Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

ইঞ্জিনের লুব্রিকেন্টস

ইঞ্জিনের লুব্রিকেন্টস

আজকে আমাদের আলোচনার বিষয় ইঞ্জিনের লুব্রিকেন্টস

ইঞ্জিনের লুব্রিকেন্টস

 

 

লুব্রিকেন্ট

মোটরযানের ইঞ্জিনে যে তরল স্থির যন্ত্রাংশের উপর যখন চলমান যন্ত্রাংশ ঘুরতে থাকে, তখন উভয় যন্ত্রাংশের মাঝে পিচ্ছিলকারক হিসেবে উপস্থিত থেকে যন্ত্রাংশসমূহের ঘর্ষণজনিত ক্ষর প্রতিরোধ করে এবং বর্ষপঞ্জজনিত শক্তির অপচয় কমার তাকে লুব্রিকেন্ট বলে।

দুব্রিকেন্টের প্রয়োজনীয়তা

মোটরযানের ইঞ্জিনে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকরণ পদার্থের প্রয়োজনীয়তা নিম্নরূপ-

ইঞ্জিনের স্থির ও চলমান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিকার করা:

স্থির যন্ত্রাংশের উপর যখন চলমান যন্ত্রাংশ ঘুরতে থাকে, তখন উভয় যন্ত্রাংশের মাঝে পিচ্ছিলকারক উপস্থিত থেকে যন্ত্রাংশসমূহের ঘর্ষণ প্রতিরোধ করে এবং ঘর্ষণজনিত শক্তির অপচয় কমায়।

চলমান যন্ত্রাংশ সংস্পর্শ থেকে প্রতিহত করা :

ইঞ্জিনের পিস্টন, শ্যাফট প্রভৃতি যথাক্রমে সিলিন্ডার ও বিয়ারিং-এর মাঝে ওঠানামা করে। অথবা একটি অপরটির মধ্যে ঘোরে কার্য সম্পাদন করে। এ সময় পিস্টন ও সিলিন্ডার এবং বিয়ারিংও শ্যাফটের মাঝে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকরণ তেল একটি পাতলা আবরণের সৃষ্টি করে চলমান একটি যন্ত্রাংশ অপরটির সঙ্গে সংস্পর্শে হতে দেয় না। এতে ঘর্ষণজনিত শক্তির অপচয় রোধ হয় ।

ইঞ্জিনকে ওভারহিট থেকে রক্ষা করে :

লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক তেল ঘূর্ণায়মান যন্ত্রাংশের ঘর্ষণ রোধ করে বিধায় ইঞ্জিন হিট হতে পারে না, যা সুষ্ঠুভাবে ইঞ্জিন চলার সহায়ক হয়। লুব্রিকেন্ট শীতলীকরণ মাধ্যম হিসেবে কাজ করে ।

যন্ত্রাংশের ক্ষয়রোধ করে সঠিক বা উন্নতমানের পিচ্ছিলকারক :

পদার্থ যন্ত্রাংশের মাঝে কঠিন প্রতিরোধক তেলের পর্দা তৈরি করে বলে যন্ত্রাংশের মাঝে ঘর্ষণ কম হয় এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ করে।

 মরিচা রোধ করে :

যন্ত্রাংশের মাঝে সর্বদা তেলের পর্দা থাকে বলে এটা ধাতব পদার্থের মরিচা ধরা রোধ করে ।

কার্বন ও ময়লা জমা রোধ করে :

লুব্রিকেন্ট বা পিচ্ছিলকরণ তেলের উপাদান কার্বন উৎপন্ন হতে দেয় না এবং যন্ত্রাংশ ক্ষয় হয়ে তলানি জমা করে না ।

তেলের ফাঁক পূরণ রাখে :

পিস্টন ও সিলিন্ডার, শ্যাট ও বিয়ারিং প্রভৃতির মাঝে তেলের পর্দা সুষ্ঠু রাখে এবং বাতাস ও জ্বালানি মিশ্রণে লিক হতে দেয় না ।

ঘূর্ণায়মান যন্ত্রাংশের শব্দ কমার :

ঘূর্ণায়মান যন্ত্রাংশের মাঝে তেলের পর্দা উভয়কে বা একে হতে দেয় না বলে ঘূর্ণনজনিত শব্দ প্রতিহত হয়। ফলে যন্ত্রাংশের কার্যকালও বৃদ্ধি হয় ।

লুব্রিকেন্টের বৈশিষ্ট্যসমূহ

লুব্রিকেন্টস বা পিচ্ছিলকরণ পদার্থের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ-

১. এটা ঘূর্ণায়মান যন্ত্রাংশের ঘর্ষণ প্রতিরোধ করার ক্ষমতা রাখে ।

২. দুটি আবর্তনশীল যন্ত্রাংশের মাঝে তেলের পর্দা করে একটি যন্ত্রাংশ অপটির সঙ্গে স্পর্শ হতে দেয় না ।

