ফায়ার টিউব বয়লার

ফায়ার টিউব বয়লার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” এর “বাষ্পীয় বয়লার বা জেনারেটর” বিষয়ক পাঠ।

ফায়ার টিউব বয়লার

ফায়ার টিউব বয়লার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

এই বয়লারে টিউবসমূহের ভিতর দিয়ে উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয় এবং ঐ টিউবসমূহের চারদিকে পানি থাকে এবং টিউবসমূহের ভিতর দিয়ে ফ্ল-গ্যাস প্রবাহিত হয়। ফলে টিউবগুলি উত্তপ্ত হয় এবং পানি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। এই জাতীয় বয়লারকে ফায়ার টিউব বয়লার বলে। নিম্নে কয়েকটি ফায়ার টিউব বয়লারের উদাহরণ দেওয়া হলো।

(১) ভারটিক্যাল বয়লার (Vertical Boiler)

(২) করনিশ বয়লার (Cornish boiler)

(৩) ল্যাঙ্কাশায়ার বয়লার (Lancashire boiler )

(৪) লোকোমোটিভ রয়লার (Locomotive boiler)

(৫) স্কচমেরিন বয়লার (scotchmarin boiler)। 

 

ভারটিক্যাল টিউব বয়লারের কার্যপ্রণালী :

১৫.১ চিত্রের সাহায্যে এই বয়লারের গঠন ও কার্যক্রম দেখানো হয়েছে। গ্রেট (grate) একটি লোহার জালি বিশেষ। এর উপর 

 

ফায়ার টিউব বয়লার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

জ্বালানি প্রজ্বলিত হয় এবং চুল্লির মধ্যে ফ্লুগ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস ফায়ার পাইপ দ্বারা দহন প্রকোষ্ঠে যায় (combustion champer)। দহন প্রকোষ্ঠ এবং ধূম্র বাক্সের (smoke box) মধ্যবর্তী স্থানে কতকগুলি ফায়ার টিউব থাকে। ফ্লু-গ্যাস এই টিউবসমূহের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ধূম্র বাক্সে যায়।

 

ফায়ার টিউব বয়লার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

সেখান থেকে চিমনি দিয়ে বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে। চুল্লি এবং • ফায়ার টিউবগুলির চারদিকে পানিতে পরিপূর্ণ থাকে। ফ্লু-গ্যাসের প্রভাবে চুল্লির বডি ও ফায়ার টিউবগুলি খুবই উত্তপ্ত হয়। ফলে পানি আস্তে আস্তে গরম হয় এবং ক্রমান্বয়ে বাষ্পে পরিণত হয়ে বাষ্প রক্ষিত জায়গায় (steam space) জমা হয়। এই বাষ্পকে ভিজা বাষ্প (wet steam) বলে। এই বাষ্পে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকে বলে এই জাতীয় বাষ্প দ্বারা ইঞ্জিন, টারবাইন ইত্যাদি সুচারুরূপে পরিচালনা করা যায় না।

সেজন্য এই বাষ্পকে সুপার হিটারের সাহায্যে সুপারহিট করে অর্থাৎ অধিক তাপ প্রয়োগ করে অধিক শক্তিশালী বাষ্পে রূপান্তরিত করা হয়। ফলে বাষ্পের মধ্যে জলীয় কণার পরিমাণ লোপ পায় এবং বাষ্প খুবই ক্ষমতাসম্পন্ন অর্থাৎ উচ্চচাপ ও তাপযুক্ত হয়। তখন এই বাষ্প দ্বারা বড় ইঞ্জিন, টারবাইন পাম্প, কম্প্রেসরস ইত্যাদি অত্যন্ত সচারুরূপে পরিচালনা করা যায়। এই জাতীয় বয়লারের গঠনপ্রণালী অতি সহজ ও সরল এবং সাধারণত ১৫০ পাউন্ড চাপ (প্রতি বর্গইঞ্চিতে ক্ষমতাসম্পন্ন করে তৈরী করা হয়।

 

ফায়ার টিউব বয়লার | বাষ্পীয় বয়লার বা জেনারেটর | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

ফায়ারহোল দ্বারা চুল্লির মধ্যে জ্বালানি প্রবেশ করানো হয় এবং জ্বালানির অবস্থা নির্ণয় করা যায়। গ্রেটের উপর কয়লা জ্বালানো হয় এবং ছাইদানিতে এসে ছাইগুলি জমা হয়। বয়লারের সব পানি নিষ্কাশনের প্রয়োজন হলে হ্যান্ডহোলের সাহায্যে তা করা হয়। চুল্লি থেকে হাল্কা ছাইগুলি এসে ধূম্র বাক্সে জমা হয়। এই জমাকৃত ছাই দূরীভূত করার জন্য ধূম্র বাক্সের দরজা (door) খুলে দেওয়া হয়। বয়লারের মধ্যে প্রয়োজনীয় মেরামত ও ধৌত কার্য সুসম্পন্ন করার জন্য ম্যানহোল ব্যবহার করা হয়।

 

আরও দেখুনঃ

1 thought on “ফায়ার টিউব বয়লার”

Leave a Comment