গাড়ি চালাইবার নিয়ম | দশম তফসিল | মোটরযান আইন

গাড়ি চালাইবার নিয়ম, মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটর-যানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।

গাড়ি চালাইবার নিয়ম | দশম তফসিল | মোটরযান আইন

(৯১ ৯২ ধারা দ্রষ্টব্য)

 

গাড়ি চালাইবার নিয়ম | দশম তফসিল | মোটরযান আইন

 

১। মোটরগাড়ির চালক যতখানি সম্ভব রাস্তার বামদিক ঘেঁষে গাড়ি চালাইবেন এবং বিপরীত দিক হইতে আগত সকল গাড়িঘোড়াকে তাহার (চালকের) ডানদিক দিয়া যাইতে দিবেন।

২। তিন নং নিয়মের বর্ণনা ছাড়া একজন মোটরগাড়ির চালক তাহার গাড়ির মত একই দিকে চলাচলকারী সকল গাড়ির ডানদিক দিয়া পথ অতিক্রম করিবেন

৩। একটি মোটরগাড়ির চালক তখনই অপর একটি মোটরগাড়ির বামদিক দিয়া যাইতে পারিবেন যখন শেষোক্ত মোটরগাড়ির চালক ডানদিকে মোড় নেওয়ার ইচ্ছায় যথাযথ সংকেত দিয়া রাস্তার মাঝামাঝি স্থানে যাইতে থাকিবেন 

৪। কোন মোটরগাড়ির চালক একই দিকে গমনকারী অপর কোন যানবাহনকে পাশ কাটাইয়া যাইতে পারিবেন না

() যদি ইহার ফলে যেকোন অভিমুখে চলাচলকারী অন্য কোন যানবাহন বা পথচারীর অসুবিধা সৃষ্টি হয় কিংবা বিপদের আশংকা থাকে, কিংবা

() যেখানে কোণাকোণি সড়ক রহিয়াছে কিংবা পাহাড় বা অন্য কোন প্রতিবন্ধকতার দরুন রাস্তার সম্মুখভাগ ভালভাবে দৃষ্টিগোচর হয় না।

 

গাড়ি চালাইবার নিয়ম | দশম তফসিল | মোটরযান আইন

 

৫। কোন মোটরগাড়ি যদি অপর একটি যানবাহনকে ওভারটেক করিয়া বা পাশ কাটাইয়া আগে যাইতে চেষ্টা করে তবে শেষোক্ত মোটরগাড়ির চালক প্রথমোক্ত গাড়িকে আগে যাইতে না দেওয়ার জন্য নিজ গাড়ির গতি বৃদ্ধি করিতে কিংবা অপর কোন পদক্ষেপ নিতে পারিবেন না

৬। মধ্যছেদকারী সড়ক (Road intersection) রোড জংশন কিংবা কোণাকোণি সড়কের নিকটবর্তী হওয়ার পর চালককে তাহার গাড়ির গতি কমাইতে হইবে এবং উল্লিখিত ধরনের সড়কে চলাচলকারী ব্যক্তিগণের যাহাতে কোনরূপ বিপদ না ঘটে সেই সম্পর্কে নিশ্চিত  হওয়ার পরই উপরোক্ত সড়কে প্রবেশ করিবেন।

৭। ‘মধ্যছেদকারী সড়কে উপনীত হইয়া মোটরগাড়ী চালক—যদি উক্ত মধ্যছেদকারী সড়ক ‘মেইন রোড, হয়, তবে উক্ত সড়ক দিয়া চলাচলকারী যানবাহন সমূহকে প্রয়োজনীয় পথ ছাড়িয়া যাইতে থাকিবেন, এবং অন্য যেকোন ক্ষেত্রে উক্ত মধ্যছেদকারী সড়ক অভিমুখী সকল যানবাহনকে তাহার ডানদিক দিয়া যাইতে দিবেন।

৮। রাস্তা দিয়া গাড়ি চালনার সময় কোন চালক যদি কোন মিছিল, কিংবা একদল সৈন্য বা পুলিশের (যাহার উক্ত রাস্তায় মার্চ করিতেছে) সম্মুখীন হন, কিংবা তিনি রাস্তা মেরামতে নিয়োজিত শ্রমিকদের পাশ দিয়া যাওয়ার সময় ঘণ্টায় ১৫ মাইলের বেশি গতিতে গাড়ি চালাইতে পারিবেন না ।

 

গাড়ি চালাইবার নিয়ম | দশম তফসিল | মোটরযান আইন

 

৯। একজন মোটরগাড়ির চালক- 

(ক) বামদিকে মোড় নেওয়ার সময়, যে রাস্তা হইতে মোড় নেওয়া হইতেছে এবং যে রাস্তায় প্রবেশ করা হইতেছে, উভয়ের যতটা সম্ভব বামদিক দিয়া চলিবেন; 

(খ) ডানদিকে মোড় নেওয়ার সময়, যে রাস্তা দিয়া যাইতেছেন তাহার যতটা সম্ভব মধ্যস্থানের নিকটবর্তী হইবেন এবং গাড়ি এমনভাবে আগাইয়া নিবেন যেন-

(১) বাস্তব অবস্থা বুঝিয়া ছেদনকারী সড়কসমূহের কেন্দ্রস্থলের কাছাকাছি বামদিক দিয়া গাড়ি ধীরগতিতে সামনে নিবেন, এবং 

(২) যে রাস্তায় প্রবেশ করা হইতেছে সেই রাস্তায় যতটা সম্ভব বামদিকে উপনীত হইবেন ।

আরও দেখুনঃ

 

Leave a Comment