Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

ইঞ্জিনের বিভিন্ন গেজ ও মিটার পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন

ইঞ্জিনের বিভিন্ন গেজ ও মিটার পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন

আজকে আমাদের আলোচনার বিষয় ইঞ্জিনের বিভিন্ন গেজ ও মিটার পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন

ইঞ্জিনের বিভিন্ন গেজ ও মিটার পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জন

ড্যাশবোর্ড চিনতে পারবে।

গাড়ির ড্যাশ বোর্ড প্যানেল গাড়ির চালক গাড়ি দাঁড়ানো/চলন্ত অবস্থায় তার নিজস্ব আসনে বসেই গাড়ির প্রত্যেকটি মুখ্য সিস্টেমের কার্যকারিতা জানার আবশ্যকীয়তা রয়েছে । তাই চালকের আসনের সামনে বা চোখের দৃষ্টির মধ্যে একটি হেলোনো বোর্ড থাকে, যাতে বিভিন্ন ধরনের মিটার গেজ, সিগনাল লাইটের ন্যায় ইন্সট্রুমেন্টের সংযোগ থাকে। এ বোর্ডটিকে গাড়ির ড্যাশ বোর্ড প্যানেল/ইন্সট্রুমেন্ট প্যানেল বলা হয়ে থাকে ।

 

চিত্র: ড্যাস বোর্ড

ইঞ্জিনের বিভিন্ন গেজ/মিটার ও এর অংশ সমূহ চিনতে পারবে ।

ড্যাশ বোর্ড ইন্সট্রুমেন্ট একটি আধুনিক মোটর গাড়ির ড্যাশ বোর্ড প্যানেলে কিছু সংখ্যক গেজ, মিটার, ইন্সট্রুমেন্ট ও সিগনাল লাইট নিয়ে শুধু পরিপূর্ণ নয় । এটি ছাড়াও গাড়ির বাতি জ্বালানো হতে আরম্ভ করে গাড়ির বিলাসসামগ্রী পরিচালনা ও নিয়ন্ত্রণের নিমিত্তে সুইচ ও কন্ট্রোলিং ডিভাইসসমূহ ও আজকাল এ ড্যাশ বোর্ডে যুক্ত থাকে ।

সুতরাং একখানা আধুনিক গাড়ির ড্যাশ বোর্ডে যুক্ত থাকে । অতএব একখানা আধুনিক গড়ির ড্যাশ বোর্ডে মূলত যে সকল ইন্সট্রুমেন্ট থাকে, তার একটি তালিকা নিচে দেয়া হলো :

 

চিত্র : ইন্সট্রুমেন্ট প্যানেল

-ফুয়েল লেভেল গেজ/মিটার ইঞ্জিন টেম্পারেচার গেজ ইঞ্জিন অয়েল প্রেসার গেজ বা ইন্ডিকেটিং লাইট

-স্পিডোমিটার/আরপিএম মিটার

-অ্যামিটার

-ট্রিপ মিটার-ভোল্টমিটার, ঘূর্ণনের দিক নির্দেশক বাতি ।

-বাতি ডিসচার্জ সতর্কীকরণ বাতি বা বাটারি চার্জিং ইন্ডিকেটর বাতি-হেলো লাইট ৰিম সতর্কীকরণ বাতি দরজা খোলা থাকা সম্পর্কিত সতর্কীকরণ বাতি

-লুব্রিকেটিং সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত সতর্কীকরণ বাতি

-ফুয়েলের সর্বনিম্ন মাত্রা সম্পর্কিত সতর্কীকরণ বাতি

-ড্যাশ বোর্ডে আলো সরবরাহ বাতি ইগনিশন সুইচ

-উইন্ডসীল উইপার পরিচালনা সুইচ -রেডিও কন্ট্রোলসমূহ

-ক্যাসেট প্লেয়ার কন্ট্রোলার সুইচ

-এয়ার কন্ডিশন চালু/বন্ধকরণ সুইচ

– হট এয়ার/কোল্ড এয়ার সরবরাহের নিয়ন্ত্রণ লিভার

-সিগারেট লাইটার ঘড়ি, ক্যাসেট

-রেডিও কন্ট্রোলসমূহ

-ব্লু বুক লাইসেন্স, রোড পারমিটের ন্যায় নথিপত্র রাখার চেম্বার/ড্রয়ার লাইটার —টেলিফোন/মোবাইল ফোন

-সাইটিং সুইচ ইত্যাদি ।

পেজসমূহের অবস্থান ও দোষত্রুটি জানতে পারবে।

ড্যাশ বোর্ড প্যানেলের ইন্সট্রুমেন্ট অবস্থান ও দোষত্রুটি সম্পর্কিত পালনীয় কিছু অত্যাবশ্যকীয় সতর্কতা

-ব্যাটারির আর্থ সংযোগ সম্পর্কে নিশ্চিত হয়ে ব্যাটারির সংযোগ দিতে হয় অর্থাৎ নেগেটিভ আর্থিং গাড়ি হলে ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে আর্থিং করে সংযোগ দিতে হয় আবার পজিটিভ আর্থিং হলে পজেটিভ টার্মিনালকে আর্থের সংযোগ দিতে হয় ।

-ফুয়েল ট্যাংকের ট্যাংক ইউনিটের রোধের বৈদ্যুতিক সংযোগের প্রান্তটির সংযোগ সম্পর্ক নিশ্চিত থাকতে হয়। এ লাইটি খোলা থাকলে স্পার্ক সংঘটিত হয়ে যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে । কোনো কোনো চালক ‘ইন্সট্রুমেন্ট প্যানেল সতর্কীকরণ লাল বাতি জ্বলে উঠলেও তাকে কিছুটা অবহেলো করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেন। এ জাতীয় অবহেলা মারাত্মক বিপদের কারণ হতে পারে ।

–বৈদ্যুতিক সার্কিটে গাড়ির মধ্যে আজকাল সহজ পরিমাণ ও পরিবর্তনযোগ্য কার্তুজ ফিউজ ব্যবহৃত হয়ে থাকে । সুতরাং প্রয়োজনে প্রত্যেকটি সার্কিটের জন্য নির্ধারিত পরিমাপের ফিউজ পরিবর্তন ও সংযোজন করতে হবে।

 

 

-ড্যাশ বোর্ড ইন্সট্রুমেন্টের কোনো মিটার, গেজ বা ইন্ডিকেটিং লাইট অকেজো থাকলে প্রস্তুতকারকের সরবরাহকৃত সার্কিট ডায়াগ্রাম অনুসরণপূর্বক বিশেষজ্ঞ/অটো ইলেকট্রিশিয়ান দ্বারা তা মেরামত করে তারপর ভ্রমণে বের করা উচিত।

-সর্বোপরি চালককে প্রত্যেকটি ইন্সট্রুমেন্টের প্রয়োজনীয়তা, কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে জানতে হবে ।

আরও দেখুন :

 

Exit mobile version