গুনিতক কোণ সম্পর্কিত সমস্যার সমাধান | ত্রিকোণমিতি গণিত

গুনিতক কোণ সম্পর্কিত সমস্যার সমাধান ক্লাসটি “ত্রিকোণমিতি গণিত [ Trigonometry Mathematics ]” এর ১২তম অধ্যায়ের [ Chapter 12 ] অংশ। এই ক্লাসটি “অটোমোবাইল টেকনোলজি [ Automobile Technology ]” কোর্সের [Course] যা “১ম সেমিস্টার [ 1st Semester ] এর “ত্রিকোণমিতি গণিত [ Trigonometry Mathematics ]” এ পড়ানো হয়।

 

গুনিতক কোণ সম্পর্কিত সমস্যার সমাধান

 

গুনিতক কাকে বলে?

একটি সংখ্যাকে কোন পূর্নসংখ্যা দ্বারা গুন করলে যেসকল সংখ্যা পাওয়া যায়, সে সংখ্যাগুলোকে ঐ সংখ্যার গুনিতক বলে।

গুণিতক এর উদাহরণ যেমন- ৭ কে ৫ দ্বারা গুন করলে ফলাফল- ৩৫ হয়।  এখানে ৩৫ সংখ্যাটি ৭ এর গুনিতক।

সাধারনভাবে আমরা অংকে যে নামতা ব্যবহার করি তা-ই নির্দিষ্ট সংখ্যার গুনিতক। যেমন-

  • ৭×১ = ৭
  • ৭×২ = ১৪
  • ৭×৩ = ২১
  • ৭×৪ = ২৮
  • ৭×৫ = ৩৫

এখানে- ৭,১৪,২১,২৮,৩৫ সংখ্যাগুলো ৭ এর গুনিতক।

 

গুনিতক কোণ

 

গুনিতকের বৈশিষ্ট্য

  • গনিতে পূর্নসংখ্যার গুনিতক দেখানো হলেও দশমিক সংখ্যারও গুনিতক হয়।
  • শূন্য (০) সংখ্যাটি সকল সংখ্যার গুনিতক।
  • প্রতিটি সংখ্যা নিজেই নিজের গুনিতক। যেমন- ৫ সংখ্যাটি ৫ এর, ৮ সংখ্যাটি ৮ এর গুনিতক।
  • সকল সংখ্যারই গুনিতক অসীম হয়। কারন সংখ্যার কোন শেষ সীমা নেই।
  • জোড় সংখ্যার গুনিতক জোড় সংখ্যাই হয়।
  • একটি সংখ্যার গুনিতক দিয়ে তার গুননীয়ক কে ভাগ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যায়।

 

সাধারন গুনিতক কাকে বলে?

দুইটি সংখ্যার গুনিতকগুলোর মধ্যে একই বা সাধারন গুনিতক থাকলে সেগুলোকে সাধারন গুনিতক বলে। যেমন-

  1. ৩ এর গুনিতক – ৩,৬,৯,১২,১৫
  2. ৬ এর গুনিতক – ৬,১২,১৮,২৪

এখানে, ৩ ও ৬ এর গুনিতকে ৬ এবং ১২ উভয় সংখ্যার গুনিতকেই রয়েছে। তাই ৬ ও ১২ দুইটি সংখ্যার সাধারন গুনিতক।

 

লঘিষ্ঠ সাধারন গুনিতক কাকে বলে?

দুইটি সংখ্যার সাধারন গুনিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারন গুনিতক বা ল.সা.গু বলে।

উপরোক্ত ৩ ও ৬ সংখ্যা দুটির সাধারন গুনিতকের মধ্যে ৬ সংখ্যাটি লঘিষ্ঠ সাধারন গুনিতক।

 

গনিতে গুনিতকের প্রয়োগ

৪ ও ৬ এর সাধারন গুনিতক ও ল.সা.গু.নির্নয় কর।

  • ৪ এর গুনিতক- ৪,৮,১২,১৬,২০,২৪,২৮,৩২,৩৬
  • ৬ এর গুনিতক- ৬,১২,১৮,২৪,৩০,৩৬

এখানে, ৪ ও ৬ এর সাধারন গুনিতক – ১২,২৪,৩৬  এবং নির্নেয় ল.সা.গু – ১২  কারন, সাধারন গুনিতকগুলোর মধ্যে ১২ সবচেয়ে সংখ্যালঘু বা ছোট।

 

AutomotiveGOLN.com Logo 252x68 px Dark গুনিতক কোণ সম্পর্কিত সমস্যার সমাধান | ত্রিকোণমিতি গণিত

 

গুনিতক কোণ সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুন :

Leave a Comment