সঙ্গতিপূর্ণ ভাল্ভ , হাইড্রলিক ব্রেক পদ্ধতিতে একটি বিশেষ ধরনের ভাল্ভ ব্যবহার করা হয়। এতে প্রয়োজনের সময় পিছনের চাকার তুলনায় সম্মুখের চাকায় বেশী ব্রেক করা হয়। গাড়ীকে যখন জোরে ব্রেক করা হয় তখন গাড়ীর সমুদয় ভর ও ওজন সম্মুখের চাকায় বেশী পড়ে। তাই ঐ সময় সম্মুখের চাকায় বেশী কড়া ব্রেক হওয়া বাঞ্ছনীয় (পিছনের চাকার তুলনায়)। এ জন্যে এই বিশেষ ধরনের ভাল্ভ ব্যবহার করা হয়। তা না হলে পিছনের চাকা এদিক-ওদিক পিছলে বা ছিটকে যেতে পারে।
সঙ্গতিপূর্ণ ভাল্ভ | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং
মিটারিং ভাল্ভ (Metering valve) :
এই ভাল্ভ গাড়ীতে প্রথমে পিছনের চাকায় এবং পরে সম্মুখের চাকায় ব্রেক করতে সহায়তা করে থাকে। যদি প্রথমে সম্মুখের চাকায় ব্রেক হয় তাহলে গাড়ীটি ইতঃস্ততবিক্ষিপ্ত হয়ে পড়তে পারে অথবা পিছনের চাকা এদিক- ওদিক ছিটকে যেতে পারে।
কম্বিনেশন ভাল্ভ (Combination valve) :
কোন কোন গাড়ীতে একই ইউনিটের মধ্যে সতর্ককতার আলোর ভাল্ভ, মিটারিং ভাল্ভ এবং সঙ্গতিপূর্ণ ভাল্ভ থাকে এবং তাকেই কম্বিনেশন ভাল্ভ বলে।
ব্রেক ফ্লুইড (Brake fluid) :
এটি একটি বিশেষ ধরনের পদার্থ। এই তরল পদার্থ বিশেষ পদ্ধতিতে তৈরী হয়। এই তরল পদার্থের নিম্নলিখিত গুণাবলী থাকা একান্ত বাঞ্ছনীয় ।
- ১। প্রায় সকল তাপমাত্রায় সহজেই প্রবাহমান হওয়ার ক্ষমতা থাকে।
- ২। এই তরল পদার্থ সহজে বাষ্পীভূত হয় না। ৩। এই তরল পদার্থ বহুদিন অব্যবহৃত থাকলেও নষ্ট হয় না বা রাসায়নিক বিক্রিয়া হয় না।
- ৪। ব্রেক যন্ত্রাদি চলাচলে (পিচ্ছিলকরণে) সহায়তা করা।
- ৫। এটি ব্রেকের যন্ত্রসমূহকে মরিচা ধরার হাত থেকে রক্ষা করে।
- ৬। এটি রাবার যন্ত্রাদির কোন ক্ষতি করে না।
- ৭। তাপমাত্রা উঠানামা করলেও এটি বেশী পাতলা বা গাঢ় হয় না।
ব্রেকের কার্যক্ষমতা
ব্রেকের কার্যক্ষমতা বলতে বুঝায় ব্রেক প্যাডেল চাপার পর কত তাড়াতাড়ি গাড়ী থামে। যদি ব্রেক করার পর গাড়ীর গতি প্রতি সেকেন্ডে ৩২.২০ ফুট করে কমে যায় তাহলে ঐ গাড়ীর ব্ৰেক ভাল আছে বলে বুঝতে হবে। অর্থাৎ ঐ গাড়ীর ব্রেকের কার্যক্ষমতা ১০০% ।
ব্রেক পদ্ধতির অভিযোগ, দোষ এবং প্রতিকার
আরও দেখুনঃ
- মোটর গাড়ীর অয়েল লেভেল ইনডিকেটর | মোটর গাড়ীর বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল- ইঞ্জিনিয়ারিং
- লুবরিকেটিং পাম্পের বিভিন্ন অংশের নাম | মোটর গাড়ীর বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল-ইঞ্জিনিয়ারিং
- মোটর গাড়ীর লুবরিকেটিং পদ্ধতি | মোটর গাড়ীর বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল -ইঞ্জিনিয়ারিং
- মোটর গাড়ীর বিভিন্ন পদ্ধতি | অটোমোবিল -ইঞ্জিনিয়ারিং
- বিশেষ বিশেষ ধাতুর পরিচয় | তাপ ইঞ্জিন | অটোমোবিল -ইঞ্জিনিয়ারিং
- মোটরগাড়ি শিল্প