লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত | প্রথম তফসিল | মোটরযান আইন

লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত, মোটরযানের ব্যাপারে “সংযোজক” বা “এসেমরার” অর্থ প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বসম্পন্ন এমন প্রতিষ্ঠান যেখানে মোটরযানের বিভিন্ন অংশ সংযোজিত হয় এবং যেখানে প্রস্তুতকারক বা নির্মাণকারকের কর্তৃত্বাধীনে একটি বিশেষ ধরনের চেসিস উৎপাদন করা হয়, চেসিসের সহিত বডি সংযুক্ত করা হউক বা না হউক, এবং উক্ত প্রতিষ্ঠান সেই প্রস্তুতকারক বা নির্মাণকারকের অনুকূলে অন্য কোন কার্য সম্পাদন করুক বা না করুক।

লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত | প্রথম তফসিল | মোটরযান আইন

১নং অনুচ্ছেদ

দরখাস্ত

 

লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত | প্রথম তফসিল | মোটরযান আইন

 

আমি নিম্নলিখিত ধরনের একটি মোটরগাড়ি চালনার উদ্দেশ্যে পেশাদারি ড্রাইভিং লাইসেন্সের জন্য দরখাস্ত পেশ করিতেছি:

() মোটর সাইকেল;

() মোটরক্যাব রিক্শা;

() হালকা মোটরগাড়ি;

() মাঝারি মোটরগাড়ি

() ভারী মোটরগাড়ি;

() ট্রাক্টর;

() একটি বিশেষ ধরনের মোটরগাড়ি (এতদসঙ্গে বিবরণ সংশ্লিষ্ট) যাহা আমার দ্বারা চালানোর জন্য নির্মিত বা পরিবর্তিত হইয়াছে।

২নং অনুচ্ছেদ

 

আবেদনকারী কর্তৃক যেই সকল বিবরণ পেশ করিতে হইবে:

১। পূর্ণ নাম এবং পিতা কিংবা স্বামীর নাম

(বিবাহিত মহিলার ক্ষেত্রে) ————————————————————————————————————————————————————————————————————————————————–

২। স্থায়ী ঠিকানা——————————————————————————————

৩। অস্থায়ী ঠিকানা—————————————————————————————

৪। জন্ম তারিখ (প্রমাণপত্র দরখাস্তের সহিত সংযুক্ত থাকিতে হইবে) —————————————————

৫। জাতীয়তা (প্রমাণপত্র দরখাস্তের সঙ্গে সংযুক্ত থাকিতে হইবে) ——————————————————

৬। ইতিপূর্বে আবেদনকারীর কোন লাইসেন্স থাকিয়া থাকিলে উহার বিবরণ) —————————————-

৭। দণ্ডাজ্ঞার তারিখ বিবরণ যাহা আবেদনকারীর পূর্বোক্ত লাইসেন্স ইনডোর্স করিবার আদেশ দেওয়া হইয়াছে।) —————————————————————————————————————————–

৮। মোটর গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পাইবার ব্যাপারে ইতিপূর্বে আপনাকে কি অযোগ্য ঘোষণা করা হইয়াছিল? যদি তাহা হয়, তবে কি কারণে এবং কোন্ কর্তৃপক্ষের দ্বারা?) —————————–

৯। যে ধরনের গাড়ি চালনার জন্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা হইয়াছে, উহা চালাইবার যোগ্যতা (fitness) কর্মক্ষমতা থাকার ব্যাপারে আপনি কি ড্রাইভিং টেস্ট দিয়াছেন? দিয়া থাকিলে অনুরূপ পরীক্ষার তারিখ পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নাম এবং পরীক্ষার ফল———————————————

 

লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত | প্রথম তফসিল | মোটরযান আইন

 

৩নং অনুচ্ছেদ

 

আবেদনকারীর শারীরিক যোগ্যতা এবং গাড়ি চালনার নিয়মকানুন ট্রাফিক সংকেত সম্পর্কে জ্ঞানের বিষয়ে ঘোষণা |

 আবেদনকারীকে প্রত্যেক প্রশ্নের বিপরীত দিকে খালি অংশেহ্যাঅথবানাসূচক জবাব দিতে হইবে

() আপনি কি মৃগীরোগে ভুগিতেছেন; কিংবা হঠাৎ করিয়া অসুস্থতা, মাথা ঘোরা বা মুর্ছারোগে আক্রান্ত হন—————————————————————————————————

