টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয়-টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি। একই রকম ব্যাসের দু’টি পাইপকে অস্থায়ীভাবে ফ্লায়ারিং নাটের মাধ্যমে ঘোড়া দেয়ার জন্য পাইপের মাথা যে পদ্ধতিতে ফুলের মত ছড়ানো হয় তাকে ফ্লায়ারিং বলে।

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি Tube Flairing Process

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি

 

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি (Tube Flairing Process) :

টিউব ফায়ারিং হচ্ছে এক প্রকার প্রক্রিয়া, যার মাধ্যম টিউবের প্রান্তদ্বয়কে মেইল ফিমেইল এন্ডের ন্যায় ফরমিং করে, নাট ও প্লাগের মাধ্যমে সংযোগ দিলে এক প্রাপ্ত অন্য প্রাপ্তের ভেতর দৃঢ়ভাবে অবস্থান করে সংযোগকে মজবুত ও লিকপ্রুফ রাখে।

বিশেষ ধরনের ফ্ল্যায়ারিং টুলস সেট ব্যবহার করে কপার, ব্রাস ও স্টিল টিউবের সংযোগ উপযোগী প্রান্তদ্বয়কে হস্তচালিত ফ্রায়ারিং টুলস দ্বারা বিভিন্ন প্রকার সংযোগ উপযোগী মেল ও ফিমেল এন্ড তৈরিকরণের প্রক্রিয়াকে টিউব ফ্ল্যায়ারিং বলে।

টিউব ফ্ল্যায়ার সংযোগ সাধারণত চার প্রকার; যা ফায়ারিং অ্যাডাপ্টার ব্যবহার করে হস্ত দ্বারা তৈরি করা সম্ভব। ফ্ল্যায়ারিং সংযোগসমূহ হলো:

ক. সিঙ্গেল ফায়ারিং (Single Flairing)

খ. ভবন ফ্ল্যায়ারিং (Double Flairing)

গ. ফ্রান্স ফায়ারিং (Flange Flairing

ঘ. নিপল ফ্ল্যায়ারিং (Nipple Flairing)

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি

 

টিউব ফ্লায়ারিং ইক্যুইপমেন্ট:

টিউব ফ্ল্যায়ারিং করার জন্য নিম্নরূপ ইক্যুইপমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। যেমন-

১. টেবিল ডাইস (Table Vice )

২. ফ্ল্যায়ারিং ডাইস (Flairing Dice )

৩. বিভিন্ন পরিমাপের ফ্রায়ারিং অ্যাডাপ্টার।

৪. টিউৰ ক্ল্যাম্পিং ডিভাইজ

৫. টিউব

৬. টিউব কাটার

৭. টিউব এন্ড রিমার

৮. স্পেকল

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি বর্ণনা (Description of Tube Flairing Process) :

নিচে টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতির বর্ণনা ধারাবাহিকভাবে প্রদান করা হলো

১. প্রথমে একটি টিউব নিয়ে তা টিউব কাটারের সাহায্যে পরিমাপ মতো কাটতে হবে।

২. টিউবের যে প্রাপ্তসমূহকে ফ্লায়ারিং করবে সেগুলোকে রিমার বা রিমর ব্লেডের সাহায্যে রিমিং করে নিতে হবে।

৩. ফায়ারিং টুলসকে একটি ওয়ার্কিং ডাইসে আটকাতে হবে।

৪. টিউবের মাথাকে এর ব্যাসার্থের পরিমাপে উপরে রেখে একে টিউব ফ্ল্যায়ারিং সেটের অ্যানডেলে স্থাপন করতে হবে।

৫. যে সংযোগের জন্য ফ্ল্যারারিং করবে, সে সংযোগ মোতাবেক মেইল/ফিমেইল প্রান্তের অ্যাডস্টার নির্বাচন করতেহবে।

৬. টিউবের প্রান্তে অ্যাডাপ্টার স্থাপন করতে হবে এবং অ্যানডেইল তার নির্ধারিত স্থানে রাখতে হবে।

৭. এবার ফায়ারিং সেটের উপরের হাতলকে ঘড়ির কাঁটার দিকে ধীরে ধীরে পাঁচ ঘুরিয়ে চাপ দিতে থাকবে।

৮. এ চাপে টিউবের প্রাপ্ত অ্যানভেলের মধ্য থেকে অ্যাডপ্টারের ন্যায় আকৃতি ধারণ করবে।

৯. প্যাচ ঘুরানো সম্পন্ন হলে তা আবার বিপরীত দিকে ঘুরিয়ে ঢিলা দিতে হবে।

১০. এবার টিউব এন্ড ফরমিং লক্ষ্য কর এবং একই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংখ্যক এন্ড ফরমিং সম্পন্ন করতে পারবে।

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি

 

মেল ও কিমেল অ্যান্ড ফ্ল্যাঙ্কারিংয়ের মধ্যে পার্থক্য (Difference between Mail and Femail [end] Flairing)

