আজকে আমাদের আলোচনার বিষয় -হ্যাক সয়িং পদ্ধতি
হ্যাক সয়িং পদ্ধতি Hack Sawing Process
হ্যাকস :
হস্তচালিত হ্যাকস দ্বারা ধাতব বস্তু কর্তন প্রণালিকে হ্যাক সয়িং বলে। প্রকৌশল প্রযুক্তির ব্যবহারিক ক্ষেত্রে হস্তচালিত টুলসসমূহের মধ্যে হ্যাক ‘স’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস। ধাতব খণ্ড বা ধাতব বস্তুকে পরিমাণমতো এবং হাত দ্বারা পরিচালনা করে করাতের ন্যায় এটি দ্বারা কর্তন করা যায়। প্রযুক্তির ক্রমবিকাশে শক্তি চালিত ‘স’-এর ব্যবহার বৃদ্ধি পেলেও প্রতিদিনের কাজে হস্তচালিত হ্যাক ‘স’-এর পর্যাপ্ত ব্যবহার রয়েছে । মেকানিকস টুলসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ড টুলস ।
হ্যাকস-এর বর্ণনা :
নিচে হ্যাক ‘স’- এর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো :
১. হাতল (Handle)
২. ফ্রেম /স্লিভ (Frame/Sleeve)
৩. গাইডপিস (Guidepiece)
৪. উইং নাট/ক্যাম্প (Wing nut/ Clamp )
৫. ব্রেড (Blade)
৬. অ্যাডজাস্টেবল হোল/নচ (Adjustable hole notch)
৭. অ্যাডজাস্টেবল পিন (Adjustable pin)
হ্যাক’স স্প্রেমের শ্রেণিভেদ :
হ্যাকস প্রেমের গঠননুসারে এটি নিচের দু প্রকারের ১. ললিত ফ্রেম : এর দৈর্ঘ্য বড়/ছোট করা যায় না। এতে কাঠের হাতল থাকে ও নির্ধারিত পরিমাপের ব্রেড ব্যবহার করা যায়।
২. অ্যাডজাস্টেবল ফ্লেম। এর দৈর্ঘ্য বড়/ছোট করা যায় ও বিভিন্ন পরিমাপের রেড ব্যবহার করা যায়—
ব্যাক’স ব্লেডের প্রকারভেদ:
পরিমাণ অনুসারে ব্যাক’স ব্লেড দু প্রকারেরঃ ২৫০ x ১২x০.৬৩ মি.মিটার অর্থাৎ দৈর্ঘ্য=২৫০ মি.মি পুরুত্ব=০.৬৬মি.মি ২, ৩০০ x ২৬ x ০.৮০মি.মি অর্থাৎ দৈর্ঘ্য=৩০০ মি.মি আবার পিচ (Pitch) অনুসারে হ্যাকস ব্লেডকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে:
গ্রন্থ=১২ মি.মি.
গ্রন্থ ১৬ মি.মি
পুরুত্ব=০.৮০ মি.মি
১. কোর্স পিচ বা কোর্স টি ব্লেড
এ জাতীর ব্রেডের প্রতি মাগে ১৪টি দাঁত থাকে অথবা প্রতি সে.মি ৫ হতে ৬টি দাঁত থাকে। অন্যান্য ব্রেডের তুলনায় এটির পিচ বড় এবং তুলনামূলকভাবে দাঁতের সংখ্যা কম। এ জাতীয় ব্রেড সাধারণত কাস্ট আয়রন, মাইন্ড স্টিল লৌহজাত ধাতু কর্তনের জন্য উপযোগী ।
২. মিডিয়াম পিচ বা মিডিয়াম কোর্সটিথ ব্লেড:
এ জাতীয় ব্রেডের প্রতি মাগে ২২ টি দাঁত থাকে অথবা প্রতি সে.মি. ৮ হতে ১টি দাঁত থাকে। অন্যান্য ব্লেডের তুলনার এটির ব্লেড মধ্যম। এটির যারা হাইড্রোকার্বন স্টিল, টুলস্টিল, ব্রাস, কপার আয়রন, পাইপ ইত্যাদি কর্তনের কাজে উপযোগী।
৩. ফাইন পিচ বা ফাইন কোর্সটিথ ব্লেড:
এ জাতীয় ব্লেডের প্রতি মাপে ২৪ হতে ৩২টি দাঁত থাকে অথবা প্রতি সে.মি. ৯ হতে ১২টি দাঁত থাকে । অন্যান্য ব্লেডের তুলনায় এটির পিচ ছোট ও দাঁত ঘন। পাতলা পাইপ, পাতলা ধাতব শিট, পাতলা টিউব কর্তনের জন্য উপযোগী । সুতরাং ধাতববস্তু ভেদে কর্তনের পূর্বে যথার্থ পিচের হ্যাক’স ব্লেড নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ ।
হ্যাক সয়িং (Hack sawing) :
