Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

কানেকটিং রড

কানেকটিং রড

আজকে আমাদের আলোচনার বিষয় কানেকটিং রড

কানেকটিং রড

কানেকটিং-রড হচ্ছে ইংরেজি আই এর মতো একটা দত্ত যার দুই মাথায় দুটি ছিদ্র আছে। এর একটি মাথা ছোট যা পিস্টনের সাথে লাগানো থাকে এবং বড় মাথা ক্র্যাংক শ্যাফটের সাথে লাগানো থাকে। এটা সাধারণত কাস্ট স্টিল বা উচ্চ তাপ ও টান সহ্যকারী ধাতু দিয়ে তৈরি ।

কানেকটিং রঙের কাজ ও প্রয়োজনীয়তা

নিচে কানেকটিং-রডের কাজ ও প্রয়োজনীয়তা নেওয়া হলো:

ক. কানেকটিং-রড পিস্টনের সাথে জাংক শ্যাফটের সংযোগ স্থাপন করে ।

খ. এটা পাওয়ার স্ট্রোকে পিস্টনের রেসিপ্রোকেটিং শক্তি গ্রহণ করে।

গ. টা রেসিংখাকেটিং শক্তিকে ক্র্যাংক শ্যাফটের ক্র্যাংক পিনে ঘূর্ণন শক্তি আকারে সরবরাহ করে, যা প্রকারান্তে যান্ত্রিক শক্তি হিসেবেই পরিচিত।

ঘ. কানেকটিং-রড পাওয়ার স্ট্রোকে ছাড়াও পিস্টনকে অন্যান্য স্ট্রোকে সিলিন্ডারের ভিতর ওঠা-নামার কাজে সাহায্য করে এবং ক্র্যাংক শ্যাফটের ক্র্যাংক পিনের সাথে সংশ্লিষ্টতা রেখে এ নামা উঠার কাজটি সম্পন্ন করে।

ঙ. কোনো কোনো ডিজাইনে কানেকটিং-রড, ক্র্যাংক পিন জার্মাল হতে লুব অয়েল এর ড্রিল করা ছিদ্র দ্বারা পিস্টন পিন পর্যন্ত পৌছিয়ে দেয় এবং লুব্রিকেশনে সাহায্য করে।

চ. সর্বোপরি এ কানেকটিং-রডই ইঞ্জিনের উৎপাদিত তাপশক্তিকে রেসিপ্রোকেটিং মোশণ ও সার্কুলার মোশনের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।

 

চিত্র :কানেকটিং রড

কানেকটিং রড তৈরি ধাতু

কানেকটিং রক্ত তৈরির ক্ষেত্রে এর কার্যক্রম বিবেচনা করে একে উচ্চ খ্রাস্ট বা ধাক্কা সহ্য করার মত ক্ষমতাসম্পন্ন করে তৈরি করতে হয়। অপর পক্ষে যেহেতু এটা একটি গতিশীল বন্ত্রাংশ সেদিক বিবেচনা করে তৈরি করতে হলে এটা অবশ্যই হালকা হতে হয়। সুতরাং দুটি গুণ সংরক্ষণের নিমিত্তে অধিকাংশ কানেকটিং রঙই টেনসাইল ঋণসহ ফোন্সড অ্যালয় স্টিলের তৈরি। এটা গুণাগুণের দিক দিয়ে শক্ত বেশি কিন্তু ওজনে হালকা বা কানেকটিং-রড তৈরির ক্ষেত্রে যথার্থ গুণাগুণ সমৃদ্ধ।

কানেকটিং রডের প্রকারে

কানেকটিং রঙের রেসিপ্রোকেটিং অংশের উপর ভিত্তি করে দুই প্রকার। যথা:

ক. সলিড কানেকটিং রফ

খ. অয়েলের জন্য ছিদ্রযুক্ত কানেকটিং রঙ

– গজন পিনের সংযোগের উপর ভিত্তি করে তিন প্রকার। যথা:

ক. গঞ্জন পিন ও কানেকটিং-রডকে বোস্ট যারা যুক্ত;

খ. গজন পিন ও কানেকটিং-রডকে ফু দ্বারা যুক্ত গ. গজন পিন ও কানেকটিং-রড সারক্লিপের যারা যুক্ত,

– কানেকটিং রক্তের রোটেটিং আকৃতির উপর ভিত্তি করে:

ক. স্ট্যান্ডার্ড টাইপ

খ. স্পিলিট এঙ্গেল টাইপ

 

