আজকে আমাদের আলোচনার বিষয় -চিপিং পদ্ধতি
চিপিং পদ্ধতি Chipping Process
চিপিং (Chipping) :
ধাতব বস্তু বা খণ্ড হতে চিজেলের মাথায় হাতুড়ি খাতে ধাতুকে ক্ষুদ্র ক্ষুদ্র চিপস্ বা খণ্ডাকারে দূর করার প্রণালিকে চিপিং (Chipping) বলা হয়। সাধারণত ফ্লাট/ক্রুসকাট চিজেল দ্বারা এ চিপিং কার্য সম্পন্ন করা হয়ে থাকে। অধিক পরিমাণ ধাতুকে ক্ষয়করণের ক্ষেত্রে চিজেলকে মুষ্টিবদ্ধ করে ধরে চিপিং করতে হয় । আবার স্বল্প পরিমাণ ধাতু ক্ষয়করণের ক্ষেত্রে চিজেলকে মুষ্টিবদ্ধ করে ক্ষয়করণের ক্ষেত্রে আঙ্গুলের সাহায্যে চিজেলকে ধরে চিপিং করা যেতে পারে।
চিপিংয়ের প্রয়োগ ক্ষেত্র (Application of Chipping) :
জেনারেল ফিটিং কাজে যখন তখনই চিপিংয়ের ন্যায় ধাতু কর্তন ও অপসারণের প্রয়োজন পড়ে। নিচে চিপিংয়ের বিশেষ ক্ষেত্রসমূহের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো ।
১. কোনো তল হতে অতিরিক্ত ধাতু অপসারণ করে তলটিকে মোটামুটি সমতলকরণের লক্ষ্যে চিপিং করা হয়। তলটি যদি বড় হয়, তাহলে চিত্রের ন্যায় একে কয়েকটি ভাগে বিভক্ত করে চিপিং করা উচিত। গ্রুভের চিপিং প্রথমে ক্রসকাট চিজেল দ্বারা ও অবশিষ্টাংশকে ফ্ল্যাট চিজেল দ্বারা চিপিং করা উচিত ।
২. কোনো ধাতব খণ্ড হতে অতিরিক্ত অংশ, ওয়েন্ডিংকালে জমে যাওয়া অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ধাতু অপসারণ কালে চিপিং করতে হয় ।
৩. রিভেট কর্তনের ক্ষেত্রে চিপিং প্রক্রিয়ায় রিভেটের মাথা কর্তনপূর্বক অপ্রয়োজনীয় রিভেট তাড়াতাড়ি অপসারণ করা যায় ।
৪. অটোডিজেল কর্মশালায় বিয়ারিং-এর মধ্যে ভৈলনালি কর্তনকালে রাউন্ড নোজ চিজেল দ্বারা চিপিং করতে হয়।
৫. শ্যাফট, পুলি, পিয়ার কী কে কর্তন বা মেরামতকালে চিপিং করতে হয়।
৬. ড্রিল দ্বারা ছিদ্র করার সময় কেন্দ্র স্থানচ্যুত হলে ড্র কাট প্রণালিতে একে যথার্থ স্থানে সরিয়ে আনতে ডায়মন্ড পয়েন্ট চিজেল দ্বারা চিপিং প্রয়োজন ।
চিপিংকালীন সতর্কতা (Precuation in Chipping) :
ব্যক্তিগত নিরাপত্তা, জবের যত্ন ও কর্মশালায় কর্মরত অন্যান্য ব্যক্তির বা কর্মীর নিরাপত্তার নিমিত্তে নিচের প্রদত্ত নিয়মসমূহ চিপিংকালে অত্যাবশ্যকীয়ভাবে পালন করতে হয় :
১. চিজেল ধরার কৌণিক অবস্থানের উপর ভিত্তি করে, চিপিংকালে চিজেলের কাটিং-এজের নিচের বাহু এবং চিপিংতলের সঙ্গে কোণ সৃষ্টি হয়, তাকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে।
