হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম

হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “ব্রেক পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম

হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম | ব্রেক পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

হুইল- সিলিন্ডার লাগানোর সময় প্রথমে ব্রেক-সুকে অ্যাঙ্কর পিন-এর সাহায্যে বেসপ্লেট বা ব্যাকিং প্লেটের (backing plate) সাথে সংযুক্ত করতে হবে

১। । ব্রেকস সম্পূর্ণভাবে ব্যাকিং প্লেটের সাথে স্থাপন করার পূর্বে হুইল- সিলিন্ডার যন্ত্রাদি যথাযথভাবে স্থাপন করতে হবে।

২। হুইল- সিলিন্ডারের মাঝখানে থাকে একটি স্প্রিং এবং দুই পার্শ্বে থাকে একটি রাবার বাকেট, একটি পিস্টন, রাবার বুট এবং একটি অ্যাকচুয়েটিং পিন। ৬.৩ চিত্রে উক্ত যন্ত্রাদির অবস্থান দেখানো হয়েছে। উভয় দিকের (হুইল সিলিন্ডারের মধ্যের) যন্ত্রসমূহ লাগানোর পর ব্রেক-সুকে অ্যাকচুয়েটিং পিন স্লটের সাথে যুক্ত করে হাত দ্বারা ধরে রাখতে হবে ।

৩। এমতাবস্থায় ব্রেক-সু রিটেইনারকে এর পিনের সাথে সংযুক্ত করে দিতে হবে। রিটেইনার পিনটিকে ব্যাকিং প্লেটের এবং ব্রেক-সু এর মধ্য দিয়ে ঢুকিয়ে রিটেইনার প্লেট দ্বারা সংযুক্ত করতে হয়। হুইল সিলিন্ডার খোলার পূর্বে ব্রেক অয়েল বের করে ফেলতে হয়।

হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম | ব্রেক পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

কার্যসম্পন্ন হলে পুনরায় অয়েল পূর্ণ করে দিতে হয়। রিটেইনার পিন ও রিটেইনারের মধ্যে একটি শাঙ্কব (conical) স্প্রিং থাকে। প্লায়ার দ্বারা চাপ প্রয়োগ করে রিটেইনারের খাঁজের (slot) মধ্যে প্রবেশ করিয়ে সামান্য ঘুরিয়ে দিতে হয়। এর ফলে রিটেইনার ব্রেক-সুকে তার স্বস্থানে থাকতে সাহায্য করে।

৪। এভাবে দুই বা ততোধিক ব্রেক-সুকে ব্যাকিং প্লেটের সাথে যুক্ত করে দিতে হয়। এমতাবস্থায় ব্রেক—সু রিটেইনার স্প্রিং লাগিয়ে দিতে হয়। এই স্প্রিং এক বা একাধিক থাকতে পারে। এই স্প্রিংগুলি আড়াআড়িভাবে দুই ব্রেক-সু-এর মধ্যে সংযোজন করা হয়। অবশ্য সব ব্রেক- পদ্ধতি একই রকম নাও হতে পারে। কোন কোন ব্রেক -পদ্ধতিতে এই স্প্রিং-এর এক প্রান্ত ব্রেক-সু-এর সাথে এবং অন্য প্রান্ত অ্যাঙ্কর পিন-এর সাথে আটকানো থাকে।

 

হুইল সিলিন্ডার লাগানোর নিয়ম | ব্রেক পদ্ধতি | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

৫। এখন ব্রেক ড্রামকে তার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে এবং হাত দ্বারা দুই একবার ঘুরিয়ে দেখতে হবে ব্রেক ড্রাম মুক্তভাবে (freely) ঘুরতে পারে কিনা।

৬। ব্রেক ড্রামের পরই সংযোজিত হবে চাকা বা হুইল। হুইল এটাচিং বোল্টে (wheel attaching bolt) প্রবেশ করাতে হবে এবং নাটসমূহ শক্ত করে দিতে হবে। এখন ব্রেক সংযোজন প্রক্রিয়া অনুসারে সংযোজন করে দিলেই ব্রেক -পদ্ধতি পূর্ণাঙ্গভাবে কার্যক্ষম হবে।

 

আরও দেখুনঃ