ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

আজকে আমাদের আলোচনার বিষয় ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

হাতে প্যাচ কাটা

প্রকৌশল ও কারিগরি কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে নাট, বোল্ট, স্টাফ ইত্যাদি ব্যবহৃত হয়। অটোমোটিভ কর্মশালায় এদের ব্যবহার সর্বাধিক। যে সকল স্থানে নাট-বোল্ট, স্ক্রু ও স্টাড আটকাতে হয়, ঐ সকল স্থানে যথাক্রমে ধাতুর ভিতরে ও বাহিরে কতকগুলো একই কৌণিক অবস্থানে ধাতব খাঁজ কাটা থাকে। এ খাঁজসমূহকে প্যাচ বা থ্রেড (Thread) বলা হয়ে থাকে। প্যাঁচের উঁচু অংশকে ক্রেস্ট (Crest) ও নিচু অংশকে রুট (Root) বলে।

ধাতুর বাহিরে এ জাতীর প্যাচ কর্তন করা হলে তাকে বাহিরের প্যাঁচ (External Thread) এবং ভিতরে হলে ভিতরের প্যাঁচ (Internal Thread) বলে। উল্লেখ্য, প্যাচ মেশিনে ও হাতে ফেটে তৈরি করা হয়ে থাকে। একই পরিমাপের অধিক সংখ্যক বস্তুতে দ্রুত প্যাঁচ কর্তনের জন্য মেশিন দ্বারা কাটাই উত্তম। কিন্তু এ ক্ষেত্রে মেশিন ও মেশিন লগ এবং মেশিন পরিচালনার জন্য দক্ষ কর্মীর প্রয়োজন পড়ে।

রিপেয়ার ও মেরামতের ক্ষেত্রে মাঝে মাঝে এক দিকে যেমন দুইচারটি নাট তৈরি করতে হয়, আবার রোস্ট, স্টাড ও ক্ষুণ্ড তৈরি করতে হয় । যে স্থানে এ সকল আটকানোর বা ব্যবহার করতে হয় ঐ সকল স্থানের প্যাচ নষ্ট হয়ে গেলেও পুনরায় স্ট্যাচ কাটতে হয়। এ সকল ক্ষেত্রে হস্তচালিত টুলস যারা প্যাচ কর্তন শ্রেয়। সাধারণত ধাতব বস্তুর বাইরে প্যাঁচ কেটে বোল্ট, স্টাড ও ক্রু তৈরি করতে ডাই (Dic) নামক হস্তচালিত টুলস ব্যবহৃত হয় ।

পক্ষান্তরে নাটের ভিতর ও ধাতব বস্তুর ছিদ্রে প্যাচ কাটার জন্য যে হস্তচালিত ‘টুলস ব্যবহৃত হয় ডাকে ‘ট্যাপ (Tap) বলা হয় । এরূপ ডাই কিংবা ‘ট্যাপ দ্বারা গোলাকার ধাতব বস্তুর বাহির কিংবা ভিতরে থ্রেড কাটার প্রক্রিয়াকে হাতে প্যাঁচ কাটা (Manual Thread Cutting) বলে।

হাতে কাটা প্যাচের স্ট্যান্ডার্ডগুলোর নাম

কু যেন্ত অর্থাৎ প্যাচ প্রধানত দুই প্রকাররের হয়। যেমন-

১. ক্ষরার গ্রেড (Square Thread)

২. ভী (Voe Thread)

স্কয়ার প্রেড কখনও মেশিন ব্যতীত হাতে কাটা যায় না ।

 

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

চিত্র : ক. ক্ষরান

পক্ষান্তরে ভী গ্রেড হাতে ও মেশিনে দুইভাবেই কাটা সম্ভব। করার প্রেত ভারী লোড বহন করে বিধায় হাতে প্যাচ কাটার থ্রেড বলা হয় না। শুধু স্ত্রী গ্রেডকে হাতে প্যাঁচ কাটার থ্রেড বলা হয়ে থাকে যার মুখ্য স্টান্ডার্ডসমূহের নাম নিচে উল্লেখ করা হলো-
ভী গ্রেড/প্যাচ তিনটি স্ট্যান্ডার্ডের হয়-

ক. ব্রিটিশ স্ট্যান্ডার্ড গ্রেড

খ. আমেরিকান স্ট্যান্ডার্ড গ্রেড

গ. আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড থ্রেড

ট্যাপ-সাইজ ড্রিল

হাতে প্যাচ কর্তনের পূর্বে ধাতুর ভিতরে একটি পরিমাপ মতো গ্রিকরণের প্রয়োজন পড়ে। জিনিং প্রক্রিয়ার মাধ্যমে এ ছিদ্রকরণের কাজ সম্পন্ন করতে হয়। তারপর হয় দ্বারা চালিত ট্যাপ নামক হ্যাড টুলসটি ট্যাপ রেঞ্চ দ্বারা পরিচালনা করে এ অন্তঃপ্যাচ কর্তনের কাজটি সম্পন্ন করতে হয়।

