Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

ট্যাপ দ্বারা ভিতরে প্যাচ কর্তন

ট্যাপ দ্বারা ভিতরে প্যাচ কর্তন

আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাপ দ্বারা ভিতরে প্যাচ কর্তন

ট্যাপ দ্বারা ভিতরে প্যাচ কর্তন

বিভিন্ন স্ট্যান্ডার্ডের হস্তচালিত ট্যাপ

সাধারণত প্যাচের যে সকল স্ট্যান্ডার্ডসমূহ রয়েছে, প্রত্যেকটি স্ট্যান্ডার্ড পরিমাপের ভাই ও ট্যাপ রয়েছে। আজ কাল ইঞ্চির পরিমাপসমুহ বর্জিত হতে চলছে, সে প্রেক্ষাপটে মিলি মিটার পরিমাপের স্ট্যান্ডার্ডসমূহই বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। এ স্ট্যান্ডার্ডসমূহতে রয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ড ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যেমন- এএনসি, এএনএফ এবং ইউএনসি ও ইউএনএফ পরিমাপের ট্যাগই বেশি ব্যবহৃত হয়ে থাকে।

চালিত ট্যাপের সাইজ

উল্লেখিত স্ট্যান্ডার্ডের প্রত্যেকটি পরিমাপের আবার নিম্নে প্রদত্ত তিন সাইজের ট্যাপ রয়েছে। যেমন:-

ক. ট্যাপার ট্যাপ ট্যাপ সাইজ ড্রিলকরণের পর প্রথমত এ ট্যাপার ট্যাপকে আগে ব্যবহার করতে হয়। এর সাহায্যে প্রাথমিক পর্যায়ের প্যাঁচি কর্তন করা হয় বিধায় একে ফাস্ট কাট ট্যাপও বলা যেতে পারে ।

খ. প্লাগ-ট্যাপ ট্যাপার ট্যাপের সাহায্যে প্যাচ কর্তনের পর প্যাচের ব্যাসের পরিমাপ ও পিচের পরিমাণ কিছুটা বর্ধিত করে প্যাঁচকে সুন্দর যথার্থকরণের লক্ষ্যে প্লাগ ট্যাপ পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে একে সেকেন্ড কাট বা ফাইনাল কাট ট্যাপও বলা চলে।

গ. বটমিং-ট্যাপ কোন বন্ধ ছিদ্র অর্থাৎ যে ছিদ্র ধাতুর এক প্রাপ্ত হতে অন্য প্রাপ্ত দিয়ে বের হয় না, এরূপ ছিদ্রের মধ্যে প্রথমত ট্যাপ-সাইজ ড্রিল করে তারপর বটমিং-ট্যাপ পরিচালনা করে প্যাঁচ কর্তন করতে হয়।

ট্যাপ রেঞ্জের বর্ণনা

ট্যাপকে যে রেঞ্জে আটকিয়ে ট্যাপ পরিচালনা করে খান গর্তে প্যাঁচ কর্তন করা হয়, তাকে ট্যাগ রেঞ্জ বলা হয়। ট্যাগ রেঞ্জ মুখ্যত নিম্নের তিন প্রকারের হয়ে থাকে । যেমন:-

ক. টি-টাইপ ট্যাপ রেঞ্জ এর সম্মুখপ্রাপ্ত দেখতে স্লিল চাকের ন্যায়। এতে দুটি হাতল রয়েছে যা ধরে ট্যাপ পরিচালনা করা হয়। এতে ঢাক ও “” রয়েছে। যাতে ট্যাপ ব্রেঞ্জের স্কারার অংশকে আটকানো হয় ।

 

চিত্র : টি-টাইপ ট্যাপ রেঞ্চ

খ. বার টাইপ ট্যান্স রেঞ্জ এর ব্যবহার সর্বাধিক। এর ফ্রেম রয়েছে এবং দুটি হাতলও রয়েছে একটি হাতলের সঙ্গে স্থির “জ” রয়েছে। অপর হাতলটির সঙ্গে চলন্ত “জ” রয়েছে। নিয়ন্ত্রিত হাতলটি ঘুরিয়ে “জ” এর মধ্যবর্তী স্থান বড় ছোট করে ট্যাপের স্কয়ারের অংশ এতে সংযুক্ত অনড় করা হয় ।

গ. সলিড টাইপ ট্যাপ রেঞ্জ এর ফ্রেম, চতুষ্কোণ ছিদ্র ও দুটি হাতল থাকে। চতুষ্কোণ ছিদ্রে ট্যাপের ক্ষারার প্রান্ত যুক্ত ও অনয় করে ছিদ্রের মধ্যে ট্যাপ পরিচালনা করতে হয়। এতে দুটি “জ” ই চলমান থাকে এবং হাতল ঘুরিয়ে এগুলোকে ছোট-বড় করে নিয়ন্ত্রণ করা যায় ।

ট্যাপ দ্বারা ভিতরের প্যাঁচ কর্তন প্রপাি

ট্যাপ দ্বারা ধাতব পদার্থের ভিতরে প্যাঁচ কর্তন প্রণালি ধারাবাহিকতাকে নিম্নে বর্ণনা করা হলো:

 

চিত্রঃ ট্যাপ দ্বারা ভেতরে প্যাচ কর্তনপ্রশালি

ট্যাপ যারা ধাতব পদার্থের ভিতরে প্যাঁচ কর্তনকালে পালনীয় সতর্কতা

 

 

প্রশ্নমালা-২

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ট্যাপিং কাকে বলে?

২. হস্তচালিত ট্যাপের সাইজ কত প্রকার?

৩. কি কি টাইপের ট্যাপ বেশি ব্যবহৃত হয়?

৪. ট্যাপ রেঞ্চ বলতে কী বোঝায় ?

৫. বটমিং ট্যাপ কোথায় ব্যবহৃত হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ট্যাপার ট্যাপকে কেন ফাস্ট কাট ট্যাপ বলা হয়

২. প্রাগ ট্যাপকে ফাইনাল ট্যাপ বলা হয় কেন ?

৩. বিভিন্ন স্ট্যান্ডার্ডের হস্তচালিত ট্যাপসমূহ কি কি?

৪. হস্তচালিত ট্যাপের সাইজসমূহ কি কি ?

৫. ট্যাপ রেঞ্চ কত প্রকার ও কি কি ?

রচনামূলক প্রশ্ন

১. ট্যাপ দ্বারা ধাতব পদার্থের ভিতরের প্যাচ কর্তন প্রণালি বর্ণনা কর ।

২. হস্তচালিত ট্যাপের সাইজসমূহ বিবৃত কর ।

৩. ট্যাপ দ্বারা ধাতব পদার্থের ভেতরের প্যাচ কর্তনকালে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়?

 

আরও দেখুন :

 

Exit mobile version