ছোট বড় গোলাকার ছিদ্রের জন্য ড্রিলের ব্যবহার – এই পাঠটি “অটোমোবিল ইঞ্জিনিয়ারিং” বিষয়ের “ছোট বড় গোলাকার ছিদ্রের জন্য ড্রিলের ব্যবহার” অধ্যায়ের একটি পাঠ।
ছোট বড় গোলাকার ছিদ্রের জন্য ড্রিলের ব্যবহার
ড্রিল (Drill):
আমাদের দেশে একে ভ্রমর বলে। বিভিন্ন প্রকার ধাতুর মধ্যে ছোট-বড় গোলাকার ছিদ্র করার জন্য এটি ব্যবহার করা হয়। ইহা সাধারণত হাই-স্পীড স্টীল অথবা হাই-কারবন স্টীল দ্বারা নির্মিত। ড্রিল বা ভ্রমরকে দুই ভাগে ভাগ করা যায়। যেমনঃ
(১) টুইস্ট ড্রিল বা মোচড়ানো ভ্রমর (Twist drill)
(২) ফ্ল্যাট ড্রিল বা চ্যাপ্টা ভ্রমর (Flat drill)
ট্যাং (tang), শ্যাঙ্ক (shank), বডি (body), ফ্রুট (flute), মার্জিন (margin), লিপ (lip) অথবা কাটিং এজ (cutting edge) এবং ডেড সেন্টার ইত্যাদি অংশ নিয়ে ভ্রমর গঠিত। ১.৮৪ চিত্রে মোচড়ানো ভ্রমর এবং ১.৮৫ চিত্রে চ্যাপ্টা ভ্রমর দেখানো হয়েছে।
ভ্রমরের শ্যাঙ্ক, যা ড্রিলিং মেশিনের স্পিগুলের মধ্যে অথবা স্লিভ-এর মধ্যে ধারণ করা হয়ে থাকে। শ্যাঙ্ক তিন ভাগে ভাগ করা যায়। যথা : (ক) টেপার শ্যাঙ্ক, (খ) সরল শ্যাঙ্ক এবং (গ) স্কয়ার টেপার। ১.৮৬ চিত্রে তিনটি শ্যাঙ্ক দেখানো হলো।
ড্রি-লিং মেশিন (Drilling machine):
পাওয়ার শপসহ অন্যান্য শপে বিভিন্ন কাজে বিভিন্ন ধাতু ছিদ্র করার দরকার হয়। তাই শপে বিভিন্ন প্রকার ড্রিলিং মেশিন ব্যবহার করা হয়। যেমন :
১. ভার্টিক্যাল স্পিণ্ডল ড্রি-লিং মেশিন (Vertical spindle drilling machine)
২. বৈদ্যুতিক ড্রি-লিং মেশিন (Electrical drilling machine),
৩. বেঞ্চ ড্রি-লিং মেশিন (Bench drilling machine),
8 হ্যান্ড ড্রি-লিং মেশিন (Hand drilling machine),
৫. ব্রেস্ট ড্রি-লিং মেশিন (Breast drilling machine)।
নিম্নে শক্তিচালিত ভার্টিক্যাল স্পিণ্ডল ড্রি-লিং মেশিনের কার্যক্রম বর্ণনা করা হলো। ইহা প্যাডেল D, ফার্স্ট বা প্রথম পুলি P1, লুজ বা ঢিলা পুলি P2, C1 ও C2 স্তরবিশিষ্ট পুলি, বেভেল গিয়ার B1, B2, স্পিণ্ডল S, ফিড লিভার F, ফিড্ হুইল W, স্লীভ L, মেশিন ভাইস V, T-টেবিল এবং র্যাক R, নিয়ে গঠিত। ১.৮৭ চিত্রে এই জাতীয় ড্রি-লিং মেশিনের গঠন ও কার্যক্রম দেখানো হলো।
