-7 )
- (চ) ৬২০২, ৬২০২–Z, ৬২০২–ZZ,
- (ছ) ৬২০৩, ৬২০৪, ৬২০৫,
- (জ)৬২১০ এন. আর (N.R)
- (ঝ) ৩২২১২, ৩২২১৩, ৩২২১৫,
- (ঞ) ৩৪২০/৩৪৯০ ইত্যাদি বিয়ারিংসমূহ মোটরযানে ব্যবহার করা হয়। বিয়ারিং-এর নম্বর বিয়ারিং-এর গায়ে লেখা থাকে। কেনার সময় উক্ত নম্বর মিলিয়ে কিনতে হয়। বিভিন্ন কোম্পানি বিয়ারিং তৈরী করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাল বিয়ারিং তৈরী করে ইংলন্ডের এস. কে. এফ (S. K. F) কোম্পানী। জার্মানীর ফগ কোং (FOG), জাপানের এন. এস. কে (N. S. K), পোল্যান্ডের (FLT) কোম্পানীর বিয়ারিং আমাদের দেশের বাজারে পাওয়া যায়।
আরও দেখুনঃ