প্যাঁচের পিচ/গভীরতার পরিমাণ বিবেচনা করে বা হিসেব কষে সর্বদা যে পরিমাপের ট্যাপ অন্তঃপ্যাচ কর্তনে ব্যবহৃত হবে তার চেয়ে ব্যাসের দিক দিয়ে ছোট সাইজের জিন্সবিট চালিয়ে ট্যাপ পরিচালনার জন্য ছিদ্রটি ড্রিলিং করতে হয় । আর এ ছিদ্রকে ট্যাপ-সাইজ ড্রিল, সংক্ষেপে TS.D. বলে।

 

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

চিত্র : ১.৪ ট্যাপ সাইজ ড্রিল

ট্যাপ সাইজ ড্রিল হিসেব করার পদ্ধতি :

T.S.D = ট্যাপ সাইজ

D = থ্রেড/ট্যাপের সাইজ

P = গ্রেড পিচ

ট্যাপ সাইজ ড্রিল আমেরিকান ও মেট্রিক পদ্ধতিতে TS.D=D-P

‘ট্যাপ সাইজ ড্রিল ব্রিটিশ পদ্ধতিতে T.S.D =D – 1.28P
মনে রাখতে হবে, আমেরিকান ও মেট্রিক পদ্ধতির প্রত্যেকটি পরিমাপ মিঃ মিটারে ও ব্রিটিশ পদ্ধতির প্রত্যেকটি মাপ
ইঞ্চিতে গণনা করা হয় ।

ডাই-স্টক নির্বাচন

ডাই-স্টক একটি লিভার বা রেঞ্চ বিশেষ যাতে দুটি হাতল রয়েছে এবং মধ্যবর্তী স্থানে নির্বাচিত ডাইকে স্থাপন ও অনড়করণের ব্যবস্থা রয়েছে । ডাই-স্টক মূলত দুই প্রকারের হয় । যেমন –

ক. রাউন্ড স্প্লিট ডাই-স্টক :

এটাতে রাউন্ড স্প্লিট ডাই ব্যবহৃত হয় । এটার ফ্রেম গোলাকার ও ভাইকে অনড়
করার জন্য দুটি স্ক্রু ও ডাইকে নিয়ন্ত্রণ করার জন্য অপর একটি স্ক্রু থাকে ।

খ. স্টক ডাই-স্টক : এটার ফ্রেমের আকৃতি আয়তকার । এর মধ্যে একখানা স্লাইড বক্স থাকে এবং একটি অ্যাডজাস্টিং স্ক্রু থাকে, যা দ্বারা ডাইকে অনড় ও নিয়ন্ত্রণ করা হয়। ডাই পরিচালনার জন্য এটাতেও দুটি হাতল থাকে । ডাই এর আকৃতিভেদে এদের মধ্য হতে যথার্থ ডাই স্টকটি নির্বাচন করতে হয় ।

 

 

ডাই যারা বাহিরের প্যাঁচ কাটার পদ্ধতি

নিম্নে ডাই দ্বারা বাইরের প্যাঁচ কর্তন প্রণালি ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  • ডাইয়ের আকৃতি অনুসারে ডাই-স্টক নির্বাচন কর ।
  • ডাই স্টকের স্ক্রু ঢিলা দিয়ে নির্ধারিত স্থানে ডাই স্থাপন কর ।
  • রাউন্ড স্প্লিট ডাই স্টকের ক্ষেত্রে দুই পাশের দুটি স্ক্রু দিয়ে ডাই আটকাও এবং মধ্য স্থানের জুটি প্রথমত কিছুটা প্রবেশ করিয়ে ডাইকে কিছুটা সম্প্রসারিত করে নাও ।
  • বোল্ট, স্ক্রু বা স্টাড যাতে প্যাচ কাটতে হবে তাকে ভাইসে আবদ্ধ কর ।
  • ডাইকে এর উপর স্থাপন করে প্রথমত আলতোভাবে দুইতিন বার আবর্তন কর ।

 

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

চিত্র : ডাই যারা বাইরের প্যাচ কর্তন প্রণালি

ধাতু কর্তন আরম্ভ করলে ডাই স্টকের সমান্তরাল অবস্থান সম্পর্কে নিশ্চিত হও

  • দু হাতে ডাইয়ের দুটি হাতল ধরে ডাই পরিচালনা কর ।
  • ডাই স্টক চালনাকালে প্রতিবার ঘূর্ণনের পর অর্ধেকবার বিপরীত দিকে ঘুরিয়ে আবার সম্মুখ দিকে পরিচালনা কর ।
  • ডাই পরিচালনা কালে প্যাচ কর্তনের স্থানে কয়েক ফোঁটা লুব অয়েল বা কাটিং অয়েল দিয়ে কর্তন স্থানে তৈলাক্ত কর ।
  • লক্ষ্য রাখতে হবে, ডাই সর্বদা সমান্তরাল অবস্থানে রেখে যেন আবর্তিত হয়, তা হলে সঠিকভাবে প্যাঁচ কর্তন হবে
  • ডাই পরিচালনার সময় মাত্রাতিরিক্ত চাপে পরিচালনা করা উচিত নয়, তা হলে প্যাচ ফেটে/কেটে যাবে।
  • অগ্র-পশ্চাৎ আবর্তনের মাধ্যমে ধীরে ধীরে প্যাঁচ কর্তন করতে হবে ।

