অটোমোটিভ নিউজ আপডেটে আপনাকে স্বাগত।
আজকের আলোচনার বিযয় : বাজার থেকে ৩ লাখ ৬০ হাজারের বেশি গাড়ি তুলে নিল টেসলা, বাড়ছে দাম, কমছে বিক্রি , ইলেক্ট্রিক গাড়ী, যা চলবে এই চার্জে ৪০০ কিলোমিটার
অটোমোটিভ খবর সম্পৃক্ত সকল বিষয়ে সম্প্রতি ঘটনাবলির আপডেট দিতে, আমাদের আজকের আয়োজন।
বাজার থেকে ৩ লাখ ৬০ হাজারের বেশি গাড়ি তুলে নিল টেসলা.
সম্প্রতি জনপ্রিয়তা তুঙ্গে থাকা ইলন মাস্ক এর কোম্পানী টেসলা তাদের ৩ লাখ ৬০ হাজার থেকেও বেশী গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে । গাড়িগুলোর স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যারে রয়েছে দুর্ঘটনার উচ্চ ঝুঁকি সমস্যা সমাধানের জন্য
গাড়িগুলোতে নতুন আপডেট দেয়ার কথা বলছে টেসলা ভুল রাস্তায় গাড়ি চালানো, পথচারী না দেখা থেকে নানা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ছে এই স্বয়ংক্রিয় সফটওয়্যারে চালানো গাড়িগুলো সফটওয়্যারের ত্রুটিতে চীন ও কানাডাতে ঘটেছে গাড়ি দুর্ঘটনা বাজার থেকে তুলে নেয়া মডেলগুলো ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে নামানো হয়েছিল।
দেশের রাস্তায় দেখা মিলছে টেসলা-অডির দামি বৈদ্যুতিক গাড়ি
বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশে এ ধরনের গাড়ির আমদানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর আমদানি বাড়ছে। এক-দুটি থেকে শুরু করে এ ধরনের গাড়ির আমদানি এখন অর্ধশতাধিক ছাড়িয়ে গেছে।
বৈদ্যুতিক গাড়ির মধ্যে সবচেয়ে আলোচিত টেসলা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই বৈদ্যুতিক গাড়িও এখন বাংলাদেশের রাস্তায় চলছে। সংখ্যায় কম হলেও পথ চলতে পথচারীর চোখে পড়তে পারে এ ধরনের গাড়ি। তবে শুধু টেসলাই নয়, ইউরোপের অডি, মার্সিডিজ কিংবা পোরশে ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়িও চলছে দেশের রাস্তায়।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, দেশে প্রথম টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি হয় ২০১৭ সালে। ঢাকার রয়েল মোটরস নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা গাড়িটির আমদানিমূল্য ছিল প্রায় ৮২ হাজার ব্রিটিশ পাউন্ড বা ১ কোটি ১৩ লাখ টাকা।
শুল্ক–করসহ গাড়িটি আমদানিতে খরচ পড়ে ২ কোটি ১৫ লাখ টাকা। এটিসহ এখন পর্যন্ত টেসলার পাঁচটি বৈদ্যুতিক গাড়ি আমদানি হয়েছে। এর মধ্যে টিবিএইচ কোম্পানি দুটি গাড়ি এবং বিগ অটোমোবাইলস ও আরপিএম মোটরস একটি করে টেসলা গাড়ি আমদানি করেছে।
ফোর্ডের কারখানা কিনল টাটা
ভারতে কারখানা বন্ধ করে দেবে মার্কিন গাড়ি কোম্পানি ফোর্ড আর সেই কারখানা কিনে নেবে ভারতের টাটা গোষ্ঠী । তাদের মধ্য চুক্তিও হয়েছে। ৯ কোটি ১৫ লাখ ডলারে ভারতের গুজরাট প্রদেশে অবস্থিত এই কারখানা টাটা কিনে নিচ্ছে ।
ফোর্ড ভারতের মাটিতে কারখানা পরিচালনা করেছে দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু তারা কোন মুনাফা করতে না পারায়ই তাদের এই কারখানা বিক্রি করা। ফোর্ড গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতে উৎপাদন বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে যার সাথে পরোক্ষভাবে অন্তত ২০ হাজার কর্মসংস্থান জড়িত ।
টাটা মোটরস জানিয়েছে, ফোর্ডের যোগ্য কর্মীদেরও নেবে তারা। টাটা মোটরস প্যাসেঞ্জারস ভেহিকেলের ব্যবস্থাপনা পরিচালক শৈলেশ চন্দ্র ইকোনমিক টাইমসকে বলেন, ওই কারখানার জন্য নতুন যন্ত্রপাতি এবং সরঞ্জাম কেনা হবে, যাতে সেখানে বৈদ্যুতিক গাড়ি তৈরি করা যায়। কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা দাঁড়াবে তিন লাখ ইউনিট, তা চার লাখ পর্যন্ত বাড়ানো যাবে।
বাড়ছে দাম, কমছে বিক্রি
গত দুই মাসে গাড়ির বিক্রয়কেন্দ্রগুলোতে ক্রেতার উপস্থিতি কমেছে প্রায় ৩০ শতাংশ। আমদানি কমেছে প্রায় ৩৫ শতাংশ। আর গাড়ি বিক্রি কমেছে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ। রাজধানীর বেশ কয়েকটি গাড়ির বিক্রয়কেন্দ্র ঘুরে এই তথ্য পাওয়া যায়।
রাজধানীর কাকরাইলে অবস্থিত স্টার কার হাউসের বিক্রয়কেন্দ্রে গতকাল সোমবার দুপুরে একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার হামিদুল ইসলাম। এ সময় বেচাকেনার পরিস্থিতি জানতে চাইলে হামিদুল ইসলাম বলেন, গত কয়েক মাস ধরে ক্রেতা একেবারেই কমে গেছে। আগে দিনে গড়ে ১০-১৫ ক্রেতা শোরুমে এসে গাড়ির খোঁজখবর নিতেন। এখন দিনে দুই-চারজনের বেশি ক্রেতার দেখা মিলছে না। এ ছাড়া আমরা অনলাইনে গাড়ি প্রদর্শন করি। সেখান থেকেও অনেকে খোঁজখবর নিতেন। এখন সেখান থেকে সাড়া কম।
রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা জানিয়েছেন, বর্তমানে রিকন্ডিশন্ড গাড়ির বিক্রি বেশি কমেছে। গত তিন মাসে রিকন্ডিশন্ড গাড়ির বিক্রি ৪০ শতাংশ ও নতুন গাড়ির বিক্রি ২০ শতাংশ কমেছে।
ইলেক্ট্রিক গাড়ী, যা চলবে এই চার্জে ৪০০ কিলোমিটার
টাটা নিক্সন ইলেকট্রিক গাড়ির নতুন একটি ভার্সন আনছে টাটা মোটরস। গাড়িটি একবারের চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে । ২০২০ সালে ভারতে টাটা নিক্সেন প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে। আগের মডেলের মতোই নতুন টাটা নিক্সন ইভিটিও ৩০.২ কেডব্লুএইচ ভার্সন বাজারে আনা হচ্ছে। নতুন গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। সেই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে নতুন টাটা নিক্সন ইভির ব্যাটারি। গাড়িতে এমনই একটি বড় ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, এতে একবার চার্জেই ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে গাড়িটি।
— খবর– খবর– খবর– খবর– খবর– খবর– খবর
অটোমোটিভ খবরের সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন
আরও দেখুনঃ