আজকে আমাদের আলোচনার বিষয় -ফাইলিং প্রক্রিয়া
ফাইলিং প্রক্রিয়া Filing Process
ফাইল সম্পর্কে বর্ণনা :
ফাইল এক ধরনের হস্তচালিত কাটিং টুল। চলতি বাংলায় ফাইলকে ‘উত্থা’ বা ‘রেত’ বলে। ফাইল এমন একটি হস্তচালিত টুলস যাতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তীক্ষ্ণ কাটিং পয়েন্ট থাকে। ব্যবহারকালীন চাপের ফলে ফাইলের উল্লিখিত দাঁতসমূহ বস্তুর ভিতরে প্রবেশ করে এবং সম্মুখ দিকে চালনার সময় বস্তুকে ক্ষয় ও মসৃণ করে । সুতরাং যে হস্তচালিত টুলস দ্বারা ধাতব বস্তু, প্লাস্টিক ও কাঠের বস্তুকে ঘর্ষণপূর্বক ক্ষয় ও মসৃণ করা হয়, তাকে ফাইল বলে।
ফাইলের গঠন : ফাইল নিচের অংশসমূহ নিয়ে হাইস্টিল কার্বন বা টুলস স্টিলের ন্যায় শক্ত ধাতু দ্বারা তৈরি।
ক. ট্যাং (Tang)
খ. ছিল ( Hell)
গ. এজ (Edge)ঘ. মুখ (Face )
৩. মাথা/টিপ (Tip)
ফাইলের শ্রেণিভেদ :
দাঁত কর্তনের আকৃতির উপর ভিত্তি করে ফাইলকে চারটি ভাগে ভাগ করা যায় :
ক. সিঙ্গেল কাট ফাইল,
খ. গ. কাৰ্ত্ত টুথ
গ. ডাবল কাট/ক্রসকাট ফাইল,
ঘ. রেসপ
আকৃতি অনুসারে ফাইল আবার হয় প্রকার : যেমন :
A. ফ্ল্যাট ফাইল (Flat File)
Double-Cut
Fig. 2
Curved Tooth
B. চতুষ্কোণী ফাইল (Square File)
ফাইলিং প্রক্রিয়া
C. গোলাকার ফাইল (Round File)
D. অর্ধগোলকার ফাইল (Half Founded File)
B. ত্রিকোণী ফাইল (Traingular File)
F. নাইফ ফাইল (Knife File)।
![ফাইলিং প্রক্রিয়া 2 ফাইলিং প্রক্রিয়া](https://automotivegoln.com/wp-content/uploads/2023/08/Screenshot-2023-08-09-175525.png.webp)
ফাইলিং (Filing):
অসম ধাতব বস্তুর তলকে অসংখ্য তীক্ষ্ণ সমান্তরাল দাঁত বিশিষ্ট, আকৃতির ফাইল দ্বারা ঘর্ষণের মাধ্যমে ক্ষয় করে ধাতব কণাকে অপসারণপূর্বক সমতলকরণের প্রক্রিয়াকে ফাইলিং বলে । ফাইলিং পদ্ধতিতে ধাতব বস্তুর পৃষ্ঠ হতে ঘর্ষণের ফলে ফাইলের দাঁত বস্তুকে ছোট ছোট কণায় কর্তন করে অসমতলকে সমতল করতে বা অপ্রয়োজনীয় ধাতু অপসারণ করতে সাহায্য করে ।
ফাইলিং পদ্ধতি (Filing Processes) :
নিম্নে বিভিন্ন প্রকার ফাইলিং পদ্ধতি বর্ণনা করা হলো—
ক) স্ট্রেইট ফাইলিং : এই পদ্ধতিতে ফাইলকে সরলভাবে চালনা করতে হয় ।
খ) ক্রস ফাইলিং : অধিক ধাতু ক্ষয়করণের নিমিত্তে ধাতব তলের সঙ্গে আনুমানিক ৪৫° কোণে এ জাতীয় ফাইলিং করা হয়। দিক পরিবর্তন করে ফাইলিং করাকে ক্রস ফাইলিং বলে ।
গ) ডায়গনাল ফাইলিং । অপেক্ষাকৃত কম ধাতু ক্ষয়করণে কোণাকুণিভাবে এ জাতীয় ফাইলিং করা হয় ।
ঘ) ড্র-ফাইলিং। পূর্বের ফাইলিংয়ের আঁচড়ের দাগসমূহ দূর করে ধাতব তল ও পার্শ্বতলকে মসৃণকরণের জন্য এ জাতীয় ফাইলিং করা হয় ।
ঙ) রাউন্ড ফাইলিং : কোনো ধাতব বস্তুর কোণসমূহ গোলাকার করতে বা গোলাকার ও অর্থ-গোলাকার বস্তুর উপর ফাইলিং করতে এ পদ্ধতি ব্যবহার করা হয় ।