২. যে ধাতুর উপর চিপিং করা হয়, তার শ্রেণিভেদের উপর ভিত্তি করে এ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল পরিবর্তন করা হয়ে থাকে । সুতরাং টেবিল-১ এ প্রদত্ত ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ধাতুভেদে সংরক্ষণপূর্বক চিপিং করা একান্ত ভাবে বাঞ্ছনীয় ।
৩. ক্লিয়ারেন্স আঙ্গেল, কাটিং অ্যাঙ্গেল ও র্যাক অ্যাঙ্গেল মিলেই ১৮০° হয়ে থাকে । কাটিং অ্যাঙ্গেল ধাতুভেদে সুনির্দিষ্টভাবে গ্রাইডিং করে চিপিং করলে ক্লিয়ারেন্স আঙ্গেল পরিবর্তনের সাথে সাথে বেক-অ্যাঙ্গেল ও সংগত কারণেই পরিবর্তিত হয় । বেক অ্যাঙ্গেল কর্তিত ধাতু অপসারণে সাহায্য করে । সুতরাং চিপিংকালে যথার্থ বেক অ্যাঙ্গেলও সংরক্ষণ করা উচিত ।
৪. যথার্থ ক্লিয়ান্সে অ্যাঙ্গেল ও র্যাক-অ্যাঙ্গেল সংরক্ষণ করা হলে চিপিং কালে কাটিং এজ পুনঃপুনঃ ভেঙে যাওয়া থেকে রক্ষা পায় ।
৫. চিপিংকালে প্রটেক্টিভ শিল্ড, ইমপ্যাক্ট প্যাড ও সেফটি গগলস অবশ্যই পরিধান ও স্থান করতে হবে ।
৬. চিপিংকালে দৃষ্টি চিজেলের কাটিং এজ বরাবর রাখতে হবে।
৭. প্রাথমিকভাবে চিপিং আরম্ভকরণেরকালে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল তুলনামূলকভাবে কম ধরে আরম্ভ করা উচিত এবং পরে ধাতুভেদে তা সংরক্ষণ করা বাঞ্ছনীয় ।
৮. মনে রাখতে হবে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল নির্ধারিত পরিমাণের বেশি হলে ধাতু গভীরে কাটবে এবং কম হলে ধাতু উপরের কাটবে এবং বার বার স্লিপ করবে এবং কাটিং এজ্ ভাঙা বা হাতে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকবে । সুতরাং যথার্থ কাটিং এজ, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ও রেক অ্যাঙ্গেল সংরক্ষণ করা উচিত ।
৯. যতটুকু সম্ভব চিপিংকালে হাতুড়িকে চিজেলের সেন্টার লাইন বরাবর পরিচালনা করতে হবে ।
১০. বড় তল চিপিংকালে হ্যান্ড গ্লোভস পরে চিপিং করা উচিত ।
১১. চিপিংকালে চিজেলের ধার কমে গেলে পুনঃ পুনঃ গ্রাইন্ডিং করে ধার সংরক্ষণ করা উচিত ।
১২. চিপিংকালে চিজেল সর্বদায় শরীরের বিপরীত দিকে পরিচালনা করা উচিত ।
১৩. যথার্থ চিপিং কার্যের জন্য যথার্থ চিজেলটি শনাক্ত করে তা ব্যবহার করা উচিত ।
১৪. যে কোনো তলের বা বারের শেষ প্রাপ্ত চিপিংকালে চিত্রের ন্যায় বিপরীত দিক থেকে চিপিং করে তা সম্পন্ন করা উচিত ।