হ্যাকস হস্ত দ্বারা পরিচালনা করে ধাতব বস্তুকে প্রয়োজনমাফিক কর্তন করার প্রণালিকে হ্যাক সয়িং বলা হয়ে থাকে । এটি ধাতু কর্তনের সহজ ও বহুলভাবে প্রচলিত একটি পদ্ধতি । এতে ব্যয় কম হলেও দক্ষতা ও কায়িক পরিশ্রমের প্রয়োজন রয়েছে। হ্যাক’স ব্লেড ভাঙার কারণ : হ্যাক সয়িংয়ে পর্যাপ্ত দক্ষতার অভাবে বাঁকা কর্তন হতে পারে এবং বার বার হ্যাক’স ব্লেড ভেঙে যেতে পারে ।
এটি ছাড়াও নিচের কারণসমূহের জন্যও হ্যাক’স ব্লেড ভেঙে যেতে পারে :
১. ধাতু ভেদে যথার্থ ব্লেডটি নির্বাচন না করলে ।
২. ব্লেডকে ফ্রেমের সাথে ঢিলেভাবে লাগানো থাকলে ।
৩. ব্লেডকে ফ্রেমের সাথে শক্তভাবে লাগানো থাকলে ।
৪. কাটবার সময় মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করলে ।
৫. কাটবার সময় ওয়ার্কপিচ্ স্থানচ্যুত হলে।
৬. কাটবার শেষ প্রান্তে চাপ বেশি প্রয়োগ করলে ।
৭. কর্তনের স্থান ভাইস হতে বেশি দূরে থাকলে ।
৮. বাঁকা কর্তন সোজা করে কাটতে চেষ্টা করলে ।
৯. প্রয়োজনে তৈলাক্তকরণ না করা হলে ।
হ্যাকস ব্যবহারকালীন সময়ের সতর্কতা সমূহ :
১. কর্তনযোগ্য দাগকে ভাইসের দ্বারা নিকটবর্তী স্থানে রেখে শক্তভাবে আটকাতে হবে ।
২. প্রথম কর্তন আরম্ভকালে ১০০ হতে ৩০০ কোনে ব্লেড পরিচালনার জন্য প্রয়োজনে বাম হাতের বৃদ্ধাঙুলির নখ দাগের পাশে রেখে, হ্যাক’স ব্লেড পরিচালনা আরম্ভ করতে হবে ।
৩. ব্লেডকে পরিমিত টাইপে ফ্রেমের সাথে উইং নাট ঘুরিয়ে আটকাতে হবে ।
৪. কর্তনকালে ব্লেড গরম হতে থাকলে প্রয়োজনে পানি/কাটিং কম্পাউন্ড ব্যবহার করতে হবে ।
৫. ব্লেডকে সহজে পরিচালনার নিমিত্তে এবং পুরু ওয়ার্কপিচ কর্তনের ক্ষেত্রে ব্লেড তৈলাক্ত করতে হবে ।
৬. কাটার শেষ প্রান্তে স্বল্পচাপে কাটতে হবে ।
প্রশ্নমালা-৪
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১. হ্যাকস বলতে কী বোঝায় ?
২ . হ্যাক’স-এর বিভিন্ন অংশের নাম লেখ ।
৩. কোর্স পিচ হ্যাকস কোন ক্ষেত্রে ব্যবহার উপযোগী?
8. কত ডিগ্রি কোণে প্রথম হ্যাক স পরিচালনা করতে হয় ?
৫. ফাইন পিচ হ্যাকস তে সেন্টিমিটারে কয়টি দাঁত থাকে?
৬. মিডিয়াম পিচ ব্লেডে প্রতি মি.মিটারে কয়টি দাঁত থাকে?
৭. হ্যাক’স কীভাবে ধরে পরিচালনা করতে হয়?
৮. হ্যাক সয়িংকালে কীভাবে দাঁড়াতে হয়?
৯. হ্যাকস ব্লেডকে কীভাবে টাইট দেওয়া হয়?
১০. হ্যাকস ব্লেড কোন দিকে পরিচালনা করলে কাটে?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. হ্যাক সয়িংকালে পালনীয় সতর্কতাসমূহ কী কী ?
২. হ্যাক’স-এর কী কী যত্ন নিতে হবে?
৩. হ্যাক’স ব্লেড ভেঙে যাওয়ার কারণসমূহ কী কী ?
৪. হ্যাক সয়িং পদ্ধতি ধারাবাহিকভাবে লেখ ।
৫. হ্যাক’স-এর বিভিন্ন অংশসমূহের নাম লেখ ।
৬. কোর্স পিচ ব্লেক বলতে কী বোঝায়?
৭. শেষ প্রান্তে এসে কীভাবে হ্যাক’স চালনা করতে হয়?
৮. কর্তনের সময় হ্যাক’স কে কীভাবে চালনা করতে হয় ?
৯. হ্যাক সয়িং বলতে কী বোঝায় ?
১০. ফাইন পিচ ব্লেড বলতে কী বোঝায়?
রচনামূলক প্রশ্ন :
১. হ্যাকস বলতে কী বোঝায়? এর বর্ণনা দাও ।
২. হ্যাকস ব্যবহারে সতর্কসমূহ কী কী?
৩. একটি হ্যাক’স-এর চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর ।
৪. ফ্রেমে হ্যাক’স ব্লেড সংযুক্তকরণ পদ্ধতি চিত্রসহ উল্লেখ কর ।
৫. হ্যাক সয়িং প্রণালি বিবৃত কর ।
আরও দেখুন :