চিত্র : কানেকটিং রডের সংযোগ

কানেকটিং রডের দোষ-ত্রুটির ক্রিয়  ও প্রতিক্রিয়া :

নিচে কানেকটিং-রডের কিছু গুরুত্বপূর্ণ দোষ-ত্রুটি ও তাদের প্রতিক্রিয়া বর্ণনা করা হলো :

প্রাপ্ত বিয়ারিং:

বিয়ারিং ক্ষয় হওয়ার ন্যার পরিবর্তনশীল একটি বন্ত্রাংশ, তবে তা স্বাভাবিক প্রক্রিয়ায় নির্ধারিত সময় অন্তর করতে হয়। কিন্তু অপর্যাপ্ত লুব অরেল সরবরাে কারণে বা লুব অয়েল মোটেও সরবরাহ না হলে স্বল্প সময়ের মধ্যে বিয়ারিং ক্ষর হয়ে যায়। এমতাবস্থার ইঞ্জিন চললে ক্র্যাংক শ্যাফটের ক্ষতি হয়। এ অবস্থায় যতটুকু সম্ভব তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত বিয়ারিং পরির্তন করা উচিত।

তবে এ ক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে যদি ক্র্যাংক শ্যাফটও ক্ষয় হয় । তাহলে ক্র্যাংক শ্যাফট গ্রাইন্ডিং করে আন্ডার সাইজ বিয়ারিং স্থাপন করতে হয়। বাজারে ০.২৫ মি.মি. হতে ১.২৫ মি. মি. এর আন্ডার সাইজ বিয়ারিং প্রাপ্তির সহজলভ্যতা রয়েছে।

ছোট প্রান্তে বুশ এর পর প্রাপ্যতা :

কানেকটিং রক্তের ছোট প্রান্তের বুশ মাত্রাতিরিক্ত ক্ষর হরে গেলে চিলা হয়ে যাবে। পিস্টন নাম ওঠাকালীন সময়ে সংযোগস্থল হতে শব্দ উৎপন্ন হবে। দীর্ঘमি এ চিলা ফিটিং অবস্থা পরিচালনা করা হলে কানেকটিং রঙের ছোট গ্রান্ডের ছিদ্র ও গঞ্জন পিনও ক্ষতিগ্রস্ত হবে। এত কানেকটিং রঙ ভার কার্যকারিতা হারানোর আশঙ্কা থাকে। এমতাবস্থায় রিমিং করে ওভার সাইজ গজন পিন ব্যবহার করা যেতে পারে অথবা গজন পিনের সাইজের উপর ভিত্তি করে নতুন বুশ ব্যবহার করা যেতে পারে। সর্বোপরি মনে রাখতে হবে, নির্ধারিত সময় অন্তর বুশ পরিবর্তন করাটাই উত্তম।

বাঁকা কানেকটিং রঙ :

মাত্রাতিরিক্ত ধারা পড়া ইন ইফেকটিভ ক্র্যাংক অ্যাঙ্গেলের বাতিক্রম ইত্যাদি কারণে কানেকটিং রঙ বাঁকা হয়ে যেতে পারে । এ বাঁকা কানেকটিং-রড বা টুইস্টিং কানেকটিং-রড, সিলিন্ডারের একদিক ঘেঁষে ওঠা-নামার ফলে সিলিন্ডার আউট অব রাউন্ড হয়ে পড়ে কানেকটিং-রড অ্যালাইমেন্ট দ্বারা এ বেল্ট সরানো সম্ভব । যদি এলাইমেন্ট সঠিক অবস্থায় না আসা। তাহলে নতুন কানেকটিং-রড সংযোজন করতে হবে।

প্রশ্নমালা-১৩

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। পিস্টনের সাথে ক্র্যাংক শ্যাফটের সংযোগ স্থাপন করে কে?

২ । পাওয়ার স্ট্রোকে পিস্টনের রেসিপ্রোকেটিং শক্তি গ্রহণ করে কে?

৩ । কানেকটিং রড কি ধাতু দিয়ে তৈরি?

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১। কানেকটিং রডের ৩টি প্রয়োজনীয়তা কী?

২। গজন পিনের সংযোগ অনুসারে কানেকটিং রড কত প্রকার ও কি কি?

৩ । কানেকটিং রড কি কি অংশ নিয়ে গঠিত?

রচনামূলক প্রশ্ন

১। কানেকটিং-রডের প্রকারভেদ উল্লেখ কর ।

২। কানেকটিং-রডের ত্রুটি ও প্রতিকার উল্লেখ কর ।

আরও দেখুন :

 

Exit mobile version