ট্র্যামেল এর ব্যাবহার

ট্র্যামেল এর ব্যাবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর একটি গুরুত্বপূর্ণ পাঠ।

ট্র্যামেল এর ব্যাবহার

 

ট্র্যামেল (Trammels):

ডিভাইডার ২৫০ মি.মি. অথবা ১০ ইঞ্চি অপেক্ষা বড় হলে ব্যবহার করতে অসুবিধা হয়। সেজন্য বড় কাজের জন্য ট্র্যামেল ব্যবহার করা শ্রেয়। ট্র্যামেলের পায়াগুলি (legs) ডিভাইডারের মত সংযুক্ত থাকে না। সরল একটি গোলাকার দণ্ডের উপর স্বতন্ত্রভাবে স্থাপিত হয়। সেট স্ক্রু ঘুরিয়ে প্রয়োজনমত যে কোন স্থানে পায়াগুলি বসিয়ে কাজ করা যায়। ট্র্যামেলের কার্যাবলী ডিভাইডারের অনুরূপ ।

বড় বড় বৃত্ত অঙ্কনের কাজে ট্র্যামেল খুবই উপযোগী। ডিভাইডারের মত ট্র্যামেলের পায়াগুলি সরল ও সরু হয়। কিন্তু প্রয়োজনবোধে ক্যালিপার্সের মত বাঁকানো পায়া (curve legs) লাগিয়ে ট্র্যামেলকে ক্যালিপার্সের মত ব্যবহার করা যায়। চিত্রের সাহায্যে এর ব্যবহার দেখানো হলো। ইনসাইড এবং আউটসাইড উভয় ক্যালিপার্সের মতই ব্যবহার করা যায়।

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

 

সারফেস- প্লেট. (Surface plate) : 

সারফেস- প্লেট একটি চতুষ্কোণবিশিষ্ট সমতল ধাতুখণ্ড। এটি সাধারণত ‘গ্রে’ কাস্ট আয়রণ দ্বারা তৈরী করা হয়। এর উপরিভাগের চতুর্দিক সমতল মসৃণ এবং কোণগুলি পরস্পরের সাথে ৯০° কোণ করে থাকে। এই প্লেট একস্থান হতে অন্য স্থানে সহজে বহন করার জন্য উভয় পার্শ্বে দুটি হাতল থাকে। ইহা সাধারণত ৩০০ মি.মি. হতে ১৫০০ মি.মি. (১২ ইঞ্চি হতে ৫৪ ইঞ্চি) পর্যন্ত লম্বা এবং ২৫০ মি.মি. হতে ১২০০ মি.মি. পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে।

ইহার উপর ইণ্ডিকেটর গেজ, রান আউট গেজ, সারফেস গেজ, স্ক্রাইবিং ব্লক এবং V- ব্লকের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট এবং অন্যান্য বস্তুর সমতলতা, সঠিকতা এবং সমতা পরীক্ষা বা মার্কিং (marking) করা যায়। কোন বস্তুকে স্ক্রেপিং (scrapping) করার পর উহার উপরিভাগের সমতলতা পরীক্ষা করার জন্যও ইহার উপর রং লাগিয়ে ঘর্ষণ করা হয়ে থাকে। সারফেস -প্লেট সর্বদা পরিষ্কার এবং মরিচাহীন রাখতে হয়। এ উপরিভাগে যাতে ধুলাবালি ও ধাতুর গুঁড়া জমতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এই প্লেটের উপর রেখে কোন বস্তু চিজেল দ্বারা কাটা বা ফাইল করা উচিত নয়। এতে তেল ও কাঠের ঢাকনা ব্যবহার করা উচিত।

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

সারফেস গেজ (Surface gauge) :

‘স্ক্রাইবার’কে বিভিন্ন কাজে বিভিন্নভাবে নিয়মানুযায়ী ব্যবহার করার মাধ্যম হচ্ছে সারফেস গেজ। ১.৩৫ চিত্রে সারফেস গেজের বিভিন্ন যন্ত্রাংশের কাজ দেখানো হলো।

 

বেস (Base) বা পাদদেশ :

সারফেস -প্লেটের উপর রাখার জন্য ইহা এমন একটি প্লেট যার পাদদেশ খুবই মসৃণ (কোন প্রকার উত্তল-অবতল নেই)।

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

ক্ল্যাম্প নাট (Clamp nut) : 

এই নাটটি ঘুরিয়ে বিভিন্ন উচ্চতাবিশিষ্ট স্ক্রাইবারকে স্পিগুলের (দণ্ডের) সাথে যুক্ত করে রাখা যায়।

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

স্ক্রাইবার (Scriber) : 

ইহার এক মুখ সোজা এবং অপর মুখ ৯০° কোণে বাঁকানো। বাঁকানো মুখ দ্বারা উচ্চতা নির্ণয় করার কাজে এবং সোজা মুখ দ্বারা সরলরেখা টানার কাজে ব্যবহার করা হয়।

 

ভিস্লট (V-slot) :

এই নালী (slot) থাকার ফলে সারফেস গেজকে গোলাকার বস্তুর উপরিভাগে সহজে স্থাপন করা যায়।

 

গেজ পিন (Gauge pin) :

এই পিনে চাপ দিলে ইহা ‘বেস’ অংশের তলদেশকে অতিক্রম করে বের হয়ে আসে এবং এই অবস্থায় সারফেস -প্লেটের ধারের সমান্তরালরূপে সারফেস গেজকে সরানো অথবা কোন লম্ব উপরিভাগের সাথে মিল করানো যায়।

 

অ্যাডজাস্টিং ক্রু (Adjusting screw) : 

এই ত্রুটি ঘুরিয়ে স্পিগুলটিকে সূক্ষ্ম কোণে আনয়ন করা যায়। স্পিগুলের সাথে স্ক্রাইবারটি ক্ল্যাম্প নাট দ্বারা আঁটকানো থাকে। এই নিয়ন্ত্রণের ফলে কার্যত ক্রাইবারের মুখটিই নিয়ন্ত্রিত হয়ে থাকে ৷

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

 

ট্র্যামেল এর ব্যাবহার | অটোমোবিল ইঞ্জিনিয়ারিং

 

সুইভেল নাট (Swivel nut) :

এই নাট-এর সাহায্যে স্পিগুলটির বৃহত্তর কোণ সৃষ্টি করা যায় এবং সে অবস্থায় আবদ্ধ করে রাখা যায়।

 

সারফেস গেজের ব্যবহার

নিম্নলিখিত আটটি পয়েন্টের সাহায্যে সারফেস গেজ ব্যবহারের বিভিন্ন পদ্ধতি দেখানো হলো।

 

ক্রাইবিং ব্লক (Scribing block) :

ইহার গঠন সহজ ও সরল। তাই প্রধানতঃ দাগ

(marking) দেওয়ার জন্য কর্মশালাসমূহে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কর্মশালায় ইহা মার্কিং

গেজ নামে পরিচিত। ১.৪৪ চিত্রে এর গঠন দেখানো হলো।

 

আরও দেখুনঃ

6 thoughts on “ট্র্যামেল এর ব্যাবহার”

Leave a Comment