![ফাইলিং প্রক্রিয়া 3 ফাইলিং প্রক্রিয়া](https://automotivegoln.com/wp-content/uploads/2023/08/Screenshot-2023-08-09-175545-Copy.png.webp)
ফাইলিং-কালীন সময়ে পালনীয় সতর্কতা :
ফাইলিং-এর সময় নিচের সতর্কতাসমূহ পালন করা বাঞ্ছনীয় :
১. ফাইলিং-এর সময় সম্মুখ দিকে পরিচালনা কালে পরিমিত চাপে পরিচালনা করা উচিত এবং পশ্চাৎ দিকে পরিচালনার সময় চাপ দেওয়া উচিত নয় । ফাইলিংকরণের কিছু সময় পর ফাইলের দাঁতের অ্যাঙ্গেল বরাবর স্টিল ব্রাশ পরিচালনা করে ফাইলের দাঁতের মধ্য হতে ধাতব কণা পরিষ্কার করা উচিত ।
৩. ড্র ফাইলিং কালে মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করা উচিত নয় ।
৪. ফাইলিং-এর সময় ধাতুচূর্ণ পরিষ্কারকরণের জন্য জব বা ফাইলের উপর ফুঁ দেওয়া উচিত নয় । ফাইলের পরিচর্যা/রক্ষণাবেক্ষণ (Maintanance of Fill) : দীর্ঘদিন ব্যবহারের নিমিত্তে ফাইলের যথার্থ পরিচর্যা/রক্ষণাবেক্ষণের জন্য নিচের প্রদত্ত নিয়মসমূহ পালন করা উচিত ।
১. ফাইল ও ফাইলের হাতলকে সর্বদা গ্রিজ ও তৈলাক্তমুক্ত রাখতে হবে ।
২. নতুন অবস্থায় ফাইলকে তামা পিতলের ন্যায় নতুন ও নরম ধাতুর উপর ব্যবহার করতে হয়, অন্যথায় এর দাঁতের তীক্ষ্ণতা নষ্ট হয়ে যায় ।
৩. কার্যান্তে ফাইলকে উত্তমরূপে পরিষ্কার করে নির্ধারিত ভাঁজে সংরক্ষণ করতে হবে ।
![ফাইলিং প্রক্রিয়া 4 ফাইলিং প্রক্রিয়া](https://automotivegoln.com/wp-content/uploads/2023/08/Screenshot-2023-08-09-175614.png.webp)
প্রশ্নমালা-৬
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১. হিল কাকে বলে ?
২. চলতি বাংলায় ফাইলকে কী বলে?
৩. দাঁত কর্তনের আকৃতির উপর ভিত্তি করে ফাইলকে কয় ভাগে ভাগ করা যায় ?
৪. দিক পরিবর্তন করে ফাইলিং করাকে কী বলে?
৫. ফাইল ও ফাইলের হাতলকে সর্বদা কি মুক্ত রাখতে হয়?
৬. ট্যাং কাকে বলে ?
৭. ড্র ফাইলিং কী?
৮. সিঙ্গেল কাট ফাইল কাকে বলে?
৯. ড্র ফাইলিং কালে মাত্রাতিরিক্ত কী করা উচিত নয়?
১০. টিপ কাকে বলে?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. ফাইল বলতে কী বোঝায় ?
২. ডাবল কাট ফাইলের দাঁতগুলো কীরূপ অবস্থায় থাকে ?
৩. একটি ফাইল কী কী অংশ নিয়ে গঠিত ?
৪. ফাইলিং বলতে কী বোঝায়?
৫. ডায়াগোনাল ফাইলিং কাকে বলে?
৬. বাস্টার্ড ফাইলের গঠন কীরূপ হয়?
৭. রাউন্ড ফাইলিং কাকে বলে?
৮. ফাইলিং রক্ষণাবেক্ষণ বলতে কী বোঝায়?
৯. ড্র ফাইলিং বলতে কী বোঝায় ?
রচনামূলক প্রশ্ন :
১. ফাইল বলতে কী বোঝায়? ফাইলের বিভিন্ন প্রকার শ্রেণিবিভাগ বর্ণনা কর ।
২. ফাইলিং পদ্ধতি বলতে কী বোঝায়? বিভিন্ন প্রকার ফাইলিং পদ্ধতির বর্ণনা দাও ।
৩. ফাইলিং-এর সময় যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে হয় তা বিস্তারিত আলোচনা কর ।
৪. ফাইলিং-এর রক্ষণাবেক্ষণ কীভাবে করতে হয় আলোচনা কর ।
৫. ফাইলের প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার উল্লেখ কর ।
আরও দেখুন :