 

ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তন

চিত্র : ডাই ও ট্যাপ সংরক্ষণ বক্স

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কাট ভাই থাকলে ধারাবাহিকভাবে একটির পর অপরটি স্টকে যুক্ত করে প্যাচ কর্তন সম্পন্ন করতে হবে

  • অ্যাডজাস্টেবল ডাই স্টক হলে প্রথম আবর্তনের পর মধ্য স্থানের ডুকে চিলা নিয়ে ও দুই পাশের ক্ষু দুটিকে
  • টাইট করে ডাইরের ব্যাস কিছুটা কমিয়ে কমিয়ে দ্বিতীয় ও তৃতীয় কার্ট দিয়ে প্যাঁচ কর্তন সম্পন্ন করতে হবে।
  • প্যাঁচ-কর্তন শেষ হলে তাই-স্টককে বিপরীত দিকে আবর্তন করে তুলে নিতে হবে।
  • কর্তনের পর প্যাচের আকৃতি ও পিচ নিরীক্ষণ করে দেখতে হবে যেন প্যাঁচ নির্ধারিত গভীরতায় ও ক্রমাগত প্যাঁচে তৈরি হয়েছে।
  • কার্যান্তে ভাই-স্টক হতে ভাইকে অপসারণ ও পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে।

বাহিরের প্যাঁচ কাটাকালীন সতর্কতাসমূহ :

  • ডাইয়ের গায়ে খোদাই করা তার টাইপ ও পরিমাপ লেখা থাকে এবং তা দেখে ভাই শনাক্ত করতে হবে ।
  • যদি ১ম, ২য় ও ৩য় কাটের ভাই হয়, তা ক্রমধারা মোতাবেক ব্যবহার করতে হবে।
  • যদি অ্যাডজাস্টেবল ডাই হয়, তা হলে কাটা দিক উপরের জ্বর দিক দিয়ে এবং প্রয়োজনমাফিক সমন্বয় করে প্যাচ কর্তন করতে হবে ।
  • মাত্রাতিরিক্ত চাপে প্যাঁচ কর্তন করা উচিত নয়।
  • অগ্র-পশ্চাৎ আবর্তনের মাধ্যমে ক্রমাগত অগ্রসর প্রক্রিয়ায় প্যাচ কর্তন করা উত্তম ।
  • কমপক্ষে তিনবারে প্যাচ কর্তন সম্পন্ন করা উচিত কারণ একবারে অতিরিক্ত ধাতু ধরে কর্তন করলে প্যাঁচ কেটে যেতে পারে।
  • ভাই স্টক যথাসম্ভব সর্বদা ভূমির সঙ্গে সমান্তরাল রেখে প্যাঁচ কর্তন করা উত্তম ।
  • মাঝে মাঝে প্যাঁচ কর্তন করার স্থানে কাটিং অয়েল/লুৰ-অয়েল দিয়ে প্যাঁচ কর্তন করলে কর্তন সহজ ও প্যাঁচ
  • ভালো হয় এবং অয়েল কুলিং এর কাজ করে।
  • প্যাঁচ কাটার সময় ভাই স্টকের হাতলযয়কে তৈলাক্ত মুক্ত রাখা উচিত ।
  • নিজের হাতকেও তৈলাক্তযুক্ত রাখা উত্তম ।
  • কার্যান্তে কাঠের বক্সে/নির্ধারিত বক্সে ভাই ও ডাই স্টক পরিষ্কার করে চিত্রের ন্যায় সাজিয়ে রাখা উচিত।

 

প্রশ্নমালা-১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ডাই কী?

২. ট্যাপ কী?

৩. ডাই বা ডাইস্টক প্রধানত কত প্রকার ও কি কি ?

৪. কী কী পদ্ধতিতে ট্যাপ সাইজ ড্রিল নির্বাচন করতে হয়?

৫. প্রচলিত প্যাচ আদর্শ বা স্ট্যান্ডার্ড কাকে বলে?

৬. ক্রু প্যাচের আদর্শ বা স্ট্যান্ডার্ড কত প্রকার ও কি কি?

৭. প্যাচ বলতে কী বোঝায়?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ট্যাপ সাইজ ড্রিল হিসাব করার পদ্ধতিটি লেখ ।

২. হাতে প্যাচ কাটা বলতে কী বোঝায় ?

৩. াতে কাটা প্যাচের বিভিন্ন স্ট্যান্ডার্ডের নাম কি কি?

৪. ট্যাপ সাইজ ড্রিল কী লেখ ।

৫. ডাই স্টক নির্বাচন কী?

রচনামূলক প্রশ্ন

১. ডাই স্টক নির্বাচন পদ্ধতি বিবৃত কর ।

২. ডাই দ্বারা বাহিরে প্যাচ কাটার পদ্ধতি বর্ণনা কর ।

৩. ডাই দ্বারা বাহিরের প্যাচ কর্তনকালে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়?

আরও দেখুন :

 

Leave a Comment