চিজেল সম্পর্কে বর্ণনা :
ধাতব বস্তুর উপরিতলে ব্যবহার উপযোগী ধাতব বস্তু কর্তন ও চিপিং-এর নিমিত্তে যে হস্তচালিত কাটিং টুলসটি ব্যবহৃত হয়ে থাকে, তাকে চিজেল (Chiesel) বলে।
চিজেলের প্রকারভেদ :
চিজেল প্রধানত দুই প্রকার :
১. হট চিজেল (Hot chiesel )
২ কোল্ড চিজেল (Cold chiesel )
নিচের উক্ত চিজেন্সদ্বয়ের বর্ণনা প্রদান করা হলো ।
১. হট চিজেল : কামারশালায় উত্তপ্ত ধাতুর উপর এ জাতীয় চিজেলের ব্যবহার সর্বাধিক। কাস্ট হাতল বা হাতলবিহীন হট চিজেল ব্যবহৃত হয়ে আসছে। কাস্ট হাতলবিহীন হট চিজেল টং দ্বারা ধরে ব্যবহার করতে হয়। কোল্ড চিজেলের তুলনায় এর কাটিং এজ পাতলা থাকে কারণ উত্তপ্ত ও অপেক্ষাকৃত নরম অবস্থায় ধাতুকে এনে এর উপর হট ডিজেল ব্যবহার করা হয়।
২. কোল্ড চিজেল : অটো ডিজেল কর্মশালাসহ ঠাণ্ডা ধাতু কর্তন ও চিপিংয়ের নিমিত্তে বিভিন্ন কর্মশালায় ছেনি নামে যে কাটিং টুলসটি ব্যবহৃত হয়ে থাকে, তাকে কোল্ড চিজেল বলে । টুলস-স্টিল দ্বারা কর্মশালায় ফোজিং করে ষড়/অষ্টাভুকাকৃতির বার দ্বারা ও জাতীয় কোল্ড চিজেল তৈরি করা হয়ে থাকে । কোল্ড চিজেলে কোনো কাঠ হাতল থাকে না এবং লম্বায় এটি ১৫-২০ সে. মিটার এবং ঢালু অংশ লম্বায় ৫-৮ সে. মিটার হয়ে থাকে । একটি কোল্ড চিজেলের প্রধান তিনটি অংশ থাকে; যেমন:
(১) হেড (Head)
(২) শ্যাঙ্ক (Shank)
(৩) কাটিং এজ (Cutting Edge)
কোল্ড চিজেলের প্রকারভেদ : তাদের কাটিং এজের আকৃতির উপর ভিত্তি করে ও প্রয়োগ ক্ষেত্রের ভিন্নতার প্রতি লক্ষ্য রেখে কোল্ড চিজেলকে নিচের আলোচ্য পাঁচ ভাগে ভাগ করা হয়েছে ।
১. ফ্ল্যাট চিজেল : এর কাটিং এজ চেপ্টা ও আনুমানিক ২০-২৫ মি. মি. প্রশস্ত । এটি ধাতব পাত কৰ্তন, বার ও রিভেট কর্তন এবং সমতলে চিপিংয়ের কাজে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। এ জাতীয় চিজেল সাধারণ কাজেও ব্যবহৃত হয়।
২. কেপচিজেল/ক্রসকাট চিজেল : এ জাতীয় চিজেলের কাটিং এজ আনুমানিক ৬-১০ মি. মি. পর্যন্ত প্রশস্ত হয়ে থাকে । এর কাটিং এজের প্রান্ত ক্রমাগতভাবে ঢালু হয়ে গেছে। এ জাতীয় চিজেল খাঁজ কাটার ন্যায় বিশেষ কাজে ব্যবহৃত হয়ে থাকে। অটো-ডিজেল কর্মশালার কী-ওয়ের ঘাট কাটার জন্য এটি বিশেষভাবে ব্যবহার উপযোগী ।