বিদ্যুৎ সরবরাহ নিয়মিত থাকলে এবং বেল্ট ভাল থাকলে প্যাডেল D তে পা দিলে চাপ দিলে চাপের তারতম্য অনুসারে বেল্ট প্রথম পুলি বা ঢিলা পুলির উপর উঠে। প্রথম পুলি P এবং ঢিলা পুলি P♭বেল্টের সাহায্যে লাইন শ্যাফটের পুলির সাথে যুক্ত থাকে। ইহার ফলে বেল্ট যখন প্রথম পুলির উপর উঠে তখন ড্রি-লিং মেশিনটি ঘুরতে থাকে।
আবার বেল্ট যখন ঢিলা পুলির উপর উঠে তখন ড্রি-লিং মেশিন ঘোরা বন্ধ হয়ে যায়। প্রথম পুলির (Pi) সাথে স্টেপড পুলি (Ci) একই শ্যাফটের সাথে কী (key) দিয়ে আটকানো থাকে বিধায় প্রথম পুলি ঘুরলে স্টেপড পুলিও ঘুরতে থাকে। স্টেপড পুলি C এবং C2 বেল্ট দ্বারা একে অপরের সাথে সংযুক্ত। এজন্য স্টেপড পুলি C ঘুরলে স্টেপড পুলি C2 ঘুরতে থাকে। কি পরিমাণে পুলিদ্বয় ঘুরবে তা নির্ভর করে উভয় পুলির ব্যাসের উপর।
কার্যত প্রথম পুলিই (Pi) ড্রি-ল মেশিনটিকে ঘুরায় এবং স্টেপড পুলিতে যত থাক (steps) থাকে ড্রি-ল মেশিন ততবারই ঘুরবে। ফিড হুইল (W) ঘুরালে স্পিগুল (S), স্লিভ (L) এর মধ্য দিয়ে নিচে নেমে যাবে অথবা উপরে দিকে উঠবে (ফিড হুইল ঘূর্ণনের গতির দিকের উপর নির্ভর করে)। ড্রি-ল মেশিনটি এই স্পিণ্ডলের সাথে প্রত্যক্ষভাবে অথবা ড্রি-ল চাক (drill chuck)-এর মাধ্যমে শক্তভাবে আবদ্ধ থাকে বলে এটিও সাথে সাথে নেমে আসে অথবা উপরে উঠে। টেবিল (T), র্যাক (R) এর সাথে যুক্ত থাকে বলে এটিকে যে কোন উচ্চতায় রাখা যায়।
মেশিন ডাইস (V) টেবিল (T) -এর সাথে শক্তভাবে আবদ্ধ। তাই টেবিল উঠা- নামা করলে ডাইসটিও উঠা-নামা করে। কোন ধাতুখণ্ড ছিদ্র করার দরকার হলে ভাইসে (V) দৃঢ়ভাবে বেঁধে নিতে হয়। অতঃপর ড্রি-ল বিট দ্বারা ছিদ্র করতে হয়।
বেঞ্চ ড্রি-ল (Bench drill):
১.৮৮ চিত্রে হস্তাচলিত বেঞ্চ ড্রি-লিং মেশিনের গঠন, আকৃতি ও কার্যক্রম দেখানো হয়েছে। ১.৮৯ চিত্রে বিদ্যুৎচালিত বেঞ্চ ড্রি-লিং মেশিনের গঠন, আকৃতি ও কার্যক্রম দেখানো হয়েছে। ১.৯০ চিত্রে হ্যাণ্ড ড্রি-লের গঠন ও আকৃতি এবং কার্যক্রম দেখানো হলো। ছোট, হাল্কা কাজ সম্পাদনের জন্য হ্যান্ড ড্রি-ল ব্যবহার করা হয়। এই ড্রি-ল যে কোন স্থানে নিয়ে যাওয়া যায় এবং ব্যবহার করা যায় ।
১,৮৯ (ক) চিত্রে ব্রেস্ট ড্রিলের (breast drill) গঠন, কার্যক্রম ও আকৃতি দেখানো হয়েছে। এমন কিছু স্থান আছে যেখানে হাতের চাপে ড্রিল ব্যবহার করা হয়। কিন্তু সেইসব জায়গায় বুকের চাপে কাজ করা অধিক সুবিধাজনক।
আরও দেখুনঃ
4 thoughts on “ছোট বড় গোলাকার ছিদ্রের জন্য ড্রিলের ব্যবহার”