লোকোমোটিভ বয়লার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” এর “বাষ্পীয় বয়লার বা জেনারেটর” বিষয়ক পাঠ।
লোকোমোটিভ বয়লার
১৫.৩ চিত্র দ্বারা লোকোমোটিভ বয়লারের গঠন এবং কার্যক্রম দেখানো হয়েছে। এই জাতীয় বয়লার রেলওয়ে ইঞ্জিন এবং স্টেশনারী বয়লাররূপে ব্যবহার করা যায়। এটি অতিদ্রুত বাষ্প তৈরী করতে সক্ষম। এই বয়লার সাধারণত ৩৫০ পাঃ চাপ প্রতি বর্গইঞ্চিতে দিতে সক্ষম করে তৈরী করা হয়। গ্রেটে যখন অগ্নি সংযোগ করা হয়, তখনই উত্তপ্ত গ্যাসের সৃষ্টি হয়। ঐ গ্যাস বিভিন্ন টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ধূম্র বাক্সে যায় এবং সেখান থেকে চিমনি হয়ে বায়ুমন্ডলে বিলীন হয়ে যায়।
চুল্লি ও ফায়ার- টিউবগুলির চতুষ্পার্শ্বে পানি থাকার দরুন গরম হয়ে বাষ্পে পরিণত হয়। বাষ্প উৎপন্ন হয়ে গোলাকার গম্বুজ (dome) এবং বাষ্পে নির্দিষ্ট জায়গায় জমা হয়। যখন সুপারহিটেট বাষ্পের প্রয়োজন হয় তখন রেগুলেটরের সাহায্যে এবং বাষ্প পাইপের মাধ্যমে এই বাষ্প সুপারহিটারে আনা হয়। এখানে সুপার হিটার টিউবসমূহ ফ্লু গ্যাস পাইপের মধ্যেই স্থাপন করা থাকে।
বাষ্প সুপারহিটেট হয়ে পাইপের সাহায্যে তার গন্তব্য স্থানে যেমন, ইঞ্জিন সিলিন্ডার, টারবাইন পাম্প ইত্যাদি স্থানে যায়। অবশিষ্ট বাষ্প একজস্ট পাইপ দিয়ে বের হয়ে যায়। ফ্লু-গ্যাস যাতে চুল্লির সকল স্থানে সমভাবে প্রবাহিত হতে পারে এবং হাল্কা ছাই যাতে ফায়ার টিউবের মধ্যে যেতে পারে সেজন্য ইটের বেড়া দেওয়া হয়। গ্রেটের জ্বালানির তেজঃদীপ্ততা কমবেশী নিয়ন্ত্রণ করার জন্য কাঠি ব্যবহার করা হয়।
মেরিন বয়লার (ফায়ার টিউব বয়লার)
এ জাতীয় বয়লার খুবই মিতব্যয়িতার সাথে বড় বড় জাহাজে ব্যবহার করা হয়। একে মেরিন রিটার্ন টিউব বয়লারও বলা হয়। এই বয়লার সাধারণত ২৫০ পাউন্ড চাপ প্রতি বর্গ ইঞ্চিতে
বহনযোগ্য করে তৈরী করা হয়। ১৫.৪ চিত্র দ্বারা মেরিন বয়লারের গঠন ও কার্যক্রম দেখানো হয়েছে। এই বয়লারের কার্যক্রম ভার্টিক্যাল বয়লারের অনুরূপ।
আরও দেখুনঃ
1 thought on “লোকোমোটিভ বয়লার”