() উজ্জ্বল দিনের আলোয় আপনি কি ২৫ গজ দূর হইতে প্রত্যেক চোখ দিয়া (চশমা ব্যতীত কিংবা চশমা পরিহিত অবস্থায়) মোটরযানসমূহের সাধারণ রেজিস্ট্রেশন মার্ক পড়িতে পারেন? আপনি চশমা ব্যবহার করেন? কত পাওয়ার চশমা? ————————————————————————————————–

() আপনার কোন একটি হাত কিংবা পা নষ্ট হইয়া গিয়াছে কি? কিংবা একটি বাহু অথবা পা চলাচল কিংবা নিয়ন্ত্রণ করিতে কোন রকম অসুবিধা হয়? কিংবা হাত বা বাহুর পেশীর শক্তিতে কোন খুঁত আছে? ——————————————————————————————————————————————————-

() আপনি কি লাল সবুজ রং তাৎক্ষণিকভাবে চিনিতে পারেন? —————————————————–

() আপনি কি রাতকানা রোগে ভুগিতেছেন

() আপনার কি অন্য কোন রোগ বা শারীরিক খুঁত আছে যাহার দরুন মোটরগাড়ি চালাইতে গেলে জনসাধারণের কোনরূপ বিপদের আশংকা থাকিতে পারে? অনুরূপ কোন কিছু থাকিলে তার বিস্তারিত বিবরণ লিখুন।——————————————————————————————–

() আপনি কি কানে কম শোনেন? ——————————————————————————————–

() ১৯৮৮ সালের মোটর ভেহিকলস আইনের ৭৭, ১২,

৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০১, ১০২,

১০৪, ধারা এবং দশম একাদশ তফসিল সম্পর্কে আপনি কি ভালভাবে অবগত আছেন?

() ১৯৮৩ সালের মোটর ভেহিকলস অধ্যাদেশের নবম তফসিলে বর্ণিত ট্রাফিক সংকেত সমূহের অর্থ আপনার কি জানা আছে?

আমি ঘোষণা করিতেছি যে, আমার জানামতে সর্বোত্তম ধারণা অনুযায়ী () অনুচ্ছেদে প্রদত্ত বিবরণাদি এবং () অনুচ্ছেদে প্রদত্ত ঘোষণা সত্য।

 

লাইসেন্স আবেদনের জন্য দরখাস্ত | প্রথম তফসিল | মোটরযান আইন

 

নোট: () কোন প্রার্থী উপরোক্ত ঘোষণার (), (), (), () প্রশ্নেরহ্যাঁসূচক এবং অন্যান্য প্রশ্নেরনাসূচক জবাব দিলে তিনি যে শ্রেণী বা শ্রেণীসমূহের মোটরগাড়ি চালাইতে ইচ্ছুক, সেই অনুযায়ী ড্রাইভিংএর যোগ্যতা যাচাইএর জন্য টেস্ট পরীক্ষায় অবতীর্ণ হইবার দাবিদার।

নোট: () প্রত্যেক শ্রেণীর গাড়ি চালনার যোগ্যতা অর্জনের লক্ষ্যে অনুরূপ প্রতিটি টেস্ট পরীক্ষার জন্য পৃথক পৃথকভাবে ফী জমা দিতে হইবে।

নোট: () টেস্ট পরীক্ষা আরম্ভ হইবার ঠিক পূর্বে কোন প্রার্থীর কাছে কমপক্ষে তিন মাস মেয়াদী কার্যকর শিক্ষার্থী লাইসেন্স (Learner’s licence) কিংবা ড্রাইভিং লাইসেন্স না থাকিলে তিনি মোটরগাড়ি চালনার যোগ্যতা অর্জনের পরীক্ষায় অবতীর্ণ হইবার যোগ্য বিবেচিত হইবেন না।

নোট: () জন্ম তারিখ অথবা নাগরিকত্বসংক্রান্ত সার্টিফিকেট ইনস্টিটিউটের প্রধান কিংবা স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিংবা কোন গেজেটেড অফিসারের নিকট হইতে সংগ্রহ করা যাইতে পারে। বিদেশী নাগরিকদের ক্ষেত্রে অনুরূপ সার্টিফিকেট পররাষ্ট্র মন্ত্রণালয় হইতে সংগ্রহ করিতে হইবে।

তারিখ                                                                                                                                                                                                                                                                     প্রার্থীর স্বাক্ষর অথবা

                                                                                                                                                                                                                                                                                     বৃদ্ধাঙ্গুলীর ছাপ।

 

আরও দেখুনঃ