হ্যাকস দ্বারা ধাতু কর্তন

আজকে আমাদের আলোচনার বিষয়-হ্যাকস দ্বারা ধাতু কর্তন

হ্যাকস দ্বারা ধাতু কর্তন

 টুলস নির্বাচন

পরিষ্কার করার কাজের জন্য ব্রাশ ও কাপড়ের টুকরা
নাও ৷
তৈলাক্ত করার জন্য অয়েল ক্যান নাও। লে-আউট কাজের জন্য সারফেজ প্লেট নাও।
ওয়াকপিচে প্রলেপ দেওয়ার জন্য রং ও তুলি নাও
ওয়ার্কপিচে লে-আউট বা মার্কিং কাজের জন্য নিচের

টুলসমূহ নাও

(১) ক্রাইবিং-ব্লক

(২) ট্রাই স্কোয়ার

(৩) ফাইবার

(৪) স্টিল রুল

(৫) টেমপ্লেট

(৭) হাতুড়ি

ওয়ার্ক পিচ আটকানোর জন্য ভাইস নাও।
হ্যাক’স ব্লেড এবং হ্যাক’স ফ্রেম নাও ।
চোখ রক্ষার জন্য গলস্ নাও ।

 

 

হ্যাকস দ্বারা ধাতু কর্তন

 

ওয়ার্কপিডে লে-আউট ও মার্কিং

– ওয়াকপিচ ভালোভাবে পরিষ্কার কর।

শুয়াকপিচের জলে তুলির সাহায্যে রঙের প্রলেপ দাও

স্টিল রুল ও ক্রাইবারের সাহায্যে ওয়ার্কপিচের তলে প্রয়োজনীয় দাগ পাও
প্রেয়োজন বোধে ক্রাইবিং ব্লক বা লেভেল প্রটেকটর ব্যবহার কর ।

মার্কিং করা রেখা স্থায়ী করার জন্য রেখার উপর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র করার জন্য পাঞ্চ ও হাতুড়ি ব্যবহার কর।

ওয়ার্কপিড আবদ্ধ কর
ভাইসের ক্রু তৈলাক্ত কর।

“অ” এর হাতল ঘুরিয়ে প্রয়োজন অনুযায়ী ‘জ’ সমূহ ফাঁক কর ।

– ভাইসের ‘জ’ এর চাপে ওয়াকপিতে যাতে দাগ না পড়ে সেই অন্য দুটি নরম ধাতব পাত ‘জ’ গুলোর

ভেতরের দিকে বসাও যাকে প্রটেকটিভ ‘জ’ কতার বলে। ওয়ার্কপিচ যেন নিচের দিকে নেমে না যায়, সে জন্য ওয়ার্ক

পিচের নিচে একটি কাঠের ব্লক স্থাপন কর।

ভাইসের হাতল ঘুরিয়ে ‘জ’ কে শক্ত করে আটকাও।

 

হ্যাকস দ্বারা ধাতু কর্তন

 হ্যাকস ব্লেড সেটকরণ : –

ব্লেডের সম্মুখপ্রাপ্ত শনাক্ত কর। -উইং নাটটি ঘুরিয়ে ব্লেডটি শক্তভাবে আটকাও । –

কার্যভেদে ব্লেডকে ফ্রেমের সাথে সমকোণেও আটকানো যায়।

-হ্যাকস ফ্রেমের উইং নাট ঘুরিয়ে ঢিলা কর । -কাজের উপযুক্ত ব্লেডটি ফ্রেমের নির্দিষ্ট স্থানে বসাও।

 হ্যাকস পরিচালনা করা :

– গগলস পরিধান কর।

-ওয়ার্ক টেবিলের সম্মুখে দুইপা ফাঁক করে দাঁড়াও

-এক হাত দ্বারা হ্যাকস ফ্রেমের হাতল ও অন্য হাতে ফ্রেমের সম্মুখপ্রাপ্ত শক্ত করে ধর। -ওয়ার্কপিচের মার্ক করা

স্থানে হ্যাক’স ব্লেড আস্তে করে বসাও।

 ধাতু কাটা সম্পন্ন কর :

– হ্যাকস ব্লেডকে লম্বভাবে রেখে ওয়ার্কপিচের সাথে ১০°-৩০° কোণে সম্মুখ দিকে নত করে বসাও। -হ্যাক সকে

নিচের দিকে অল্প চাপ প্রয়োগ করে সম্মুখ দিকের কয়েকবার চালনা কর । -ব্লেডের দাঁতসমূহ ধাতুকে ক্ষয় করে পথ

তৈরি করলে হ্যাকস -কে অনুভূমিকভাবে স্থাপন কর । -হ্যাক সকে নিচের দিকে পরিমিত চাপ প্রয়োগ করে চালনা করতে থাক। -হ্যাকসকে পশ্চাৎ দিকে চালনা করার সময় নিম্নমুখী চাপ প্রয়োগ করবে না।

নরম ধাতু কাটার সময় প্রতিমিনিটে ৫০ হতে ৬০ এবং শক্ত ধাতু কাটার সময় প্রতি মিনিটে ৩০-৪০ স্ট্রোকে হ্যাক’স চালনা কর।

 

হ্যাকস দ্বারা ধাতু কর্তন

 

ধাতু কাটার সময় ও পরে পরীক্ষাকরণ :

-হ্যাক’স চালনার সময় লক্ষ্য কর যে, ধাতু কাটা হচ্ছে কিনা । -ওয়ার্কপিচের মার্কিং অনুযায়ী কাটা হচ্ছে কিনা দেখ ।

– হ্যাকস চালনা করতে বাধাগ্রস্ত হলে হ্যাকস ব্লেডে অল্প পরিমাণ তেল বা কুল্যান্ট প্রয়োগ কর।

 

 

আরও দেখুন :

Leave a Comment