শীট মেটাল

শীট মেটাল – পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “শীট মেটাল ফিটিং, ওয়েল্ডিং-ডেনটিং ও পেইন্টিং” পাঠের অংশ। শীট মেটালের কাজে যেসব পাত বা সীট (sheet) ব্যবহৃত হয়, তা দুই ভাগে ভাগ করা যায় : (ক) গ্যালভানাইজড শীট ( galvanised sheet), অর্থাৎ এই শীটের উপর দস্তার (zinc) পাতলা প্রলেপ দেওয়া থাকে। ফলে এই জাতীয় শীটে মরিচা পড়ে না। (খ) ব্লাক শীট (Black sheet), অর্থাৎ এই জাতীয় শীটের উপর কোন প্রকার প্রলেপ দেওয়া থাকে না।

ফলে শীটের উপর তাড়াতাড়ি মরিচা পড়ে এবং নষ্ট হয়। শীট বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন দৈর্ঘ্য ১ থেকে ৩ মিটার এবং প্রস্থ ৭৫০ থেকে ৯০০ মি.মি.। শীটের পুরুত্ব বা বেধ (thickness) বার্মিংহাম গেজ (Birmingham Gauge, B.G) দ্বারা পরিমাপ করা হয়। মাপে সংখ্যা যত বেশী হবে শীটের বেধ্ন তত কম হবে, যেমন : ২৬ B.G শীট ২৪ B.G শীট হতে পাতলা।

শীট মেটাল

 

শীট মেটাল | শীট মেটাল ফিটিং, ওয়েল্ডিং-ডেনটিং ও পেইন্টিং | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

শীট কাটার যন্ত্র (Cutting tools) :

শীট কাটার যন্ত্র চার প্রকার : যেমন (ক) স্লিপ (snip), (খ) শীয়ার্স (shears), (গ) পাঞ্চ Punch), (ঘ) চিজেল (chisel)।

 

আকার দেওয়ার যন্ত্র (Forming tools) :

এটি চার প্রকার : যথা (ক) স্টেক (Stake), হাতুড়ি (Hammer), (গ) গ্রুভার (Groover), (ঘ) ডলি (Dolly)। 

 

চিহ্নিত করার যন্ত্র (Marking tools) :

(ক) উইং ডিভাইডার (wing divider), (খ) ট্রামেল (trammel), (গ) স্ট্রেট এজ (staight edge), (ঘ) ডট পাঞ্চ (Dot punch)।

 

শীট মেটাল | শীট মেটাল ফিটিং, ওয়েল্ডিং-ডেনটিং ও পেইন্টিং | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

হেম (Hem) :

মেটাল শীটের প্রান্তের তীক্ষ্ণধারকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রকার ভাঁজ দেওয়া হয়। হ্যাচেট স্টেক-এর সাহায্যে বাঁকিয়ে এবং ম্যালেটের সাহায্যে আঘাত করে এটি সম্পন্ন করা হয়। একে হেম বলে। হেম দুই প্রকার : যথা— (ক) সিঙ্গেল হেম (single hem), (খ) ডবল হেম (Double hem ) ।

 

সীম (Seam) :

শীট মেটালের কাজে প্রতিনিয়ত দুটি শীটের প্রান্তকে ভাঁজের সাহায্যে জোড়া দেওয়া হয়। এই জোড়াকে সীম বলে। কাজের এবং প্রয়োজনের বিভিন্নতার জন্য বিভিন্ন প্রকার সীমের প্রচলন দেখা যায়। যেমন : (ক) সিঙ্গেল সীম, (খ) ডবল সীম (গ) গ্রুভড সীম বাইরে (Grooved seam outside), (ঘ) গ্রুভড সীম ভিতরে (Grooved seam inside)। 

 

শীট মেটাল | শীট মেটাল ফিটিং, ওয়েল্ডিং-ডেনটিং ও পেইন্টিং | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

 

আরও দেখুনঃ