Site icon অটোমোটিভ গুরুকুল [ Automotive Gurukul ], GOLN

অটোমোবাইলের রক্ষণাবেক্ষণ

অটোমোবাইলের রক্ষণাবেক্ষণ

আজকে আমাদের আলোচনার বিষয়-অটোমোবাইলের রক্ষণাবেক্ষণ

অটোমোবাইলের রক্ষণাবেক্ষণ(Maintenance of Automobile)

অটোমোবাইলের প্রতিদিন রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। রক্ষণাবেক্ষণ না করা হলে ইঞ্জিনের সমস্যা হতে পারে। তাই ইঞ্জিনের প্রতিদিন রক্ষণাবেক্ষণ কার্যগুলো নিম্নরূপ-

১. ইঞ্জিন অয়েলের পরিমাণ ঠিক লেভেলে রাখা

২. রেডিয়েটরে পানির পরিমাণ নির্দিষ্ট লেভেলে রাখা।

৩. হেড লাইট ও সাইড লাইট সঠিক আছে কি না।

৪. ব্যাটারি ইলেকট্রোলাইট সঠিক আছে কি না।

৫. ঢাকার বাতাসের চাপ সঠিক আছে কি না।

৬. ব্রেক অয়েল, গিরারের অয়েল, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ক্লাচ ফ্লুইড ইত্যাদির পরিমাণ ঠিক আছে কি না

৭. হন ঠিক আছে কি না ।

৮. ফুয়েলের পরিমাণ সঠিক আছ কি না।

৯. লুকিং গ্লাস ঠিকমতো আছে কি না ।

মোটরযান চলার পর সাপ্তাহিকভাবে রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণগুলো নিম্নরূপ-

১. এয়ার ফিল্টারের ময়লা পরিষ্কার করতে হবে।

২. সকল চাকার নাট টাইট চেক করতে হবে ।

৩. ঘূর্ণায়মান যন্ত্রাংশের নাট টাইট ও চেক করতে হবে।

৪. ফ্যানবেন্ট টাইট দিতে হবে ।

৫. ত্রিজিং পয়েন্টগুলোতে গ্রিজ করতে হবে।

 

 

 মাসিক রক্ষণাবেক্ষণ

মোটরযান চালানোর পর প্রতিদিন, সাপ্তাহিক এরপর মাসিক রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন। মাসিক রক্ষণাবেক্ষণগুলো নিম্নরূপ-

১. ব্রেক সিস্টেম চেক করতে হবে।

২. চার্জিং সিস্টেম সঠিক আছে কি না দেখতে হবে।

৩. ডিফারেন্সিয়াল ঠিক আছে কি না দেখতে হবে।

৪. ঘূর্ণায়মান যন্ত্রাংশের নাট টাইট চেক করতে হবে ।

 

 

ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণ

মোটরযান চালানোর পর প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক রক্ষণাবেক্ষণ করার পর ৩ মাস অন্তর অন্তর রক্ষণাবেক্ষণ করা খুবই প্রয়োজন হয়ে থাকে। ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণগুলো নিম্নরূপ-

১. ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে।

২. এরপর ফুয়েল ফিল্টার / অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে।

৩. ব্রেক সিস্টেম সার্ভিসিং করতে হবে।

৪. স্পার্ক গ্যাপ অ্যাডজাস্ট ও পরিষ্কার করতে হবে।

৫. ডিফারেন্সিয়াল অয়েল/গিয়ার অয়েল চেক এবং প্রয়োজনে পরিবর্তন করতে হবে।

৬. রেডিয়েটরের কুলেন্ট পরীক্ষা করতে হবে, প্রয়োজনে পরিবর্তন করতে হবে।

 

 

প্রশ্নমালা- ২৬

অতি সংক্ষিপ্ত প্রশ্ন :

১. হেডলাইট ও সাইড লাইট রক্ষণাবেক্ষণ কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ?

২. এয়ার ফিল্টার পরিষ্কার কোন ধরনের রক্ষণাবেক্ষণ?

৩. এয়ার ফিল্টার পরিবর্তন কোন ধরনের রক্ষণাবেক্ষণ ?

৪. গ্রিজিং পয়েন্টগুলো গ্রিজ করা কোন ধরনের রক্ষণাবেক্ষণ?

৫. ব্রেক সিস্টেম চেক করা কোন ধরনের রক্ষণাবেক্ষণ?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. গাড়ির ইঞ্জিন প্রতিদিন রক্ষণাবেক্ষণগুলো কী কী ?

২. মোটরগাড়ির সাপ্তাহিক রক্ষণাবেক্ষণগুলো কী কী ?

৩. মোটরযানের মাসিক রক্ষণাবেক্ষণগুলো লেখ।

৪. মোটরযানের ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণগুলো লেখ।

রচনামুলক প্রশ্ন :

১. একটি অটোমোইলের প্রতিদিনকার রক্ষণাবেক্ষণগুলো বর্ণনা কর ।

২. একটি অটোমোবাইলের সাপ্তাহিক রক্ষণাবেক্ষণগুলো বর্ণনা কর ।

৩. একটি অটোমোবাইলের মাসিক রক্ষণাবেক্ষণগুলো বর্ণনা কর।

৪. একটি অটোমোবাইলের ত্রৈমাসিক রক্ষণাবেক্ষণগুলো বর্ণনা কর।

আরও দেখুন :

Exit mobile version