Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

ফাইলিং করার জন্য ভাইস এর ব্যবহার

ফাইলিং করার জন্য ভাইস এর ব্যবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ পাঠ।

ফাইলিং করার জন্য ভাইস এর ব্যবহার

 

ভাইস (vice)

কোন বস্তুকে শক্ত করে ধরে কাটা, বাঁকা করা, ছিদ্র করা, মসৃণ করা এবং ফাইলিং করার জন্য ভাইস ব্যবহার করা হয়। কাজের প্রকৃতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ভাইস ব্যবহৃত হয়। যেমন :

(ক) বেঞ্চ ভাইস (Bench vice)

(খ) মেশিন ভাইস (Machine vice)

(গ) হ্যান্ড ভাইস (Hand vice)

(ঘ) পিন ভাইস (Pin vice)

(ঙ) টুল মেকার্স ভাইস (Tool maker’s vice)।

বেঞ্চ ভাইসকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। ইহা সাধারণত কাস্ট আয়রণ দ্বারা * তৈরী করা হয়। উন্নতমানের ভাইস প্রধানত কাস্ট স্টীল দ্বারা প্রস্তুত করা হয়।

 

 

ফিটার্স বেঞ্চ ভাইস (Fitter’s bench vice) : 

এই ভাইস ফিটিং অংশে (section) ব্যবহার করা হয়। ইহা দ্বারা সাধারণত সব কাজই করা যায়। ১.৪৫ চিত্রে এই ভাইসের গঠনপ্রণালী ও যন্ত্রাংশ দেখানো হলো। বডি (A), স্লাইড (B), ‘জ’ (C), হাতল (D), স্পিগুল (E), বক্স নাট (F) এবং নব (G) এর সমন্বয়ে ফিটার্স বেঞ্চ ভাইস গঠিত।

 

 

কারপেন্টার্স বেঞ্চ ভাইস (Carpenter’s bench vice) :

কাঠের কাজের বিভিন্ন সুবিধার জন্য এই জাতীয় ভাইস ব্যবহার করা হয়। এই বেঞ্চ ভাইস এর ‘জ’‘দাঁতবিহীন ও প্রশস্ত।

 

 

লেগ ভাইস (Leg vice) : 

এই জাতীয় ভাইস কামারশালায় ব্যবহৃত হয়ে থাকে। এই ভাইস ‘ব্লাক স্মিথ’ এবং ‘স্ট্যাপল ভাইস’ নামেও পরিচিত (Black smith and staple vice)। এই ভাইসের দীর্ঘ পুচ্ছের মত অংশটিকে পা (leg) বলে। এই অংশটি মাটিতে বসানো কাঠের গুঁড়ির উপর দৃঢ়ভাবে বসানো হয় যাতে ভাইসটির ‘জ’ সমূহ সমান্তরাল থাকে। এই ভাইসের উভয় ‘জ’ সমান্তরাল না থাকলে তা কোন বস্তুকে সমভাবে ও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারে না। ১.৪৮ চিত্রে ‘জ’ আঁকড়ে ধরার অবস্থা দেখানো হলো।

 

পাইপ ভাইস (Pipe vice) :

 পাইপ, রড, শ্যাফট ইত্যাদি দৃঢ়ভাবে আটকে ধরে কাজ করার জন্য এই ভাইস ব্যবহার করা হয়। এই ভাইসের ‘জ’ বিভিন্ন মাপের হয় যেন তা বিভিন্ন ব্যাসের পাইপ, রড ও শ্যাফট আঁকড়ে ধরতে পারে।

 

মেশিন ভাইস (Machine vice) : 

ধাতুর জিনিসপত্র ছিদ্র করা, কাটা, ঘর্ষণ করা এবং ধারালো করার জন্য এই জাতীয় ভাইস ব্যবহার করা হয়। এর আকার ও আকৃতি চিত্রে দেখানো হলো (চিত্র ১.৫০ চিত্র দ্রষ্টব্য)।

 

 

হ্যান্ড ভাইস (Hand vice) : 

এই ভাইস দ্বারা ছোট ছোট জিনিস যেমন চাবি, পিন, নাট, বোল্ট কটারপিন ইত্যাদি আঁকড়ে ধরে রাখা খুবই সুবিধাজনক। এই ভাইস হাতে রেখে কাজ করা যায়। ১.৫১ চিত্রে তিন প্রকার হ্যান্ড ভাইসের নমুনা দেখানো হলো।

 

 

 

 

 

 

টুল মেকার্স ভাইস (Tool maker’s vice) : 

এই জাতীয় ভাইস টুল মেকার্স ক্ল্যাম্প বা ‘প্যারালাল ক্ল্যাম্প” নামে বেশী পরিচিত। ১.৫২ চিত্রের সাহায্যে এই জাতীয় ভাইস-এর দুটি নমুনা দেখানো হলো। এই জাতীয় ভাইসের ‘জ’ গুলি সমান্তরাল বিধায় কোন বস্তুকে সঙ্কুচিত করতে এবং দৃঢ়ভাবে ধারণ করতে এটি খুবই সহায়ক। মুখের সন্নিকটে অবস্থিত ক্রু দ্বারা কোন বস্তুকে সঙ্কুচিত এবং পিছনের দিকের স্ক্রু দ্বারা প্রসারিত করা হয়।

কিছু কিছু ভাইস আছে যেগুলি একই স্ক্রু দ্বারা সঙ্কুচিত এবং প্রসারিত করা হয়। ১.৫৩ চিত্রের সাহায্যে সঠিকভাবে ধারণ করা এবং ভুলভাবে ধারণ করার পদ্ধতি দেখানো হলো।

 

আরও দেখুনঃ

Exit mobile version