আজকে আমাদের আলোচনার বিষয় ফুয়েল গেজ
ফুয়েল গেজ
ফুয়েল গেজের কাজ ও প্রয়োজনীয়তা (Functions & Necessity of Fuel Gauge ) :
ফুয়েল-গেজের প্রধান প্রধান কাজ ও প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হলো :
১. এটা চালককে জ্বালানি সংগ্রহকরণের অগ্রিম নির্দেশ প্রদান করে এবং সে হিসেবে চালক জ্বালানি যথার্থ পরিমাণটি সঠিক সময়ে সংগ্রহ করতে পারেন।
২. ফুয়ের গেজ সর্বদা চালককে গাড়ির ফুয়েল ট্যাংকে জ্বালানির পরিমাণ নির্দেশ করে ।
৩. তাই ফুয়েল-গেজ গাড়িকে হঠাৎ জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়া হতে রক্ষা করে ।
৪. ফুয়েল-গেজ গাড়ির প্রতি কিলোমিটারে জ্বালানি খরচরে একটি হিসেব প্রদান করে থাকে ।
৫. এ হিসেব চালককে প্রয়োজনে গাড়ির লগ বই পূরণ করতে সাহায্য করে ।
৬. ট্যাংকে আপদকালীন সময়ের জন্য কিছু পরিমাণ জ্বালানি সংরক্ষিত থাকে। সুতরাং ফুয়ের গেজ এ সংরক্ষিত জ্বালানিকে সংরক্ষণ করেই মাত্রার পরিমাণ নির্দেশ করে ।
৭. সর্বোপরি এ ফুয়েল-গেজ একটি গাড়িকে জ্বালানি বিহীন অবস্থায় চলনের ঝুঁকি রোধ করে ।
৮. দূরবর্তী যাত্রা আরম্ভকরণের পূর্বে চালক ফুয়েল-গেজের রিডিং দেখে বর্তমান জ্বালানির পরিমাণ যেমন জানতে পারেন। আবার যাত্রা সমাপ্তকরণের নিমিত্তে অবশিষ্ট জ্বালানির হিসেব করে, তা সংগ্রহ করতে পারেন বা ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে পারেন
ফুয়েল গেজের শ্রেণিভেদ (Classification of Fuel Gauge) :
ফুরেল গেজের বিভিন্ন অংশের নাম (Different parts of a Fuel Gauge)
(ক) দৃশ্যমান তরল জাতীর ফুয়েল পেজ প্রথমত আমরা স্টেশনারী ইঞ্জিনের ও গাড়ি ছাড়া অন্যান্য কাজে ব্যবহৃত ইঞ্জিনের ফুয়েল পেজের যন্ত্রাংশের কথা বিবেচনা করলে দেখা যাবে, এতে খাড়া একটি সাপ কাটা গ্যাস টিউব ছাড়া এবং কোনো কোনো ক্ষেত্রে ঐ টিউবে কিছু রঙিন তরল পদার্থ ছাড়া আর কিছুই থাকে না। অনেক ক্ষেত্রে এটা ট্যাংকের গায়ে খাড়া অবস্থায় অবস্থান করে এবং ট্যাংকে ফুয়েলের লেভেল/মাত্রা সরাসরি দৃশ্যমান থাকে বা দেখা যায় ।
(খ) বৈদ্যুতিক ফুয়েল -গেজ গাড়ির ফুয়েল ট্যাংক ও ড্যাশ বোর্ডের অবস্থান দূরবর্তী হওয়াতে এবং চালক কোনো অবস্থাতে দৃশ্যমান টিউব পেজের মাধ্যমে জ্বালানির মাত্রা দেখার সুযোগ না থাকতে, এতে বৈদ্যুতিক ফুয়েল -গেজ ব্যবহৃত হয়ে থাকে। প্রত্যেকটি বৈদ্যুতিক ফুয়েল পেজে দুটি ইউনিট থাকে, একটি ট্যাংক ইউনিট এবং অপরটি ড্যাশবোর্ড ইউনিটে ।
ফুয়েল গেজের দোষ-ত্রুটি ও প্রতিকার (Troubles and Remedies of Fuel Gauge )
প্রশ্নমালা-২৫
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। চালককে ফুয়েল ট্যাংকের জ্বালানি পরিমাণ নির্দেশ করে কে?
২। বৈদ্যুতিক ফুয়েল-গেজে কী কী ইউনিট থাকে?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ইঞ্জিনের ফুয়েল-গেজের কাজ বা প্রয়োজনীয়তা উল্লেখ কর ।
২। ফুয়েল-গেজের প্রকারভেদ উল্লেখ কর।
৩। ব্যালেন্সিং ফুয়েল-গেজের অংশসমূহ লেখ।
৪ । বাইমেটাল টাইপ ফুয়েল-গেজের অংশসমূহ লেখ।
রচনামূলক প্রশ্ন
১। ফুয়েল গেজ কখনও কখনও পাঠ দেখায় আবার কখনও দেখায় না এর কারণ ও প্রতিকার লেখ ।
২। ফুয়েল গেজে সঠিক পাঠ দেখায় না এর কারণ ও প্রতিকার লেখ ।
আরও দেখুন :