Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি

বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি

আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি। মানব সভ্যতার উন্নয়নের পথে ধাতুর ব্যবহার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। আধুনিক শিল্প, প্রযুক্তি ও যন্ত্রপাতি নির্মাণে বিভিন্ন ধরণের ধাতু ব্যবহৃত হয় যেগুলোর নিজস্ব বৈশিষ্ট্য, স্থায়িত্ব, ও কার্যক্ষমতা রয়েছে। যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত ধাতুগুলোর গঠন, ধর্ম ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা থাকা যন্ত্র প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য অপরিহার্য। এই প্রবন্ধে আমরা বিভিন্ন ধরণের ধাতুর পরিচিতি, তাদের বৈশিষ্ট্য ও যন্ত্রাংশে ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব নিয়ে আলোচনা করব, যা যন্ত্র নির্মাণ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি

ধাতু (Metals) :

ধাতু হলো এক ধরনের কঠিন পদার্থ যাকে প্লেট (Plate), বার (Bar) বা শীট (Sheet) আকৃতি প্রদান করা যায় এবং আঘাতে ঝনঝন্ শব্দ সৃষ্টি করে বাজে তাকে ধাতু (Metal) বলে। ধাতুর উৎপত্তিস্থল খনি, ভূপৃষ্ঠ অথবা ভূগর্ভ যেখানে ধাতুসমূহ আকরিক হিসাবে মাটির সাথে মিশে থাকে । বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় আকরিক থেকে মূল ধাতু পাওয়া যায় ।

এমএস, এসএস, সিএস, সিআই, ডাব্লিউআই ইত্যাদির পরিচিতি মাইন্ড স্টীল (Mild Steel) বা এমএস :

এটা খুব নরম স্টীল, ভাংলে এর ভিতর অংশ আঁশযুক্ত ও বর্ণ উজ্জ্বল ও সাদা রকমের দেখতে হয় । শতকরা প্রায় ০.০৫ ভাগ হতে ০.২৫ ভাগ পর্যন্ত কার্বন মিশ্রিত থাকে । একে ফোর্জিং ও ওয়েল্ডিং করা যায় বটে কিন্তু হার্ডেনিং ও টেম্পারিং করা যায় না। বিভিন্ন নির্মাণ কাজে (Structural), নাট (Nut), বোল্ট (Bolt), শীট (Sheet), রিভেট (Rivet), রড (Rod) ইত্যাদি তৈরি করতে এটা ব্যবহৃত হয় ।

স্টেইনলেস স্টীল (Stainless Steel) বা এসএস : কার্বন স্টীলের সহিত ৪% হতে ২২% ক্রোমিয়াম এবং অল্প পরিমাণ নিকেল মিশ্রণে যে স্টীল পাওয়া যায় তাকে স্টেনলেস স্টীল (Stainless Steel) বলে। এই স্টীলের ক্ষয়রোধ শক্তি এবং মরিচা প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে দীর্ঘদিন ব্যবহারের পরেও এতে মরিচা কিংবা ক্ষয় হওয়ার কোনো চিহ্ন দেখা যায় না। এজন্য এর ব্যবহারও খুব বেশি ।

গৃহস্থালির বাসনপত্র, চামুচ, ছুরি, ঘড়ির কেস, ডাক্তারি সরঞ্জাম, রাসায়নিক সরঞ্জাম ইত্যাদি এই স্টীল দ্বারা তৈরি হয় ।কার্বন স্টীল (Carbon Steel) বা সিএস : লো-কার্বন স্টীল (Low Carbon Steel) এটি খুব নরম স্টীল এবং কার্বনের হার প্রায় ০.০৫ ভাগ হতে ০.২৫ ভাগ পর্যন্ত মিশ্রিত অবস্থায় থাকে।