৩. রাউন্ড নোজ চিজেল : রাউন্ড নোজ চিজেলের ঢালু প্রান্তের আকৃতি হাতির শুঁড়ের ন্যায় এবং কাটিং এজ অর্ধবৃত্তাকার আকৃতির হয়ে থাকে । অটো-ডিজেল কর্মশালার এর বিশেষ ব্যবহার রয়েছে। যেমন বিয়ারিং অথবা বিয়ারিংয়ের ন্যায় অর্ধবৃত্তাকার ওয়ার্কপিচে তৈলনালি কাটার জন্য এটি বিশেষ ভাবে উপযোগী ।
৪. ডায়মন্ড পয়েন্ট চিজেল : ডায়মন্ড পয়েন্ট চিজেলের কাটিং এজের গঠন/আকৃতির ডায়মন্ডের ন্যায় ঢালু । এটি প্রধানত ‘ভি’ আকৃতির খাঁজ কাটা এবং বর্গাকৃতির কোণসমূহ চিপিং কাজে ব্যবহৃত হয়ে থাকে ।
৫. সাইড চিজেল : এটি কাটিং এজের এক প্রান্ত উড ওয়ার্কিং চিজেলের ন্যায় এক দিকে ঢালু করে তৈরি করা হয়ে থাকে । এটি কোনো খাঁজের বা কী ওয়েব সাইড কাটা বা সমান করার কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে । সুতরাং কাটিং-এজ শনাক্ত করে যথার্থ কাজের জন্য যথার্থ চিজেলটি নির্বাচনপূর্বক কাজ করা উচিত।
প্রশ্নমালা-৫
অতি সংক্ষিপ্ত প্রশ্ন :
১. চিজেল কত প্রকার ও কী কী? 2. কোল্ড চিজেল কয় ভাবে বিভক্ত?
৩. কোল্ড চিজেল এবং কাটিং এজ আনুমানিক কত মিটার প্রশস্ত হয়ে থাকে?
৪. রাউন্ড নোজ চিজেলের ঢালু প্রান্তের আকৃতি কিসের ন্যায় ?
৫. ৬. ডায়মন্ড পয়েন্ট চিজেলে প্রধানত কি আকৃতির খাঁজ কাটা হয় ? কোল্ড ও হট চিজেলের কাজ কী?
৭. একটি কোল্ড চিজেলের প্রধানত কী কী অংশ থাকে ?
৮. চিজেলের র্যাক অ্যাঙ্গেল কেন প্রয়োজন হয়?
৯. ক্লিয়ারেন্স, কাটিং ও র্যাক অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয় ?
১০. ডায়মন্ড পয়েন্ট চিজেল কি কাজে ব্যবহৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. কোল্ড চিজেল বলতে কী বোঝায় ?
২. ফ্ল্যাট চিজেল এর ব্যবহার লেখ ?
৩. কেপচিজেল/ক্রসকাট চিজেল বলতে কী বোঝায় ?
৪. চিপিং বলতে কী বোঝায় ?
৫. হট চিজেল কী?
৬. সাইড চিজেল কাকে বলে?
৭. র্যাক অ্যাঙ্গেল বলতে কী বোঝায়?
৮. অ্যালুমিনিয়াম, কপার ও ব্রাশ ধাতুর জন্য কি পরিমাণ কাটিং অ্যাঙ্গেল রাখা প্রয়োজন ?
৯. চিপিংকালে নিরাপত্তাজনিত কী কী পন্থা অবলম্বন করতে হয়?
১০. চিজেলের মাথা ব্যাঙের ছাতার মতে হয়ে গেলে কি ব্যবস্থা নেওয়া উচিত ?
রচনামূলক প্রশ্ন :
১. চিজেল বলতে কী বোঝায়? বিভিন্ন প্রকার চিজেলের বর্ণনা দাও ।
২. চিপিং কাকে বলে? চিপিংয়ের প্রয়োগ ক্ষেত্রগুলো লেখ ।
৩. চিপিংকালীন সাবধানতাসমূহ লেখ ।
৪. চিজেলের রক্ষণাবেক্ষণ সম্পর্কে যা জানো লেখ ।
আরও দেখুন :