৩. লুব্রিকেন্টস শীতলীকরণ মাধ্যম হিসেবে কাজ করার ক্ষমতা রাখে ।

৪. যন্ত্রাংশের মাঝে সাক্রিয়ভাবে উপস্থিত থেকে মাত্রাতিরিক্ত ক্ষয় রোধ

৫. ঘূর্ণায়মান যন্ত্রাংশের ঘর্ষণজনিত শব্দ উৎপন্ন হতে দেয় না ।

৬. ঘূর্ণায়মান যন্ত্রাংশের মাঝে মরিচা পড়তে দেয় না ।

৭. এটা ঘৰ্ষণ বা ধাক্কা প্রতিরোধক হিসেবে কাজ করে।

৮. এটা কার্বনসহ অন্যান্য পদার্থ তলানি পড়তে দেয় না ।

৯. এটা একধরনের পরিষ্কারকরণ উপাদান বা পরিষ্কারকারক হিসেবে কাজ করে।

১০. এটা নিৰ্দিষ্ট ফাঁকে ফাঁকপূরক হিসেবে কাজ করে ।

 

লুব্রিকেন্টের গুণাগুণ

লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ নির্দিষ্ট গুণাগুণ ধারণ করে। এটি পেট্রোলয়াম খনি থেকে উৎপন্ন ক্রুড অয়েলের একটি উপাদান যার সঙ্গে কিছু রাসায়নিক দ্রব্য মিশিয়ে গুণাগুণ উন্নত করা হয় । লুব্রিকেন্টস-এর মুখ্য গুণাগুণসমূহ নিম্নরূপ-

আঠালত্ব (viscosity) :

পিচ্ছিলকরণ তেল, গিয়ার অয়েল, গ্রিজ প্রভৃতিই লুব্রিকেন্টস। কিন্তু এগুলোর ‘আঠালত্ব ভিন্নতর। পাতলা তরল পদার্থের আঠালত্ব কম এবং গাঢ় তরল পদার্থের আঠালত্ব বেশি। কারণ ‘অপেক্ষাকৃত গাঢ় তরল পদার্থ প্রবাহিত হতে অধিক বাধাগ্রস্ত হয়। তবে তাপ মাত্রাভেদে লুব্রিকেন্টের ঘনত্বের পরিবর্তন হয় ।

তৈলাক্ততা (Oiliness) :

ঘূর্ণায়মান যন্ত্রাংশের সঙ্গে লুব্রিকেন্টেস লেগে থেকে এগুলোকে তৈলাক্ত করার গুণাগুণ ধারণ করে ।

পর্দা নির্মাণ ক্ষমতা (Film Strength) :

লুব্রিকেন্ট ঘূর্ণায়মান দুটি যন্ত্রাংশের মাঝে তেলের পর্দা তৈরি করে ধাক্কা ও বোঝা বহন ক্ষমতা ধারণ করে। পর্দা নির্মাণের ক্ষমতা আছে বলেই ইঞ্জিনের যন্ত্রাংশ পাওয়ার স্ট্রোকে উৎপন্ন প্রায় ১.৫ টন ধাক্কা সহ্য করতে পারে ।

ভলানি রোধকতা (Prevent Deposits) :

লুব্রিকেন্টস ধাতবকণা পতিত হলেও এটা তলানি উৎপন্ন রোধ করার ক্ষমতা রাখে ।

পরিষ্কার করার ক্ষমতা (Cleaning Agent) :

ঘূর্ণায়মান যন্ত্রাংশকে পিচ্ছিল ও যৌত করে যন্ত্রাংশসমূহকে লুব্রিকেন্টস সর্বদা পরিষ্কার রাখে।

ফেনা রোধকতা (Anti Foaming Ability) :

লুব্রিকেন্টেস ছিটনো পদ্ধতিতে কাজ করলেও এটার মধ্যে ফেনা উৎপন্ন হতে পারে না। সতরাং এটা কেনা রোধকতা গুণাগুণ ধারণ করে।

স্বল্প পোর পয়েন্ট (Low Pour Point) :

দুব্রিকেন্টস সর্বনিম্ন তাপমাত্রাতে প্রবাহিত হওয়ার গুণাগুণ ধারণ করে, যার জন্য এটাকে শীতপ্রধান দেশেও স্বাভাবিক ভাবেই ব্যবহার করা হয়।

উচ্চ ক্লাশ ও ফায়ার পয়েন্ট (High Fiash and Fire Point) :

লুব্রিকেন্টস উচ্চ ফ্লাশ ও ফায়ার পয়েন্ট ধারণ করে । যার জন্যে ইঞ্জিন অধিক সময় ধরে চললেও ওভারহিটের কারণে ইঞ্জিনে আগুন ধরে যায় না ।

দৃঢ়তা (Stability) :

লুব্রিকেন্টস এসিড ও তলানি জমা প্রতিরোধ করে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটার গুনাগুণ অক্ষুণ্ণ রাখে ।

প্রশ্নমালা-৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. লুব্রিকেন্টস কী?

২. লুব্রিকেন্টস কোথায় ব্যবহার করা হয়?

৩. লুব্রিকেন্টস কেন ব্যবহার করা হয়?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. লুব্রিকেন্টস-এর বৈশিষ্ট্যসমূহ কী কী লেখ ।

২. লুব্রিকেন্ট বা পিচ্ছিলকরণ পদার্থের প্রয়োজনীয়তা কী লেখ ।

৩. লুব্রিকেন্টস-এর পর্দা নির্মাণ ক্ষমতা (Film Strength) বলতে কী বুঝায়?

 

 

রচনামূলক প্রশ্ন

১. লুব্রিকেন্টসের গুণাগুণ বর্ণনা কর ।

২. লুব্রিকেন্টসের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর ।

আরও দেখুন :

 

Exit mobile version