পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

আজকে আমাদের আলোচনার বিষয় পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

পিস্টন রিং খোলা ও লাগানোর কৌশল জানতে পারবে

পিস্টন রিং অপসারণ কর ‘পিস্টন রিংসমূহ শনাক্ত কর

– সাধারণত পিস্টনের উপরের দুটি খাঁজে কম্প্রেশন রিং ও নিচের খাঁজে অয়েল রিং থাকে । সুতরাং রিসমূহ শনাক্ত কর।

-অয়েল রিংকে ফ্লেপার রিংও বলা হয়ে থাকে। এটি এক খণ্ড বিশিষ্ট অথবা এক্সপান্ডারসহ তিন খণ্ড বিশিষ্টও হতে পারে।

-খাঁজে রিংসমূহকে হাতে ঘুরিয়ে তাদের মুক্ত চলন নিরীক্ষণ কর ।

 

পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

 

‘টুলস্ নির্বাচন কর

-ফিলার গেজ সংগ্রহ কর ।

-পিস্টন রিং এক্সপান্ডার সংগ্রহ কর ।

-মেকানিকস্ টুলস্ বক্স কাছে রাখ ।

সতর্কতার সাথে পিস্টন রিং অপসারণ কর

-পিস্টন রিং এক্সপান্ডারকে হাতের মুঠোর মধ্যে ধর।

-পিস্টন রিং এক্সপান্ডার দুই প্রাপ্ত প্রথম কম্প্রেশন রিং এর দুইপ্রান্তের সঙ্গে লাগাও ।

-তারপর এক্সপান্ডারে চাপ প্রয়োগ কর ।

-রিং কিছুটা সম্প্রসারিত হলে তাকে পিস্টন হতে

 

পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

 

‘উত্তোলনপূর্বক অপসারণ কর

-তারপর একই প্রক্রিয়ায় দ্বিতীয় কম্প্রশন রিংটিও অপসারণ কর।

-তারপর অয়েল ক্রেপার রিংটিও অপসারণ কর । যদি তিন খণ্ডের রিং হয় তা হলে আঙুল দ্বারা সম্প্রসারণ করে খণ্ডে খণ্ডে অপসারণ কর।

-পিস্টন রিংকে খাঁজের বাইরে থেকে খাঁজের ভেতর স্থাপন করে সাইড ক্লিয়ারেন্স একটি ফিলার গেজের সাহায্যে পরিমাপ কর যদি বিনির্দেশিত ‘মাত্রার বেশি হয় অথবা ০.০০৬/০.১৫মি.মি এর বেশি হয় তা হলে পিস্টন রিং পরিবর্তন কর ।

-আবার পিস্টনের কম্প্রেশন রিংকে একটি পিস্টনের হেড দ্বারা ধাক্কা দিয়ে টিডিসি-এর নিচে রাখ । ফিলার গেজ দিয়ে গ্যাপ মাপ । বিনির্দেশিত মাত্রার বেশি গ্যাপ হলে অথবা প্রতি ইঞ্চি ব্যাসের জন্য ০.০১ ইঞ্চি গ্যাপ বা প্রতি ২.৫৬ সে.মি. ব্যাসের জন্য ০.০২৫৬ মি. মিটার এর বেশি গ্যাপ হলে পিস্টন রিং ও পিস্টন পরিবর্তন কর । নতুন পিস্টন রিং-এর ক্ষেত্রে এ গ্যাপ উল্লেখিত পরিমাপের কম হলে সূক্ষ্মতার সাথে ফাইলিং করে রিং ব্যবহার করা সম্ভব ।

পিস্টন রিং-এর কার্যকারিতা পরীক্ষাকরণ

-পিস্টন রিং পিস্টন গ্রুভে পুনঃস্থাপন করণের রিং এর কোন পাশ উপরে থাকবে তা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ।

-Top/ডেস (-) এর ন্যায় মার্ক উপরের দিকে রেখে পিস্টন রিং পুনঃস্থাপন কর ।

 

 

-যদি রিং-এর পাশে খাজ কাটা থাকে তা হলে উপরের কম্প্রেশন রিং-এর খাঁজ, সিলিন্ডার ওয়াল হতে বাইরের ও উপরের দিকে রেখে ও নিচের কম্প্রেশন রিং-এর খাঁজ সিলিন্ডার ওয়ালের পাশে, নিচের দিকে করে রিং পুনঃস্থাপন কর ।

-পিস্টন রিং সম্প্রসারণপূর্বক তাদের স্ব-স্ব খাজে পুনঃস্থাপনের জন্য এক্ষেত্রেও পিস্টন রিং এক্সপান্ডার নাও ।

নির্ধারিত গ্রুপে পিস্টন রিং পুনঃস্থাপন কর

-তিন/চার খণ্ডে বিভক্ত অয়েল রিংকে দুই হাতের আঙুলের সাহায্যে সম্প্রসারিত কর এবং রিং স্প্রিংকে মধ্যখানে রেখে এদেরকে অয়েল রিং গ্রুতে বসাও।

-পিস্টন রিং সম্প্রসারণপূর্বক তাদের স্ব-স্ব খাজে পুনঃস্থাপনের জন্য এক্ষেত্রেও পিস্টন রিং এক্সপান্ডার নাও ।

-তারপর নিচের কম্প্রেশন রিং এর উপরের দিক শনাক্ত করে সে ভাবে রিং এক্সপান্ডারে লাগাও এবং রিং পরিমিত সম্প্রসারণ করে কম্প্রেশন রিং এর দ্বিতীয়/নিচের খাঁজে বসাও।

-তারপর দ্বিতীয়/উপরের কম্প্রশন রিং এর উপরের পাশ শনাক্ত করে তা উপরের দিকে রেখে রিং এক্সপান্ডারের সঙ্গে যুক্ত কর।

 

পিস্টন রিং সংযোজন করার দক্ষতা অর্জন

 

-রিং এক্সপাভারকে পরিমিত পরিমাণে সম্প্রসারণ পূর্বক পিস্টনের উপরের রিং-এর খাঁজে রিংটি স্থাপন কর ।

-রিংসমূহ পরানো হলে একটি গ্যাপ হতে অন্যটির গ্যাপ কমপক্ষে ৯০° দূরে রেখে পিস্টনে রিংসমূহের অবস্থান ঠিক করে নাও ।

-একই প্রক্রিয়া অনুসরণপূর্বক প্রত্যেকটি পিস্টনে পিস্টন রিং পুনঃস্থাপন করা সম্পন্ন কর ।

 

 

আরও দেখুন :

 

Leave a Comment