মিডিয়াম কার্বন স্টীল (Medium Carbon Steel) এটি মাইন্ড স্টীল অপেক্ষা শক্ত হয় এবং কার্বনের হার শতকরা ০.২৫ ভাগ হতে ০.৭০ ভাগ পর্যন্ত মিশ্রিত অবস্থায় থাকে। কার্বন স্টীল (High Carbon Steel) এটা অন্য দুই প্রকার স্টীল অপেক্ষা শক্ত ধাতু । কার্বনের পরিমাণ ০.৭ ভাগ হতে ১.৫ ভাগ পর্যন্ত মিশ্রিত অবস্থায় থাকে ।

কাস্ট আয়রন (Cast Iron) বা সিআই : কাস্ট আয়রনকে বাংলার বলে চীনা লোহা বা ঢালাই লোহা । পিগ আয়রনের সাথে কয়লা ও চুনাপাথরকে কিউপলা (Cupola) ফারনেসে গলিয়ে কাস্ট আয়রন তৈরি করা হয় এবং অপদ্রব্যগুলোকে ধাতুমল (Slag) হিসাবে ফারনেস থেকে বের বের নেওয়া হয়।

 

বিভিন্ন প্রকার যন্ত্রাংশের ধাতুর পরিচিতি

কাস্ট আয়রনের মধ্যে সাধারণত শতকরা ২ ভাগ থেকে ৪.৫ ভাগ কার্বন মুক্ত ও যুক্ত অবস্থায় থাকে । কাস্ট আয়রন প্রধানত তিন প্রকার। যথা-

১। গ্রে কাস্ট আয়রন (Grey Cast Iron)

২। হোয়াইট কাস্ট আয়রন (White Cast Iron),

৩। ম্যালিয়েবল কাস্ট আয়রন (Malleable Cast Iron)।

 

রট আয়রন (Wrought Iron) বা ডাব্লিউআই :

প্রচলিত বিভিন্ন প্রকার লৌহের মধ্যে রট আয়রন সর্বাপেক্ষ বিশুদ্ধ এবং নরম। এটা সর্বাধিক ০.১৫% কার্বন থাকে। পাডলিং বা রিভারবারেটরি (যাহা প্রতিফলিত করে) ফারনেসে পিগ আয়রন থেকে কার্বন ও অন্যান্য অপ্রয়োজনীয় উপাদান অপসারিত করে রট আয়রন উৎপন্ন করা হয় । চলতি কথায় এটাকে ‘পেটা লোহা” বা “বাংলায় লোহা’ বলে।

বিভিন্ন প্রকার কাটিং টুলস তৈরির ধাতু :

 

 ইঞ্জিনের বিভিন্ন ধাতুর তৈরি যন্ত্রাংশ:

 

 

প্রশ্নমালা-১১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১। ধাতু কাকে বলে?

২। এমএস ধাতু বলতে কী বোঝায়?

৩। সিএস ধাতু কি?

৪। লেদ মেশিনের কাটিং টুল কী ধাতু দিয়ে তৈরি হয়?

৫। ক্র্যাংক শ্যাফট কী ধাতু দিয়ে তৈরি হয়?

 

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। ধাতু বলতে কী বোঝায়?

২। ধাতু কত প্রকার ও কী কী?

৩। অ্যালুমিনিয়াম ধাতুর ব্যবহার লেখ।

৪। স্টেইনলেস স্টীলের ব্যবহার লেখ।

৫। কাটিং টুলস্ কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়?

 

রচনামূলক প্রশ্ন:

১। বিভিন্ন প্রকার ধাতুর নাম লেখ।

২। এম এস, এসএস, সিএস ধাতু সম্পর্কে যা জান লেখ।

৩। সিআই, ডাব্লিউআই ধাতুর ব্যবহার লেখ।

৪। ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ কোন কোন ধাতু দিয়ে তৈরি হয় তা ব্যক্ত কর।

৫। বিভিন্ন প্রকার কাটিং টুলস্ কোন কোন ধাতু দিয়ে তৈরি হয় তা ব্যক্ত কর ।

 

Exit mobile version