টিউব ফ্ল্যায়ারিং সংযোগসমূহের চারটি ভিন্নতা থাকলেও প্রত্যেক সংযোগের জন্য টিউবের প্রান্তদ্বয়কে একটি মেইল ও অপর ফিমেল ফরমে ফায়ারিং করতে হয়। এতে সংযোগ দৃঢ় ও লিক প্রুফ হয়ে থাকে। টিউবের এক প্রান্তে প্যাচ কাটা ও অপর প্রান্তের মধ্যে প্যাঁচ কাটা ইউনিয়নথাকে, যারা পরস্পরের সঙ্গে প্যাচের মাধ্যমে যুক্ত হয়ে ফ্ল্যায়ারিং করা টিউবের প্রান্তদ্বয়কে সংযোগ করতে সাহায্য করে।

ক. মেল এন্ড এটি প্রাপ্ত অর্ধবৃত্তাকার আকৃতি ধারণ করে বাইরের দিকে, বাসের দিক দিয়ে কিছুটা বাড়িয়ে যায়। ফায়ারিং টুলসের ও ফরমিং অ্যাডপ্টারের চাপে ও আকৃতি ধারণ করে। সংযোগকালে এটি একদিকে যেমন নাট/ইউনিয়নকে আটকে রাখে আবার অপর দিকে এর বিপরীত আকৃতিতে তৈরি করা ফিমেল এন্ডের ভিতর এটি প্রবেশ করিয়ে একে দৃঢ় ও লিক প্রুফ করা হয়। সুতরাং এন্ড ফরমিংয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটি এর এক প্রাপ্ত যেন মেইল ফরমিং প্রাপ্ত হয় ।

খ. ফিমেইল এন্ড এর এক প্রান্ত চিত্রের ন্যায় অর্ধবৃত্তাকার হয়ে প্রসারিত হয়ে বাইরের দিকে না এসে ভিতরের দিকে ফরমিং করে থাকে। মেইল এন্ড যেন ফিমেইল এন্ডের ভিতর প্রবেশ করে খাঁজে খাঁজে মিলে যেতে পারে সে ভাবেই ফরমিং হয়ে থাকে। সংযোগস্থলের একটি প্রান্ত অবশ্যই ফিমেইল এক হয়ে থাকে।

টিউব ফ্ল্যায়ারিংকালে পালনীয় সতর্কতাসমূহ :

১. টিউবকে পরিমাপ মোতাবেক টিউব কাটার দিয়ে কেটে নেওয়া উচিত ।

২. রিমিং টুলস্ থাকলে দুই প্রান্তকে কিছুটা পরিষ্কার ও রিমিং করে পাতলা করে নেওয়া উচিত।

৩. পরিমাপ মোতাবেক অ্যাডাপ্টর নির্বাচন করে নেওয়া উচিত।

৪. অ্যানভিল হতে টিউব যেন চাপের সময় নেমে না যায়, সে দিক সম্পর্কে নিশ্চিত থাকতে হবে ।

৫. অ্যাডপ্টার যথার্থ স্থানে স্থাপন করতে হবে ।

৬. মেইল এডের জন্য মেইল অ্যাডাপ্টার ও ফিমেইল এডের জন্য ফিমেল অ্যাডস্টার নির্বাচন করতে হবে।

৭. টিউর সিঙ্গেল ফ্ল্যায়ারিং-এর জন্য টিউবের ব্যাসের অর্ধেক এবং ডবল ফ্ল্যায়ারিং-এর জন্য ব্যাসের সমপরিমাপের টিউব আনভিলের উপর রেখে অ্যানভিল আকাড হবে।

৮. ধীরে ধীরে পাঁচ ঘুরিয়ে পর্যাপ্ত চাপ প্রয়োগ করতে হবে।

৯. হাতল হাত ও টিউব ফায়ারিং এন্ড সর্বদা তৈলাক্ত মুক্ত রাখতে হবে ।

১০. ফায়ারিং কার্য শেষে ফায়ারিং টুলস্ যথার্থ স্থানে পরিষ্কার করে সংরক্ষণ করতে হবে।

১১. মেইল ও ফিমেইল এন্ড তৈরি হলে একটির ভিতর অন্যটি প্রবেশ করিয়ে নিরীক্ষণ করতে হবে এবং দেখতে হবে ভাঁজে ভাঁজে দুটি প্রান্তে পরস্পরের সাথে যুক্ত হয় কিনা।

 

টিউব ফ্ল্যায়ারিং পদ্ধতি

 

প্রশ্নমালা- ২৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. টিউব ফ্ল্যায়ারিং কাকে বলে?

২. টিউব ফ্ল্যায়ারিং কত ডিগ্রিতে হয় ?

৩. টিউব ফ্ল্যায়ারিং কতটি সেলে হয়?

৪. টিউব ফ্ল্যায়ারিং সাধারণত কত প্রকার ও কী কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. টিউব ফ্ল্যায়ারিং সরঞ্জামাদির নাম লেখ।

২. টিউব ফ্ল্যায়ারিং-এর প্রয়োজনীয়তা লেখ।

৩. মেল ও ফিমেল ফ্ল্যায়ারিং এন্ডের পার্থক্য লেখ।

রচনামূলক প্রশ্ন :

১. টিউব ফ্ল্যায়ারিং করার প্রণালি উল্লেখ কর।

২. টিউব ফ্ল্যায়ারিং কালের সতর্কতাসমূহ উল্লেখ কর।

আরও দেখুন :

Leave a Comment